It is important to remember the condition of the mother during her pregnancy as well as mental health. And for this the family needs to come forward.
What is the mother's mental health during pregnancy, said about this Nahid Sultana He is currently serving as Associate Professor at the Department of Veterinary and Gynecology at BIRDEM Hospital.
Q: Mental health is a big issue during pregnancy. What are the suggestions in that case? Do you have any suggestions for those who are in the family?
Answer: Yes, they have to give advice. The husband has to give advice. We advise them that they need to understand, to understand the problems of the wife and to seek the advice of the doctor accordingly. Many times mother-in-law does not want to take a wife to a doctor. According to the mother, the husband often does not take the wife to the doctor. In that case they will have to understand. They should understand that all pregnancies are not risky and are not risk-free. So the doctor should show up. According to the World Health Organization, a pregnant mother should be shown to the physician at least four times. During pregnancy, the mother will have to ensure the mental recovery.
গর্ভাবস্থায় মায়ের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার বিষয়টিতেও খেয়াল রাখা জরুরি। আর এর জন্য পরিবারের লোকজনদের এগিয়ে আসা প্রয়োজন।
গর্ভাবস্থায় মায়ের মানসিক সুস্থতায় করণীয় কী, এ বিষয়ে কথা বলেছেন ডা. নাহিদ সুলতানা। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে অবস ও গাইনি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গর্ভাবস্থায় মানসিক সুস্থতা একটি বড় বিষয়। সেই ক্ষেত্রে কী পরামর্শ থাকে আপনাদের? পরিবারের যাঁরা আছেন, তাঁদের প্রতি আপনাদের কোনো পরামর্শ থাকে কি?
উত্তর : হ্যাঁ, তাঁদের পরামর্শ দিতে হয়। স্বামীকে পরামর্শ দিতে হয়। আমরা তাঁদের পরামর্শ দেই যে তাঁদের বুঝতে হবে, স্ত্রীর সমস্যাগুলোকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক সময় দেখা যায় শাশুড়িরা চিকিৎসকের কাছে বউকে নিতে চান না। স্বামীও মায়ের কথা অনুযায়ী স্ত্রীকে অনেক সময় চিকিৎসকের কাছে নেয় না। সেই ক্ষেত্রে তাঁদের বুঝতে হবে। তাঁদের বোঝাতে হবে সব গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ নয় এবং ঝুঁকিমুক্তও নয়। সুতরাং চিকিৎসককে দেখাতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে অন্তত চারবার চিকিৎসকের কাছে নিয়ে একজন গর্ভবতী মাকে দেখাতে হবে। গর্ভাবস্থায় মায়ের মানসিক সুস্থতার বিষয়টি নিশ্চিত করতে হবে।
No comments:
Post a Comment