Tuesday, November 28, 2017

Meet the boyfriend after the burka, catch the boyfriend বোরকা পরে প্রেমিকার সঙ্গে দেখা, প্রেমিক ধরা


Burraika in Pirojpur borka after meeting with the girlfriend was caught Nayeem Islam (18), a schoolboy named.

He was caught in the morning after meeting Burka and met him. After he was produced in a mobile court, he was sentenced to 15 days in jail.

Determining the matter, Judge of the local court, Banderia Upazila Assistant Commissioner (Land) and acting Executive Officer said. Saifuddin Gias said that he was sentenced to 15 days for the crime of eve-teasing.

The locals said this year SSC candidate from Bottela Secondary School, son of Ruhul Amin Mir, resident of Bottla village of Ikari union of 4th of the upazila.

Nayeem Islam has long been loving with one of his classmates. Recently, when the boyfriend is married elsewhere, on Monday morning, a black-colored burka was going to meet Naeem's girlfriend. The police arrested him and handed him over to the police.

Later, the police took him to acting upazila executive officer. Upazila Nirbahi Officer placed a mobile court on Friday and sentenced him to 15 days in jail.

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বোরকা পরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েছেন মো. নাঈম ইসলাম (১৮) নামের এক স্কুলছাত্র।

সোমবার সকালে বোরকা পরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েন তিনি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস বলেন, ইভটিজিংয়ের অপরাধে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের বোথলা গ্রামের বাসিন্দা রুহুল আমিন মীরের ছেলে বোথলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষার্থী।

দীর্ঘদিন নাঈম ইসলাম তার এক সহপাঠীর সঙ্গে প্রেম করে আসছিল। সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিয়ে হলে সোমবার সকালে একটি কালো রঙয়ের বোরকা পরে নাঈম প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। বিষয়টি দেখে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।

পরে পুলিশ তাকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

No comments:

Post a Comment