Wednesday, February 7, 2018

Gassa-garlic-cumin solution to solve gas problem গ্যাসের সমস্যা সমাধানে আদা-রসুন-জিরা

গ্যাসের সমস্যায় ওষুধ সেবন করে সাময়িকভাবে মুক্ত হওয়া গেলেও দীর্ঘস্থায়ী সমাধান পাওয়া যায় না। প্রাকৃতিক অনেক উপায় আছে যেগুলো অবলম্বন করে গ্যাসের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। নিচে তেমনই কয়েকটি উপায় নিয়ে আলোচনা করা হল :

আদা : গ্যাস-অম্লের জন্য আদা খুবই উপকারি। ২০০৮ সালে ইউরোপিয়ান জার্নাল অফ গ্যাসট্রোএনটেরেলজি এন্ড হেপ্যাটোলজিতে প্রকাশিত হয়েছে একটি তথ্য। যে আদা খাওয়ার ফলে হজম খুব তাড়াতাড়ি হয়। পেট যদি খুব তড়াতাড়ি খালি হয়ে যায় তাহলে সেই খালি পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। তাই মশলাদার অথবা ভারী কোন খাবার খাওয়ার আধ ঘণ্টা আগে এক কুঁচি আদা খেয়ে নিলে আর কোনও সমস্যাই থাকবে না।

রসুন : রসুন গ্যাসের জন্য খুবই উপকারি। রসুন শুধুমাত্রই খাবারে অন্য স্বাদ আনে না। এছাড়া এতে প্রচুর পরিমানে ফাইবার থাকে যা হজম করতে সাহায্য করে।

জিরা : যে কোনো খাবারে অল্প একটু জিরে গুঁড়ো দিলে খাবারের স্বাদ পরিবর্তনের সঙ্গে ভালো হয়ে যাবে গ্যাসের সমস্যাও।  তাছাড়া, সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জলে তুলসী পাতার রস মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা দূর করা যায়। এছড়াও এই পাতার রস খেলে খুব তাড়াতাড়ি রোগাও হওয়া যেতে পারে।


Due to the problems of gas, it can be temporarily freed, but the lasting solution is not available. There are many natural ways that adopting sustainable solutions to the problem of gas can be possible. Here are a few ways to discuss:

Ginger: Ginger is very useful for gases and acids. In 2008, an information was published in the European Journal of Gasrootenitelazine and Hepatology. The digestion that results in digestion is very early. If the stomach is empty very quickly then it is possible to have gas in an empty stomach. So if you eat a gourd ginger half an hour before eating spicy or heavy food, there will be no problem.

Garlic: Garlic is very useful for gas. Garlic does not only bring other taste to the food. Besides, there are plenty of fiber that helps digestion.

Zirah: If you add some juice to a little jelly, the taste of the food will become better with the changes of gas. Moreover, the problem of gases can be overcome by playing a mixture of tulsi leaf juice with a glass of water in the morning. You can also get leavened very quickly by playing this leaf juice.

BD daily / A Majumder

No comments:

Post a Comment