Monday, January 1, 2018

জেনে নিন কোন অবস্থায় স্ত্রী সহবাস করা উচিত না, করলে ক্ষতি কী Find out what the wife should not have sexual intercourse in case, what is the harm?


1. Women should never have sexual intercourse during menstruation or menstruation.

2. Nifas (ie, after the delivery of women to women, forty days or less, in which the blood has come
The woman should not have sexual intercourse in case she is completely closed. If there is intercourse between these two, both of them are likely to suffer significant losses. Because the blood of this time contains a lot of toxic germs. Which proves the possibility of a chronic disease. Many men have seen that allergic reactions in different parts of the country due to sexual intercourse. In many cases, there is a variety of diseases in the child's body when the baby is born with the intercourse of this time. There are various types of injuries in the body, from which the water continues to flow and the children come out outside. Again, women suffer from fetal diseases. In addition, both men and women in the same period are both infected with various diseases. Because the inside of the body of menstrual and nephus is the immune ingredient of germs. He also has poisonous germs. Someone's genitalia is a type of swelling and warming due to bleeding in women during bleeding. Do not have sexual intercourse with women until after bathing, sacred to menstruation or nephus.

3. Should not have intercourse when the work is over-busy.

4. Do not worry, worry, anxiety, and sexual intercourse.

5. Should not have sexual intercourse with a weak and tired situation.

6. Do not have sexual intercourse.

7. If you have pressure on urine then do not have sexual intercourse.

8. Do not have sexual intercourse with empty stomach or girth. In this situation, there is a great risk of developing stomach disorders. Even the stomach is likely to come on the calyx. According to the scientists, if there is a sexual intercourse with prostate (ie, worshiping with urine and body is very weak), then it is more harmful for the body to have sexual intercourse in an empty stomach. Because the testicle summons itself from fat after the semen. And the fat from his liver, calling himself food. Lizards summoned his food from the stomach. In the hungry condition, there is stomach food completely empty. Due to which there is a possibility of TB, scary diseases and decreased eyesight. After the release from the illness, physical weakness remains still in this condition. Epidemiological diseases, TB disease, people living away from the sexual intercourse. Do not have sexual intercourse after brain damage. Those who have eyes and eyes, physical weakness and liver, and stomach weakens, it is harmful to them. In the same way, the person suffering from HIV and sexually transmitted diseases will be far away from the sexual intercourse.

9. Those who have gonorrhea disease are also far away from their sexual intercourse.

10. Should not have sexual intercourse when taking sick and gutted air. According to the idea of ​​intelligent persons, the eleventh date of lunar eclipse can be reduced to their own age. When the embryo was created before the age of adulthood, the child was born ill. Like a scientist, when a baby is born with sexual intercourse in the early part of the night, the child dies at a young age. And if the child is born by having sexual intercourse at the end of the night, the child is healthy and devout.


১. মহিলাদের মাসিক বা ঋতুস্রাব অবস্থায় কখনোই স্ত্রী সহবাস করা উচিত না।

২. নিফাস (অর্থাৎ মহিলাদের বাচ্চা প্রসবের পর চল্লিশ দিন বা এর কমে যে কয়দিনে রক্ত আসা
পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায়) অবস্থায় স্ত্রী সহবাস করা উচিত না। এ দুসময়ের মধ্যে সহবাস করলে উভয়েরই অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। কেননা এ সময়ের রক্তের প্রচুর পরিমাণ বিষাক্ত জীবানু থাকে। যার দ্বারা ভয়ানক রোগ হওয়ার সম্ভাবনা প্রমাণিত। অনেক পুরুষকে দেখা যায় যে, এ সময় সহবাস করার কারণে লজ্জাস্থানে এলার্জী জাতীয় বিভিন্ন রোগ হয়। এ সময়ের সহবাস দ্বারা সন্তান জন্ম নিলে অনেক ক্ষেত্রে সন্তানের শরীরে বিভিন্ন রোগ হয়ে থাকে। শরীরে বিভিন্ন ধরণের ঘা হয়, যা থেকে অনবরত পানি ঝরতেই থাকে এবং বাচ্চাদানী বাহিরে বের হয়ে আসে। আবার অনেক সময় মহিলাদের ভ্রুণ নষ্টের রোগ হয়ে থাকে।এ ছাড়াও এ সময়ের সহবাসে নারী পুরুষ উভয়েই বিভিন্ন ধরণের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। কেননা ঋতুস্রাব ও নেফাসের রক্তে শরীরের ভিতরের রোগ জীবাণুযুক্ত অপবিত্র উপকরণ থাকে। সে সাথে বিষাক্ত জীবাণুও থাকে। রক্তস্রাবের সময় মহিলাদের সর্বক্ষণ রক্ত নির্গত হওয়ার কারণে কারো কারো যৌনাঙ্গটি এক প্রকার ফোলা ও উষ্ণ থাকে। ঋতুস্রাব বা নেফাস থেকে পবিত্র হয়ে গোসল করার আগ পর্যন্ত মহিলাদের সাথে সহবাস করবেনা।

