Tuesday, November 28, 2017

ক্যান্সারের কারণ হতে পারে অবাধ যৌনতা! Can cause cancer free sex!


Published: 28 November, 13 13 Online version


Emotional experiences of people and the ability to respond to sex is manifested. Sex can be expressed or enjoyed in different ways.

Which includes thoughts, imagination, desires, beliefs, perspectives, values, behavior, customs and relations. However, various types of infections have spread from human sex to free sex. One study found that there was a free sexual intercourse with cancer.
Scientists at the Johns Hopkins Bloomberg School of Public Health in London said that when confronted with five or more mates, there is a human Papilloma virus or HPV infections in men's bodies. And this infection leads to increased risk of head and shoulder cancer. HPV infection spread rapidly to smokers. However, those who do not smoke or have not been confronted with five or more companions, they are less likely to be infected with this type of cancer. Scientists have researched more than thirteen thousand people, it has been found that men are more likely to be infected with this infection than women.

In general, all types of sexually transmitted diseases occur in the human poploma virus or HPV infection.

But not sexually transmitted, according to scientists, HPV is actually a sexual infection. This infection is slightly different from HIV or AIDS. Doctors claim that sexual activists have been infected with HPV in some or all of the lifetime.
In most cases HPV is not very harmful. However, in some cases HPV can be secretly boil in the infection. If not treated properly, cancer can be.


যৌনতায় মানুষের কামোদ্দীপক অভিজ্ঞতা এবং সাড়াপ্রদানের ক্ষমতা প্রকাশ পায়।   বিভিন্ন পন্থায় যৌনতা প্রকাশ বা উপভোগ করা যায়।

যার মধ্যে চিন্তা, কল্পনা, কামনা, বিশ্বাস, দৃষ্টিকোণ, মূল্যবোধ, আচরণ, প্রথা ও সম্পর্ক অন্তর্গত।   তবে অবাধ যৌনতা থেকে মানব শরীরে নানা ধরণের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এক গবেষণায় দেখা গেছে, ক্যান্সারের সঙ্গেও অবাধ যৌনতার সম্পর্ক রয়েছে।
লন্ডনের জন্স হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেল্থের বিজ্ঞানীরা জানিয়েছেন, পাঁচ বা তার বেশি সঙ্গিনীর সঙ্গে মুখমেহন করলে, পুরুষদের শরীরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা সংক্ষেপে এইচপিভি-র সংক্রমণ ঘটে। আর এই সংক্রমণ থেকেই মাথা ও কাঁধের ক্যান্সারের আক্রান্ত হওয়ার সম্ভবনা বাড়ে। ধূমপায়ীদের ক্ষেত্রে আবার  এইচপিভি-র সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। তবে যাঁরা ধূমপান করেন না বা পাঁচ বা তার বেশি সঙ্গিনীর সঙ্গে মুখমেহনে লিপ্ত হননি, তাদের এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তেরো হাজারেরও বেশি মানুষের উপর গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা, তাতে দেখা গেছে, মহিলাদের তুলনায় পুরুষদেরই এই সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

সাধারণভাবে যতধরণের যৌন রোগ হয়ে থাকে, তারমধ্যে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি-র সংক্রমণই সবচেয়ে বেশি।

তবে যৌন রোগ নয়, বিজ্ঞানীদের মতে, এইচপিভি আসলে একটি যৌন সংক্রমণ। এই সংক্রমণ এইচআইভি বা এইডসের থেকে কিছুটা আলাদা। চিকিৎসকদের দাবি, যৌন সক্রিয় ব্যক্তিরা জীবনের কোন না কোন সময়ে এইচপিভি-র সংক্রমণে আক্রান্ত হন।
অধিকাংশ ক্ষেত্রেই এইচপিভি খুব একটি ক্ষতিকারক নয়। তবে কিছু ক্ষেত্রে এইচপিভি সংক্রমণ থেকে গোপনাঙ্গে ফোঁড়া হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না করালে, ক্যানসার হতে পারে।

No comments:

Post a Comment