Tuesday, May 8, 2018

শুটিং শেষ করে শুটিংয়ের অনুমতি চাইলেন নির্মাতা! After shooting, the creator wants permission for shooting!



Shakib Khan's latest film 'Chalabaj' has been doing well at the box office. His next picture is 'Brother El Re'. In this, his cousin Shrabanti and Paila government of Kolkata According to reports published in various media, the shooting of the film ended. If everything is okay, then the film will be released on the occasion of the Eid. Film songs and some photographs have already been watched by filmmakers.

However, it is astonishing that director Jaydev Mukherjee recently asked for permission to create the film. He asked this permission from the Bangladesh Film Director's Association on Sunday last Sunday. Shabib Khan, Shabanti and the Paleil government named as the artist of the film.

The committee's secretary general Badiul Alam Khokan told the media that shooting of a movie by these artists in this name has already ended. Then we will look at how to ask permission to shoot.

He also said that according to the rules, the members of our Directors Association registered their movie. That is why I want to be a member before this. Joydev Mukherjee came to our association to be a member. He also submitted the application form to be a member.

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সর্বশেষ ছবি 'চালবাজ' বক্স অফিসে ভালোই করেছে।  তার পরবর্তী ছবি 'ভাইজান এল রে'। এতে তার সহশিল্পী কলকাতার শ্রাবন্তী ও পায়েল সরকার।  বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ছবির শুটিং শেষ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদ উপলক্ষ্যে ছবিটি মুক্তি পাবে।  ছবির গানের ভিডিও ও কিছু স্থিরচিত্র এরইমধ্যে চলচ্চিত্রপ্রেমীরা দেখেছেন।

তবে অবাক করা ব্যাপার হল ছবির পরিচালক জয়দেব মুখার্জি সম্প্রতি ছবিটি নির্মাণের অনুমতি চেয়েছেন।  বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কাছে গত রবিবার তিনি এ অনুমতি চান।  ছবির শিল্পী হিসেবে নাম দিয়েছেন শাকিব খান, শ্রাবন্তী ও পায়েল সরকারের।

সমিতির মহাসচিব বদিউল আলম খোকন গণমাধ্যমকে বলেন, এই নামে এই শিল্পীদের একটি সিনেমার শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। তাহলে শুটিং করার অনুমতি কীভাবে চাইলেন তা আমরা খতিয়ে দেখব।

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী যারা আমাদের পরিচালক সমিতির সদস্য তাদের সিনেমার নাম নিবন্ধন করি।  এজন্য আগে সদস্য হতে হয়।  জয়দেব মুখার্জি আমাদের সমিতিতে এসেছিলেন সদস্য হওয়ার জন্য।  তিনি সদস্য হওয়ার আবেদন পত্র জমাও দিয়েছেন।

No comments:

Post a Comment