Sunday, January 21, 2018

যৌন নিপীড়ক স্বামীর পক্ষ নিলেন হলিউড অভিনেত্রী Hollywood Actress Likes Hollywood Actress

Catherine Zeta Jones with her husband

Catherine Pitta Jones (48) said about supporting her "110 percent" support for anti-sexual violence protests in Hollywood. At the forefront of the protest against sexual violence, the actress, who has taken forward the 'Times of the Move', 'Me II'

Her husband, influential American filmmaker and producer Michael Douglas, has been charged with sexual harassment. The location of Catherine Zeta Jones changed immediately.



He took the side of the oppressed husband Michael. He has been married to 73-year-old Douglas, 17 years ago. And sexual assault happened 30 years ago. He does not know anything about this.

Catherine Zeta Jones also made it clear that her support was on her husband. Katherine Pitta Jones claimed that her husband was "honest".

There has already been a rumor with this contradictory position. His intense criticism is also.

Michael Dawlas, the two-time Oscar winner, interviewed the deadline on January 9th. During this time, he claimed that he was accused of 'sexual assault' and was "false and exaggerated". Source: Daily Mail


হলিউডে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনের প্রতি নিজের '১১০ ভাগ' সমর্থনের কথা বলেছেন ক্যাথরিন জেটা জোনস (৪৮)। যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার 'মি টু', 'টাইমস আপ' আন্দোলনকে যারা এগিয়ে নিয়েছেন তাদের অগ্রভাগেই এ অভিনেত্রী।

এবার তার স্বামী প্রভাবশালী মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক মাইকেল ডগলাসের বিরুদ্ধেই যৌন হয়রানির অভিযোগ ওঠেছে। সঙ্গে সঙ্গে পাল্টে গেছে ক্যাথরিন জেটা জোনসের অবস্থানও।



নিপীড়ক স্বামী মাইকেলের পক্ষই নিয়েছেন তিনি। বলেছেন, ৭৩ বছরের মাইকেল ডগলাসের সঙ্গে তার বিয়ে হয়েছে ১৭ বছর আগে। আর যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে ৩০ বছর আগে। এ সম্পর্কে তিনি কিছুই জানেন না।

ক্যাথরিন জেটা জোনস এও স্পষ্ট করে জানিয়েছেন, 'তার সমর্থন স্বামীর পক্ষেই।' স্বামীকে 'সৎ' বলেও দাবি করেছেন ক্যাথরিন জেটা জোনস।

তার পরস্পরবিরোধী এ অবস্থান নিয়ে এরইমধ্যে শোরগোল শুরু হয়েছে। হচ্ছে তার তীব্র সমালোচনাও।

গত ৯ জানুয়ারি ডেডলাইনকে সাক্ষাৎকার দেন দুই বারের অস্কার জয়ী মাইকেল ডগলাস। এসময় তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকে 'মিথ্যা ও অতিরঞ্জিত' বলে দাবি করেন তিনি। সূত্র: ডেইলি মেইল

No comments:

Post a Comment