File images
Shooting of a sex toy stuck in the movie. And this is a harm to producers for a sex toy. Besides, Sonakshi Sinha, Diana Panti, two heroine's time wasted. Not only that, the case against the members of the shooting set in Thailand is far away.
Sonakshi Sinha and Diana Panty have started shooting 'Happi Share Joygy Returns'. Shooting set in Thailand But shooting at midnight closed. Because the sex toy. The Bangkok Police complained to show pornography on a production company associated with the film.
According to the reports of two countries, during the shooting on Wednesday, nude model sex toys were used. Not only that. Besides, many other Adult items were used to complain. Only then a local person got the information and uploaded his video to social media.
After seeing a video of Pu Bangla, the police complained. Then police stopped the shooting. After shooting shooting and police used the police, the shooting was stopped immediately. They have been sued for not following orders against crew members of the film, promoting pornography for business purposes and for indecent acts on public places.
একটা সেক্স টয় আটকে দিল সিনেমার শুটিং। আর এই একটা সেক্স টয়ের জন্য প্রযোজকদের ক্ষতি হল। পাশাপাশি সোনাক্ষী সিনহা, ডায়না পেন্টির মতো দুজন নায়িকার সময় নষ্ট হল৷ শুধু তাই নয়, সুদূর থাইল্যান্ডে শুটিং সেটের সদস্যদের বিরুদ্ধে করা হছে মামলা৷
'হ্যাপ্পি ভাগ জায়েগি রিটার্নস' সিনেমার শুটিং শুরু করেছেন সোনাক্ষী সিনহা ও ডায়না পেন্টি৷ থাইল্যান্ডে পড়েছিল শুটিং সেট৷ কিন্তু মাঝরাস্তায় বন্ধ হয়ে গেল শুটিং৷ কারণ সেক্স টয়৷ ব্যাংকক পুলিশ এই ফিল্মের সঙ্গে যুক্ত একটি প্রোডাকশন কোম্পানির উপর পর্নোগ্রাফি দেখানোর অভিযোগ তুলেছে৷
দুই দেশের রিপোর্ট অনুযায়ী, বুধবার শুটিংয়ের সময় নগ্ন মডেলের সেক্স টয় ব্যবহার করা হয়েছিল৷ শুধু তাই নয়৷ এছাড়া আরও অনেক অ্যাডাল্ট জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ৷ তখনই স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন৷
পু বাংলাংপু নামে একজন সেই ভিডিও দেখে পুলিশে অভিযোগ জানান৷ এরপর পুলিশ শুটিং আটকে দেয়৷ এরপর শুটিং সিন ও ব্যবহৃত জিনিসপত্র পুলিশ দেখে, তখনই শুটিং বন্ধ করে দেওয়া হয়৷ ফিল্মের ক্রু মেম্বারদের বিরুদ্ধে নির্দেশ পালন না করা, ব্যবসায়ীক উদ্দেশ্যসাধনের জন্য অশ্লীল ফিল্মের প্রচার করা ও পাব্লিক প্লেসে অশালীন কাজ করার জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷
No comments:
Post a Comment