Monday, November 27, 2017

চুলের যত্নে রসুনের ব্যবহার Hair Care Garlic




Garlic that plays a role in preventing hair fall, maybe many of us do not know. You can use garlic in some ways.

Garlic reduces hair loss, removes dandruff, helps to grow new hair and fixes hair infections.
Garlic works like a lot of magic to prevent hair loss. It does not just prevent hair loss but it also helps to remove headache infections and dandruff. Not only that, experts argue that garlic helps to grow new hair.
Like experts, the new hair grow rapidly when the garlic juice on the hair and hair on the hair like oil. The juice of garlic contains an abundance of alcine that increases the hemoglobin circulation in the blood and helps to grow new hair. Apart from this, there are plenty of copper in the garlic, which makes the hair dense and healthy.

The method of using garlic juice
First step: First paste the garlic and then take out the juice. Then save it to an air tight bottle.

This juice can be used as an oil when needed.
Second step: If the hair is dry, it should be kept in the water of the sunshine half an hour. Rosemary holds the hair moisturizer. After this half an hour, the juice of garlic should be applied to the hair and hair.

Step 3: You have to wait an half an hour after applying the garlic juice on the hair. Then comb them with the comb. Then wash the hair with light warm water. You have to wash the hair with water and apply water to the shield. After 15 minutes the conditioner will be washed with cold water.

How many days or days will you use?
1. You can use garlic juice for at least two days a week if you have excess hair. It can grow new hair in a month.

2. It is better not to use garlic juice if it is damaged in the mouth. Because the use of it may increase the wound.

3. If the head skin is oily, it is not necessary to oil oil. In this case only garlic juice will be applied.

চুল পড়া রোধে রসুন যে ভূমিকা রাখে, তা হয়তো আমাদের অনেকের জানা নেই। চুলে কয়েকভাবে রসুন ব্যবহার করতে পারেন।

রসুন চুল পড়া কমায়, খুশকি দূর করে, নতুন চুল গজাতে সাহায্য করে ও চুলের সংক্রমণজাতীয় সমস্যার সমাধান করে।
চুল পড়া প্রতিরোধে রসুন অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। এটি শুধু চুল পড়া ঠেকায় না সেইসঙ্গে মাথার ত্বকের ইনফেকশন ও খুশকি দূর করতে সহায়ক। শুধু তাই নয়, রসুন নতুন চুল গজাতেও সাহায্য করে বলে বিশেষজ্ঞদের অভিমত।
বিশেষজ্ঞদের মত, তেলের মতো করে চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে অনেক দ্রুত নতুন চুল গজায়। রসুনের রসে রয়েছে প্রচুর পরিমাণ এলিসিন যা রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। এ ছাড়া রসুনে রয়েছে প্রচুর পরিমাণে কপার যা চুলকে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।

রসুনের রস ব্যবহার পদ্ধতি
প্রথম ধাপ: প্রথমে রসুন পেস্ট করে এর রস বের করে নিতে হবে। এরপর একটি এয়ার টাইট বোতলে তা সংরক্ষণ করতে হবে।

যাতে যখন প্রয়োজন তখন তেলের মতো করে এই রস চুলে ব্যবহার করা যায়।
দ্বিতীয় ধাপ: চুল শুষ্ক হলে গোলাপজলের পানিতে তা আধাঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। গোলাপজল চুলের ময়েশ্চারাইজার ধরে রাখে। এই আধাঘণ্টা পর ভালো করে চুলে ও মাথার তালুতে রসুনের রস লাগাতে হবে।

তৃতীয় ধাপ: চুলে রসুনের রস লাগিয়ে আধাঘণ্টা অপেক্ষা করতে হবে। এরপর চিরুনি দিয়ে তা আঁচড়াতে হবে। তারপর হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এবার চুলে ভালো করে মাইল্ড শ্যাম্পু লাগিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এর ১৫ মিনিট পর কন্ডিশনার লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।

কতদিন বা কয় দিন পরপর ব্যবহার করবেন?
১.অতিরিক্ত হারে চুল পড়লে সপ্তাহে অন্তত দু’দিন রসুনের রস ব্যবহার করতে পারেন। এতে এক মাসের মধ্যে মাথায় নতুন চুল গজাতে পারে।

২.মাথার তালুতে ক্ষত থাকলে রসুনের রস ব্যবহার না করাই ভালো। কারণ এটি ব্যবহারে ক্ষত আরও বেড়ে যেতে পারে।

৩. মাথার ত্বক তৈলাক্ত হলে চুলে তেল দেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে শুধু রসুনের রস লাগাতে হবে।

No comments:

Post a Comment