Tuesday, January 2, 2018

মার্কার ভোটে বর্ষসেরা ফুটবলার মেসি Messi of the year by the marker voter of the year


Collected pictures
Who is the best Cristiano Ronaldo or Lionel Messi? There is no end to debate over the current football world. Portuguese superstar Ronaldo was ahead in the finals in 2017. However, Argentine star Messi has been selected as the 2017 Footballer of the Year for the Spanish Sports Daily Marker.

It is learned that Marka has selected 100 best players based on the performance of footballers in 2017. Barcelona's Messi is behind Real Madrid's Ronaldo. He has taken the first place among 100 players.

Messi was great during the whole year. Not only did Ballon d'Or win, but the European Golden Sho and the Pichichi Trophy as the highest scorer's award in La Liga. Besides, the Copa del Rey title has been given in Barcelona's home. The year ended with 54 goals and 19 assists.

কে সেরা? ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি? বর্তমান ফুটবল বিশ্বে এ নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। ২০১৭ সালে পুরস্কার অর্জনের দিক থেকে এগিয়ে ছিলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। তবে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার ভোটে ২০১৭ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন তারকা মেসি। 

জানা গেছে, ফুটবলারদের ২০১৭ সালের পারফরম্যান্সের উপর ভিত্তি করে ১০০ জন সেরা খেলোয়াড় নির্বাচন করেছে মার্কা। সেখানেই রিয়াল মাদ্রিদের রোনালদোকে পেছনে ফেলেছেন বার্সেলোনার মেসি। ১০০ জন খেলোয়াড়ের মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছেন তিনি।

মেসি পুরো বছর জুড়েই ছিলেন দুর্দান্ত। ব্যালন ডি’অর জয় করতে পারেননি ঠিক, তবে লা লিগায় সর্বোচ্চ স্কোরারের পুরস্কার হিসেবে হাতে তুলেছেন ইউরোপিয়ান গোল্ডেন শ্যু ও পিচিচি ট্রফি। এছাড়া, বার্সার ঘরে তুলে দিয়েছেন কোপা দেল রে'র শিরোপা। বছর শেষ করেছেন ৫৪ গোল ও ১৯ অ্যাসিস্টের মধ্য দিয়ে। 

No comments:

Post a Comment