File images
Aishwarya Rai Bachchan crowned new feather The actress got 'First Ladies Award'. Indian President Ramnath Kobinde handed over this prize to him on Saturday.
The women who have been able to make a milestone in their workplace, get the award from the President. Prizes are chosen from 112 different fields. Aishwarya, who became the first Indian actress to be a member of the ear jury He received this award for that milestone.
Aishwarya, who was dressed in a gray sari designed by Sabyasachi Mukhopadhyay. Red tip, with fitting silver jewelry. There was a limelight in the whole program.
For the last 15 years, Aishwarya goes to regular Cannes Film Festival. There he also made a unique achievement. Congratulations to Aishwarya on this honor, a big part of the Bali Mahal.
ঐশ্বরিয়া রাই বচ্চনের মুকুটে যোগ হল নতুন পালক। ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেলেন এই অভিনেত্রী। গত শনিবার তার হাতে এই পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
যে সব নারীরা তাদের কর্মক্ষেত্রে কোনও মাইলস্টোন তৈরি করতে পেরেছেন, তারাই রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার পান। ১১২টি বিভিন্ন ক্ষেত্র থেকে পুরস্কার প্রাপকদের বেছে নেওয়া হয়। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কানের জুরি সদস্য হয়েছিলেন ঐশ্বরিয়া। সেই মাইলস্টোনের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।
সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ধূসর রঙের শাড়িতে সেজেছিলেন ঐশ্বরিয়া। লাল টিপ, সঙ্গে মানানসই সিলভার গয়না। গোটা অনুষ্ঠানে লাইমলাইট ছিল তার দিকেই।
গত ১৫ বছর ধরে নিয়মিত কান চলচ্চিত্র উত্সবে যান ঐশ্বরিয়া। সেখানেও তিনি এক অনন্য কৃতিত্ব রেখেছেন। এই সম্মানে ঐশ্বরিয়াকে অভিনন্দন জানিয়েছে বলি মহলের একটা বড় অংশ।
No comments:
Post a Comment