Wednesday, January 24, 2018

মধু খাঁটি কিনা বুঝবেন যে ৪টি উপায়ে Whether the honey is authentic, that means 4 ways

File images

To protect from getting cold, every morning, wake up every morning, hot water and honey are many. Honey protects from being too cold, it is also impossible to remove excess weight.

Every morning you wake up in the morning, the honey you eat is pure honey or fake honey, but you do not know. If there is some special method of understanding whether honey is authentic, if you follow them properly, there will be no difficulty in knowing your pure honey.

1. You can check whether honey is authentic by the thumb. When buying honey, take a little honey on the thumb of your hand, whether it is spreading like water or in a dark place. If you see honey is spreading, it is never pure honey.

2. Pouring some honey into a bowl, then pouring a little water into it, honey will be mixed in water or in the same place as the previous one. If honey is pure, then it will remain fixed in one place.

3. Many times the pure honey is used as fuel, so try to relieve the countrylight by taking a strawberry towel and sinking it in sweet, if it burns it is pure honey.

4. Another way to test honey is by taking a little honey in a dish and putting it well. If you see that honey is gradually becoming dense, then understand that the honey is number one.

ঠান্ডা লাগার হাত থেকে বাঁচাতে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গরম পানি আর মধু খান অনেকেই। মধু যেমন ঠান্ডা লাগার হাত থেকে বাঁচায়, তেমন বাড়তি ওজন ঝরিয়ে ফেলতেও অব্যর্থ।

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি যে মধুটা খাবেন সেটা খাঁটি মধু নাকি জাল মধু, সেটা কিন্তু আপনি জানেন না। মধু খাঁটি কিনা বোঝার কয়েকটা বিশেষ পদ্ধতি আছে, সেগুলোকে সঠিকভাবে মেনে চললে, আপনার খাঁটি মধু চিনে নিতে কোনও অসুবিধা হবে না।

১। আপনি বুড়ো আঙুলের দ্বারা মধু খাঁটি কিনা পরীক্ষা করতে পারেন। মধু কেনার সময় হাতের বুড়ো আঙুলের ওপর অল্প একটু মধু নিয়ে দেখবেন সেটা পানির মতো ছড়িয়ে যাচ্ছে নাকি ঘন অবস্থায় এক জায়গায় রয়েছে। যদি দেখেন মধুটা ছড়িয়ে যাচ্ছে তবে সেটা কখনই খাঁটি মধু নয়।

২। একটা পাত্রের মধ্যে কিছুটা মধু ঢেলে, তারপর তারমধ্যে খানিকটা পানি ঢেলে দেখবেন মধুটা পানির মধ্যে মিশে যাচ্ছে নাকি আগের মতোই ঘন হয়ে এক জায়গায় রয়েছে। মধু খাঁটি হলে সেটা এক জায়গায় স্থির থাকবে।

৩। অনেক সময় খাঁটি মধু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, তাই একটা দেশলাই কাঠি নিয়ে সেটাকে মধুর মধ্যে ডুবিয়ে তুলে নিয়ে দেশলাইটাকে আবার জ্বালানোর চেষ্টা করুন, যদি সেটা জ্বলে যায় তবে সেটা খাঁটি মধু।

৪। মধু পরীক্ষা করার আরও একটা উপায় হল, একটা পাত্রে কিছুটা মধু নিয়ে সেটা ভাল করে আচেঁ ফোটান। যদি দেখেন মধু ধীরে ধীরে ক্রমশ ঘন হয়ে যাচ্ছে তবে বুঝবেন ওই মধু এক নম্বর।

No comments:

Post a Comment