Monday, January 1, 2018

কানের লতিতে ক্লিপ লাগালে দূর হবে মানসিক চাপ! The pressure on the ear will be relaxed by stress!


Collected pictures
Are you suffering from acute stress? Is it unbearable pain in his head? Can not you mind properly doing any work? Then you can try this at the beginning of the new year! There is no side effect.

Hold your ear lane for at least one minute of the day. Not just emotional stress, pressure of any part of the body will cause pressure on the ears of the throat and the pressure of the fingers and garlic will become fruitful.

According to expert Richard Radeg, there are several fine pressure points in the ear lobe. Because of the position of the brain, there are numerous nerves in the ear lobe, which are associated with the sensation of various parts of the body.

How to massage:
There is no need to go to parlor for this. Can be able to sit at home, ear massage. First you have to sit in comfortable chairs. The head of the head should be dragged back, so that the ears do not cover the hair. Then hold the cloth clip earring briefly. Keep an eye on how to reduce the pain or stress of the body in different parts of the ear by pressing one part of the ear. Occasionally the ear should be dragged by the length of 5 seconds. But of course it's slow. 3-4 times slowly, by doing this massage you can feel yourself that your body pain is decreasing.

Experts say, waist, shoulders, sinusitis can cause pain. There will also be a lot of stress reduced. You will be free to stress. And that will be the long-term mystery of your sex life.

আপনি কি প্রচণ্ড মানসিক চাপে ভুগছেন?তার জেরে মাথায় অসহ্য যন্ত্রণা?কোনও কাজেই কি ঠিকমতো মন দিতে পারছেন না? তাহলে নতুন বছরের শুরুতেই আপনি এই চেষ্টা করে দেখতেই পারেন! যার কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

দিনে অন্তত এক মিনিট নিজের কানের লতি চেপে ধরুন। শুধু মানসিক স্ট্রেসই নয়, শরীরের যে কোনও অংশের ব্যাথা সারাতে কানের লতির বিভিন্ন জায়গায় বুড়ো আঙুল ও তর্জনির সাহায্যে চাপ ফলদায়ী হয়ে উঠবে।

বিশেষজ্ঞ রিচার্ড রানডিগের মতে, কানের লতিতে রয়েছে একাধিক সূক্ষ্ম প্রেসার পয়েন্ট। মস্তিষ্কের কাছাকাছি অবস্থানের কারণেই কানের লতিতে অসংখ্য স্নায়ু রয়েছে, যা দেহের নানা অংশের সংবেদনের সঙ্গে যুক্ত।

যেভাবে ম্যাসাজ করতে হবে:
এর জন্য পার্লারে যাওয়ার কোনও প্রয়োজন নেই। বাড়িতে বসেই করা যাবে কানের ম্যাসাজ। প্রথমে আরামদায়ক চেয়ারে বসতে হবে। মাথার চুল টেনে পিছন দিকে নিয়ে যেতে হবে, যাতে কান দুটি চুলে ঢাকা না পড়ে। এরপর জামা কাপড়ের ক্লিপ কানের লতিতে কিছুক্ষণ চেপে ধরুন। লক্ষ্য রাখুন, কীভাবে কানের লতির এক একটি অংশ চেপে ধরলে শরীরের বিভিন্ন জায়গায় ব্যাথা বা স্ট্রেস কমতে শুরু করে। মাঝে মধ্যে কানের লতি ৫ সেকেন্ড হাত দিয়ে টেনে ধরে রাখতে হবে। তবে অবশ্যই তা আস্তে। ৩-৪ বার ধীরে ধীরে এই ম্যাসাজ করলে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনার শরীরের ব্যাথা কমছে। 

বিশেষজ্ঞরা বলছেন, কোমর, কাঁধ, সাইনাসজনিত ব্যাথা উপশমে অব্যর্থ দাওয়াই। এছাড়াও স্ট্রেস কমে যাবে অনেকটাই। স্ট্রেস ফ্রি থাকবেন আপনি। আর এটাই হবে আপনার যৌনজীবনের দীর্ঘায়ুর রহস্য। 

No comments:

Post a Comment