৩. কাজের ব্যস্ততা বেশি থাকলে সে সময় সহবাস করা উচিত না।

৪. চিন্তা-ভাবনা, পেরেশানী ও বিচলিত হালতে সহবাস করা উচিত না।

৫. দুর্বল ও ক্লান্ত অবস্থায় সহবাস না করা উচিত।

৬. মাতাল অবস্থায় সহবাস না করা।

৭. পেশাব পায়খানার চাপ থাকলে সহবাস না করা।

৮. একেবারে খালি পেটে অথবা ভরপেটেও সহবাস না করা । এ অবস্থায় সহবাসে পেটের বিভিন্ন রোগ সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা থাকে । এমনকি পাকস্থলী কলিজার উপর চলে আসারও সম্ভাবনা থাকে।বিজ্ঞদের মতে ভরপেটে সহবাস করলে শগর ( অর্থাৎ পেশাবের সাথে পূজ পড়া এবং শরীর খুবই দুর্বল হয়ে যাওয়া) রোগ হয়ে থাকে আবার একেবারে খালি পেটে সহবাস করা শরীরের জন্য আরো ক্ষতিকর। কেননা বীর্যপাতের পর অণ্ডকোষ নিজের খাদ্য চর্বি থেকে তলব করে থাকে। আর চর্বি নিজের খাবার তলব করে কলিজা থেকে। কলিজা তার খাবার তলব করে পাকস্থলী থেকে। ক্ষুধার্ত অবস্থায় পেট থাকে একেবারে খাবার শূন্য । যার কারণে টিবি, ভীতিপ্রদ রোগ, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। অসুস্থতা থেকে মুক্তির পর শারীরিক দুর্বলতা এখনো অবশিষ্ট আছে এ অবস্থায় সহবাস না করা। মৃগী রোগ, টিবি রোগে আক্রান্ত ব্যাক্তি সহবাস থেকে দূরে থাকবে। মস্তিষ্ক ক্ষয় হয় এমন কাজের পর সহবাস না করা। যাদের চোখের দৃষ্টির রোগ , শারীরিক দুর্বলতা ও কলিজা, পাকস্থলী দুর্বল তাদের তাদের জন্যও সহবাস করা ক্ষতিকর। তদ্রুপভাবে অর্শ্ব ও যৌনরোগে আক্রান্ত ব্যাক্তি যথাসম্ভব সহবাস থেকে দূরে থাকবে।

৯. যাদের গনোরিয়া রোগ আছে তারাও যথাসম্ভব সহবাস থেকে দূরে থাকবে।

১০. অসুস্থ অবস্থায় ও জীবানুযুক্ত বাতাস গ্রহণের সময় সহবাস না করা উচিত। জ্ঞানী ব্যাক্তিদের ধারণা মতে চাঁদের এগারো তারিখে সহবাস করা নিজের বয়স কমিয়ে ফেলারই নামান্তর। প্রাপ্ত বয়সের পূর্বে ভ্রুণ তৈরি হলে সে সন্তান অসুস্থ অবস্থায় জন্মগ্রহণ করে। বৈজ্ঞানিকদের মত রাতের প্রথমাংশে সহবাসের দ্বারা সন্তান জন্ম গ্রহণ করলে সে সন্তান অল্প বয়সে মৃত্যুবরণ করে। আর রাতের শেষ প্রহরে সহবাস করার দ্বারা সন্তান জন্মগ্রহণ করলে সন্তান সুস্থ সবল ও ধর্মভীরু হয়ে থাকে।

No comments:

Post a Comment