Monday, November 27, 2017

পাকস্থলীর ক্যান্সারের কারণ হতে পারে মাছি! Stomach cancer may cause the fly!


You probably do not know that the cause of stomach cancer may be the fly! Everyday watching at home, at the office, at the restaurant or on the street, but it can be more harmful than ours. Scientists see that the body of all the collected fish, especially wild flies, is full of bacteria.

There are some bacteria in their bodies, which are harmful for human body.
Several studies have shown that mosquito bacteria can cause cancer in the stomach. Genetic injuries can also be caused depending on how sensitive your body is to this infection. However, scientists believe that these bacteria in the stomach of half the earth. These flies have been tested, they have lots of germs on their fans and legs. Scientists are surprised to see that there are more and more strong germs in the body of the urban flyers. Of course, all the bacteria that they carry do not target humans. But Helicobacter pylori can live your year after year. It can cause ulcer and other diseases.

আপনি হয়তো জানেন না যে, পাকস্থলীর ক্যান্সারের কারণ হতে পারে মাছি! প্রতিনিয়ত বাড়িতে, অফিসে, রেস্টুরেন্টে বা রাস্তায় যে মাছি দেখছেন তা কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক বেশি ক্ষতিকর হয়ে উঠতে পারে। বিজ্ঞানীরা দেখেন যে, সংগৃহিত সব ধরনের মাছিদের দেহ বিশেষ করে বুনো মাছিদের দেহ ব্যাকটেরিয়ায় পরিপূর্ণ।

তাদের দেহে এমন কিছু ব্যাকটেরিয়া রয়েছে, যা মানবদেহের জন্যে মারাত্মক ক্ষতিকর।   
বেশ কিছু গবেষণায় দেখা গেছে, মাছিবাহিত ব্যাকটেরিয়া পাকস্থলীতে ক্যান্সারের কারণ হতে পারে। এই সংক্রমণের প্রতি আপনার দেহ কতটা সংবেদনশীল তার ওপর নির্ভর করেও জীবাণু হানা দেয়। তবে পৃথিবীর অর্ধেক মানুষের পেটে এই ব্যাকটেরিয়া আছে বলে মনে করেন বিজ্ঞানীরা। এসব মাছিদের পরীক্ষা করে দেখা গেছে, তাদের পাখা এবং পায়ে প্রচুর জীবাণু রয়েছে। এই দেখে বিজ্ঞানীরা অবাক হয়েছেন যে, শহুরে মাছিগুলোর দেহে আরো বেশি সংখ্যক এবং শক্তিশালী সব জীবাণু অবস্থান করে। অবশ্য যেসব ব্যাকটেরিয়া তারা বহন করে চলে তাদের সবগুলোই মানুষকে টার্গেট করে না। তবে হেলিকোবাক্টার পাইলোরি আপনার বছরের পর বছর বাস করতে পারে। এটা আলসারসহ অন্যান্য রোগের কারণ হতে পারে।

No comments:

Post a Comment