In 2007, after reaching the hands of mother and brothers, barefoot came to the United States in the United States. The girl is 14 years old.
Ethiopia's Refugee Camp from South Sudan From here to the end of the country of America
Niakim Gateek, in the international modeling world, known as the Queen of the Dark. The meaning of the word 'model' which did not even know until 14 years of age.
Currently he is 24 years old. And its number of followers in Instagram is about 3 lakhs. It is a matter of surprise! Where to get rid of the skin color, vaccine-tippuni is to be victimized, so is such an honor of Krishnakali in the world, really appreciated.
Talking to international fashion media, Neacim said that he came to America and admitted to school. At first there was to be a lot of pain for her.
But, he did not agree.
He said to himself the main reason for the success of Neacim. 'I love myself. I love my skin color 'He thinks, if you do not like yourself, nobody else will love you.
Today is a successful model. So he wants to highlight Sudanese talk in the world court. He wants to do something for his homeland. Especially, for the little helpless girls there.
২০০৭ সালে মা ও ভাই-বোনদের হাত ধরে, খালি পায়ে এসে পৌঁছায় মার্কিন যুক্তরাষ্ট্রে। মেয়েটির বয়স তখন ১৪ বছর।
দক্ষিণ সুদান থেকে প্রথমে ইথিওপিয়ার এক রিফিউজি ক্যাম্প। সেখান থেকে কেনিয়া হয়ে শেষে আমেরিকা।
নেয়াকিম গ্যাটওয়েক, আন্তর্জাতিক মডেলিং দুনিয়ায় যার পরিচিতি 'কুইন অফ দ্য ডার্ক' নামে। যিনি ১৪ বছর বয়স পর্যন্তও জানতেন না 'মডেল' শব্দের অর্থ।
বর্তমানে তার বয়স ২৪ বছর। আর ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ৩ লাখ। অবাক হওয়ার মতোই ব্যাপার! যেখানে গায়ের রং নিয়ে উঠতে-বসতে টিকা-টিপ্পুনির শিকার হতে হয় মানুষকে, তেমনই বিশ্বে এক কৃষ্ণকলির এমন সম্মান, সত্যিই প্রশংসনীয়।
আন্তর্জাতিক ফ্যাশন মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নেয়াকিম জানিয়েছেন যে, আমেরিকা এসে তিনি স্কুলে ভর্তি হন। সেখানে প্রথম দিকে তাকে গায়ের রঙের জন্য খুবই হেনস্থা হতে হয়।
কিন্তু, তিনি হার মানেননি।
নেয়াকিমের সাফল্যের প্রধান কারণ তিনি নিজেই বলেছেন। 'আমি নিজেকে ভালোবাসি। আমি ভালোবাসি আমার গায়ের রং। ' তিনি মনে করেন, নিজেকে ভালো না বাসলে, অন্য কেউ আপনাকে ভালোবাসবে না।
আজ নেয়াকিম এক সফল মডেল। তাই তিনি চান বিশ্ব দরবারে সুদানের কথা তুলে ধরতে। তার ইচ্ছে, নিজের জন্মভূমির জন্য কিছু করার। বিশেষত, সেখানকার ছোট্ট ছোট্ট অসহায় মেয়েদের জন্য।
No comments:
Post a Comment