Wednesday, January 24, 2018

আদর্শ মা-নানিরা বিয়ের রাতে কন্যাকে যা শিখিয়ে দেন The ideal mother-nanny who taught the daughter on the wedding night

What a pain to a mother to give to Adar Nandini girl forever, what kind of emotional emotion she is playing at the mother-in-law, she is the only mother who knows the pain of pain in her eyes. But only the tears of tears do not give good tidiness to the girl, but if she is given some advice that can be fulfilled in her lifetime, which will make her future bright and happy, it is very good. From this, these priceless gems of the following are presented in the translation. Allah will make life and life of each of our sisters colorful and happy.

O my daughter, you're leaving your house. Where you were born The place where you are fed. In an environment that you are not familiar with. You will not associate with those whom you do not know. So you become her maid. He will be your slave. And for him you hold 10 properties, but he will be accumulated treasure for you.

The first and second are:
With her husband there will be little happiness And live through loyalty and obedience.



The third and fourth are: -
The husband will look after the glance places. And find out the places of his nose. Do not let his eyes fall to your ugly eyes. And without any fragrance, you do not get any smell. The best of the beautiful beauty is the eye surma. And the original and best of the holy aromas is soap and water.

The fifth and sixth are: -
Look for opportunities to feed her husband. And during his sleep he will be silent. Because, the heat of hunger gives people the chance. And shaking from sleep makes him mad.

Seventh and eighth are: -
Take care of her husband's house and property. And watch over him and his family.

The ninth and the tenth are: -
He will not disobey any direction. And he will not find any fault in him. Because, if you disobeyed his command, then you put money into his mind. If he is guilty of betraying him, then he becomes insecure due to betrayal.

Then he will also remember that, during his depression, he will not be happy. And in the time of his happiness, he will not express depression. Because, the first one seems to be negligent to him and the second will disturb him. You will give him the highest honor when he is most respected.

In this situation, you will not be able to reach it until you give your satisfaction about your likes and dislikes to your satisfaction, and do not give preference to your desire for your wish. Finally, pray, Allah will give you all your welfare. Make your bridal life happy. Amin. 

আদরের নন্দিনী মেয়েকে চিরতরে একজনের কাছে তুলে দিতে একজন মায়ের কী কষ্ট লাগে, মমতাময়ী জননীর তখন কী আবেগের ঢেউ খেলে যায়, তাঁর চোখে তখন কত আনন্দ-বেদনার ভাবনা ভীড় করে তা একমাত্র ওই মা জননীই জানেন। কিন্তু শুধু চোখের পানি ফেলে কলিজার টুকরা মেয়েকে শুধু বিদায় জানানোই নয়, তখন যদি তাকে এমন কিছু উপদেশ শুনিয়ে দেয়া যায় যা তার সারা জীবনের সম্বল হবে, যা তার আগামীর দিনগুলোকে উজ্জ্বল সুখময় করবে তবে তা বড্ড ভালো হয়। সে থেকেই নিচের এই অমূল্য রত্নতুল্য উপদেশগুলো ভাষান্তর করে তুলে ধরা হলো। আল্লাহ আমাদের প্রতিটি বোনের এবং মেয়ের জীবনকে করুন বর্ণিল ও সুখময়।

হে আমার মেয়ে, তুমি তোমার বাড়ি ছেড়ে যাচ্ছো। যেখানে তুমি জন্মেছিলে। যে বাসস্থানে তুমি প্রতিপালিত হয়েছো। যাচ্ছো এমন পরিবেশে যার সঙ্গে তুমি মোটেও পরিচিত নও। মিলিত হবে এমন সঙ্গীদের সঙ্গে যাদের তুমি চেনো না।অতএব তুমি তার দাসী হয়ে যাও। সে তোমার দাস হয়ে যাবে। আর তার জন্য তুমি ১০টি বৈশিষ্ট্য ধারণ করো, তবে সে তোমার জন্য সঞ্চিত ধন হয়ে যাবে।

প্রথম ও দ্বিতীয়টি হলো :-
স্বামীর সঙ্গে থাকবে অল্পে তুষ্টির সঙ্গে। এবং জীবনযাপন করবে আনুগত্য ও মান্যতার ভেতর দিয়ে।



তৃতীয় ও চতুর্থটি হলো :-
স্বামীর নজরে পড়ার জায়গাগুলো দেখাশোনা করবে। এবং তার নাকে লাগার স্থানগুলো খুঁজে ফিরবে। তার দুই চোখ যেন তোমার কুৎসিত কিছুর প্রতি পতিত না হয়। আর সুবাস ছাড়া তোমার কাছে যেন কোনো গন্ধ না পায়। সুপ্রসিদ্ধ সুন্দরের সর্বোত্তম হলো চোখের সুরমা। আর পবিত্র সুবাসগুলোর আদি ও সেরা হলো সাবান ও পানি।

পঞ্চম ও ষষ্ঠটি হলো :-
স্বামীকে খাওয়াবার সুযোগ তালাশ করবে। এবং তাঁর নিদ্রার সময় নিরব থাকবে। কারণ, ক্ষুধার তাপ মানুষকে তাতিয়ে দেয়। আর ঘুম থেকে কেঁপে ওঠা তাকে ক্ষেপিয়ে দেয়।

সপ্তম ও অষ্টম হলো :-
স্বামীর বাসা ও সম্পদের যত্ন নেবে। এবং তাঁর ও তাঁর পরিবারের প্রতি লক্ষ্য রাখবে।

নবম ও দশম হলো :-
তার কোনো নির্দেশ অমান্য করবে না। এবং তার কোনো দোষ খুঁজে বের করবে না। কারণ, তুমি তার নির্দেশের অবাধ্য হলে অর্থ তার মনটাকে চটিয়ে দিলে। যদি তার কোনো দোষ প্রকাশ করলে তো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় অনিরাপদ হয়ে গেলে।

এরপর আরও মনে রাখবে, তাঁর বিষণ্নতার সময় আনন্দ প্রকাশ করবে না। আবার তাঁর আনন্দের সময় বিষণ্নতা প্রকাশ করবে না। কারণ, প্রথমটি তার কাছে অবহেলা মনে হবে এবং দ্বিতীয়টি তাকে বিরক্ত করবে। তাকে সবচে মর্যাদা তুমি তখনই দেবে যখন তাঁকে সবচে বেশি সম্মান করবে।

আর এ অবস্থায় তুমি সে পর্যন্ত পৌঁছতে পারবে না যাবৎ না তোমার পছন্দ বা অপছন্দের বিষয়ে তাঁর সন্তুষ্টিকে তোমার সন্তুষ্টির ওপর এবং তাঁর চাওয়াকে তোমার চাওয়ার ওপর অগ্রাধিকার না দাও। অবশেষে প্রার্থনা, আল্লাহ তোমার সার্বিক কল্যাণ করুন। তোমাদের দাম্পত্য জীবনকে সুখময় করুন। আমীন।

No comments:

Post a Comment