Monday, January 1, 2018

সুস্থ শিশুর জন্ম দিতে বড় বাধা দূষিত পরিবেশ : গবেষণা Large barriers to giving birth to healthy baby are polluted environment: research

File images
Depending on the level of pollution in the air, depending on the development of children's intelligence and how it will be. Such information came from a new study. This study was recently published in the Journal of Pediatrics.

It has been found in the study that, if a female is involved in pollution during pregnancy, its impact directly affects the baby in the womb. While in the mother's womb, the mental development of the child is relatively less compared to the contaminated air that is inserted into the body.

Besides, the child may also develop some physical flaws. The baby may be born with cleft lip or lip disorders, heart problems etc. The United States Environmental Protection Organization has done research on how pollution in the air affects the development of children. This information comes from the study.

Not only is there a disturbance or physical flaw in intellectual development, but if the mother is in a polluted environment, her child's mental problems may also occur after birth. Although it is known from the study, day after day the pollution levels are rising. Researchers have suggested that women should be in an environment free of pollution while pregnant.

If you are inside the house, you can not be free of pollution. The way the pollution levels are increasing, there is a contaminated air inside the house. So if the genetic woman is at home, then regular cleanliness needs to be kept clean.

শিশুদের বুদ্ধির বিকাশ কতটা হবে আর কেমন হবে তা নির্ভর করে বাতাসে দূষণের মাত্রার ওপরে। নতুন এক গবেষণা থেকে এমনই তথ্য উঠে এল। সম্প্রতি ‘জার্নাল অফ পেডিয়াট্রিকস’-এ এই গবেষণা প্রকাশিত হয়। 

সেই গবেষণাতে উঠে এসেছে, প্রসূতি অবস্থায় কোনও মহিলা দূষণের শিকার হলে, তার প্রভাব সরাসরি পড়ে গর্ভে থাকা শিশুর উপরে। মাতৃগর্ভে থাকাকালীন, দূষিত বাতাস মার শরীরে ঢুকলে শিশুর মানসিক বিকাশ তুলনামূলক ভাবে কম হয়। 

এছাড়া শিশু কিছু শারীরিক ত্রুটি নিয়েও জন্মাতে পারে। ক্লেফট লিপ বা ঠোঁটের বিকৃত আকৃতি, হার্টের সমস্যা ইত্যাদি নিয়েই শিশুর জন্ম হতে পারে।  বাতাসে দূষণ শিশুদের বিকাশের ওপরে কী প্রভাব ফেলে, তার উপরে গবেষণাটি করে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা। গবেষণাটি থেকে উঠে এসেছে এই তথ্য। 

শুধু বুদ্ধির বিকাশে ব্যাঘাত বা শারীরিক ত্রুটি নয়, প্রসূতি মা দূষিত পরিবেশের মধ্যে থাকলে, জন্মের পরে তার শিশুর মানসিক সমস্যাও দেখা দিতে পারে।  গবেষণা থেকে এমন জানা গেলেও, দিনের পরে দিন বাতাসে দূষণের মাত্রা বাড়ছে। তাই অন্তঃসত্ত্বা থাকাকালীন মহিলাদের দূষণমুক্ত পরিবেশে থাকা উচিত বলে পরামর্শ দিচ্ছেন গবেষকরা।

বাড়ির ভিতরে থাকলেই যে দূষণমুক্ত থাকা যাবে, তা নয়। যেভাবে দূষণের মাত্রা বাড়ছে, তাতে বাড়ির ভিতরেও দূষিত বাতাসের অস্তিত্ব থাকে। তাই বাড়িতেও অন্তঃসত্ত্বা মহিলা থাকলে নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।

No comments:

Post a Comment