Monday, November 27, 2017

৪০ কোটি বছর আগে অক্সিজেনের মাত্রাবৃদ্ধিতেই প্রাণের বিস্ফোরণ! 40 million years ago, the explosion of life oxygenation!


40 million years ago the levels of oxygen in the air increased at severe rate. In this, the amount of biodiversity increases three times.

A recent study found this information.
It is known that during this explosion of life, there is a great increase in marine life, changes in species of different species and their kind change and one change comes to the whole world. This time it is known as Great Ordovician Biodiversity.

University of Washington Assistant Professor Cole Edwards said the evidence of the explosion occurred due to the increase in oxygen. This happens about 450 million years ago. It should also be emphasized that the increase in biodiversity levels is not only the increase in oxygen levels. Due to the combination of various changes in the sea, cooling of the sea, increasing the supply of sea nutrients and the pressure of food-eating relations, the diversity of life in these days has brought about the diversity of life.

৪০ কোটি বছর আগে বাতাসে অক্সিজেনের মাত্রা সাংঘাতিক হারে বেড়ে গিয়েছিল। তাতেই জীব বৈচিত্র্যের পরিমাণ তিন গুণ বৃদ্ধি পায়।

সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য।
জানা গেছে, এই প্রাণের বিস্ফোরণের সময় প্রচুর পরিমাণে সামুদ্রিক প্রাণির বৃদ্ধি ঘটে, বিভিন্ন প্রজাতির প্রাণির পরিবার ও তাদের ধরনের পরিবর্তন ঘটে এবং গোটা পৃথিবীতেই আসে এক পরিবর্তন। এই সময়টাই পরিচিত গ্রেট অর্ডোভিশিয়ান বায়োডাইভার্সিফিকেশন নামে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোল এডওয়ার্ডস জানিয়েছেন, অক্সিজেনের বৃদ্ধির কারণেই প্রাণের বিস্ফোরণ ঘটার প্রমাণ মিলেছে। প্রায় ৪৫০ মিলিয়ন বছর আগে এই ঘটনা ঘটে। তবে এটাও জোর দিয়ে বলতে হবে যে জীব বৈচিত্র্যের মাত্রা বৃদ্ধির কারণ শুধুমাত্র অক্সিজেনের স্তর বৃদ্ধি নয়। সমুদ্রের শীতল হয়ে যাওয়া, সমুদ্রের পুষ্টি সরবরাহের পরিমাণ বৃদ্ধি পাওয়া ও খাদ্য-খাদক সম্পর্কের চাপ- এ ধরনের নানা পরিবর্তনের মিলিত প্রভাবেই সেই সময় থেকে প্রাণীর জীবনে বৈচিত্র্য এনে দেয়।

No comments:

Post a Comment