বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী রকেট 'ফ্যালকন হেভি' মহাকাশে যেতে প্রস্তুত। জানা গেছে, মঙ্গলবার ফ্লোরিডার কেপ কানাভেরাল থেকে রকেটটি উৎক্ষেপণ করা করা হবে।
এ ব্যাপারে স্পেস এক্স জানাচ্ছে, চাঁদ ও মঙ্গলগ্রহে নভোচারী পাঠানোর মিশন পরিচালনা করার লক্ষ্যেই ফ্যালকনটি তৈরি করা হয়েছে। মঙ্গলবার ফ্লোরিডার কেপ কানাভেরাল থেকে রকেটটি উৎক্ষেপণ করা করা হবে। এমব্রি রিডল এরোনটিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যাসিসট্যান্ট প্রফেসার জানিয়েছেন, নাসা এই ফ্যালকন হেভি রকেটটি চাঁদে কিংবা মঙ্গলে পাঠানোর জন্য ব্যবহার করার প্রবল সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, তিনটি ফ্যালকন ৯ রকেট একসঙ্গে জুড়ে তৈরি করা হয়েছে ফ্যালকন হেভি। রকেটটির প্রথম স্তরে নয়টি ইঞ্জিন কোরে ২৭টি মার্লিন ইঞ্জিন রয়েছে। এর ওজন ২৩ লাখ কেজি যা প্রায় ১৮টি বোয়িং ৭৪৭ প্লেনের সমান। স্যাটার্ন ভি রকেটের পর এটিই হবে সবচেয়ে শক্তিশালী রকেট।
উল্লেখ্য, মঙ্গলের কক্ষপথে যাবে তেসলার একটি রোডস্টার গাড়ি। স্পেসএক্স প্রধান ইলন মাস্ক বলেছেন ‘ফ্যালকন হেভি’ রকেটের প্রথম ফ্লাইটেই যাবে ওই গাড়ি। আগের ফ্যালকন ৯ রকেটের পরবর্তী সংস্করণ হল ‘ফ্যালকন হেভি’। এই রকেটটি উৎক্ষেপণে খরচ হচ্ছে প্রায় ৩৫০মিলিয়ন ডলার।
The world's most powerful rocket 'Falcon Heavy' is ready to go into space. It is known that the rocket will be launched from Cape Cannesville in Florida on Tuesday.
In this connection, Space X states that the Falcon has been created to manage the mission of sending the astronauts to the moon and Mars. The rocket will be launched from Cape Canaveral in Florida on Tuesday. Assistant Professor at the Embry Riedol Aeronautical University said NASA has a great potential to use this Falcon Heavy Rocket to send it to the Moon or Mars.
It is known that Falcon Heve has been built across three Falcon 9 rockets. At the first stage of the rocket, there are 27 Marlin engines in nine engine cores. It weighs 23 lakh kg, which is equal to 18 Boeing 747 planes. This will be the most powerful rocket after Saturn V. Rocket.
Note that a roadster car at Tesla is going to Mars orbit. SpaceX chief Ellon Mask said that the car will be on the first flight of Falcon Heavy Rocket. The next version of the previous Falcon 9 rocket is 'Falcon Heavy'. This rocket is about $ 350 million in cost of the launch.
No comments:
Post a Comment