Tuesday, November 28, 2017

The patient was out of stomach surgery, 263 coins, blades, needle! অস্ত্রোপচারে রোগীর পেট থেকে বেরল ২৬৩টি কয়েন, ব্লেড, সুচ

Generally, where are common people storing coins? In the bag or locker. Many people also have habitations to store coins in small quantities. But if anyone heard coins in the stomach! Believe me Even if not, this is true. Because 32-year-old Mohammed Masood came out of his abdomen with 263 coins.

The incident happened in the Reva district of Madhya Pradesh. With a rare operation, 263 coins from Masud stomach, doctors and doctors of Chevang's blade and needle, collected five kg of iron. That means that the person who lived with this huge amount of iron inside the stomach had been living in the stomach for so long. Seeing his endurance, doctors also shocked him. He has been kept under observation for the past.

On November 18, Mahmud Masud went to Sanjay Gandhi Medical College Hospital with severe aches in the stomach. There are X-rays and many other tests that can identify the real causes of pain. Then they decided to undergo surgery. On Friday, the doctor started making a knife in the stomach. 10 to 12 blades, four large needles, one chain, small pieces of glass and 263 different coins are extracted from Masud's stomach.

Further news: 'Yes I used to sell tea, I did not sell the country'

All of which weighs five kilograms. Priyanka Sharma, who is in charge of his operation, reports that, Masud used to take these items for a long time. Before being admitted to the hospital, he was being treated in Satna for the last six months. When he was brought to Rewar Hospital, his mental and physical condition was not very good at all.

Recently, a number of such events have come up in the headline. In Calcutta Medical College Hospital, 639 nails were made from the stomach of 48 years old. A couple of days ago, after a three-hour operation in Indore in Madhya Pradesh, 25-year-old girl got out of her stomach and 1.5 kg hair. Seeing the eyes of the eye surgeon. Now the staff of the Masud has made the staff of the staff.

সাধারণত কয়েন কোথায় জমিয়ে রাখেন সাধারণ মানুষ? ব্যাগে কিংবা লকারে। অনেকের আবার ভাণ্ডারেও অল্প অল্প করে কয়েন জমানোর অভ্যেস আছে। কিন্তু যদি শোনেন কেউ পাকস্থলীতে কয়েন জমিয়েছেন! বিশ্বাস করবেন কি? না করলেও এটাই সত্যি। কারণ ৩২ বছরের মহম্মদ মাসুদের পেটে অস্ত্রোপচার করে বেরিয়ে এল ২৬৩টি কয়েন।

ঘটনা মধ্যপ্রদেশের রেওয়া জেলার। অত্যন্ত বিরল একটি অস্ত্রোপচার করে মাসুদের পাকস্থলী থেকে ২৬৩টি কয়েন, শেভিংয়ের ব্লেড ও সুচ-সহ মোট পাঁচ কেজি লোহা বের করলেন চিকিৎসকরা। অর্থাৎ এতদিন ধরে পেটের ভিতর এই বিপুল পরিমান লোহা নিয়ে বেঁচেছিলেন ওই ব্যক্তি। তাঁর সহ্য ক্ষমতা দেখে হতবাক চিকিৎসকরাও। তাঁকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে খবর।

গত ১৮ নভেম্বর পেটে তীব্র যন্ত্রণা নিয়ে সঞ্জয় গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান মহম্মদ মাসুদ। সেখানে এক্স-রে ও অন্যান্য কয়েকটি পরীক্ষা করে ব্যথার আসল কারণ চিহ্নিত করতে পারেন চিকিৎসকরা। তারপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা। শুক্রবার পেটে ছুরি চালিয়ে চোখ কপালে ওঠে ডাক্তারদের। ১০ থেকে ১২টি ব্লেড, চারটি বড় সুচ, একটি চেন, কাচের ছোট ছোট টুকরো এবং ২৬৩টি বিভিন্ন পয়সার কয়েন বের হয় মাসুদের পাকস্থলী থেকে।

আরও খবর: ‘হ্যাঁ আমি চা বিক্রি করতাম, দেশ বিক্রি করিনি’

সবমিলিয়ে যার ওজন পাঁচ কেজি। তাঁর অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক প্রিয়াঙ্ক শর্মা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে লুকিয়ে এইসব জিনিসগুলি খেতেন মাসুদ। হাসপাতালে ভরতি হওয়ার আগে গত ছ’মাস ধরে সাতনায় চিকিৎসা চলছিল তাঁর। যখন তাঁকে রেওয়ার হাসপাতালে আনা হয়, তখন তাঁর মানসিক ও শারীরিক অবস্থা কোনওটাই খুব একটা ভাল ছিল না।

সম্প্রতি এ ধরনের বেশ কয়েকটি ঘটনা শিরোনামে উঠে এসেছে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬৩৯টি পেরেক বার করা হয়েছিল ৪৮ বছরের প্রৌঢ়ের পাকস্থলী থেকে। আবার দিন কয়েক আগেই মধ্যপ্রদেশের ইন্দোরে তিন ঘণ্টার অস্ত্রোপচার শেষে ২৫ বছরের যুবতীর পেট থেকে বের হয় দেড় কেজি চুল। যা দেখে চক্ষু চড়কগাছ চিকিৎসকদেরও। এবার মাসুদের কাণ্ড তাজ্জব করেছে হাসপাতাল কর্মীদের।

No comments:

Post a Comment