Sunday, November 26, 2017

পুলিশের সঙ্গে কুকুরের কসরত! Dog drills with police!


The dog is called a useful friend of man. It is said, even if people harm humans, dogs do not harm the beneficiaries.

You will be able to work your favorite way to the trusted animal. That is why dogs are used today for safety in almost all countries of the world. Even the use of dogs in the police department is notable.
Recently, on social media, a dog's beautiful video with police was seen to be viral on behalf of AL.com. There the police were seen to drill dogs. Police dog is giving 'pushups' with two police officers in the video.

The video has already created a stir in Netdunia. Netizens also praised the video after being viral.

In fact, up to 700,000 views have appeared in the video.

Besides, the video has been shared 25 thousand 4 times.

কুকুরকে মানুষের উপকারি বন্ধু বলা হয়। প্রবাদ আছে, মানুষ মানুষের ক্ষতি করলেও কুকুর কখনও উপকারির অপকার করে না।

বিশ্বস্ত এই পোষ্য প্রাণীটিকে আপনি আপনার পছন্দমতো কাজ করাতে পারবেন। তাইতো বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশেই নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় কুকুরকে। এমনকি পুলিশ ডিপার্টমেন্টেও কুকুরের ব্যবহার উল্লেখযোগ্য।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এএল ডট কম-এর পক্ষ থেকে পুলিশের সঙ্গে কুকুরের সুন্দর একটি ভিডিও ভাইরাল হতে দেখা গেছে। সেখানে পুলিশের সঙ্গে কুকুরকে কসরত করতে দেখা গেছে। ভিডিওতে দুই পুলিশ অফিসারের সঙ্গে ‘পুসআপস’ দিচ্ছে পুলিশ কুকুর।

এরইমধ্যে নেটদুনিয়ায় বেশ আলোড়ল তৈরি করেছে ভিডিওটি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তার প্রশংসাও করেছেন।

প্রসঙ্গত, এখন পর্যন্ত ৭০০,০০০ ভিউ হয়েছে ওই ভিডিওতে।

পাশাপাশি ভিডিওটি শেয়ার করা হয়েছে ২৫ হাজার ৪'শ বার।

No comments:

Post a Comment