Thursday, January 18, 2018

চিরকাল সুন্দর থাকতে ঘুমানোর আগে এই ছোট্ট কয়েকটি কাজ করুন Do these little things before going to sleep forever!

If you want to maintain both beauty and health, then you must do some work before sleeping at night. You know some of them, maybe the rest do not know. Let's know, today's routine is routine.

1) First you will do Wudu. Then wear lazy cotton clothes before you sleep. It will be very comfortable to sleep.



2) It is important to clean the skin well before sleeping. Clean the mouth with cotton clinking milk. Then wash with good furus and yolks with hot water.

3) Moisturizing the face skin before sleeping is very important. Those who have been younger, they will wear anti-rink cream. Others understand the nature of their skin, general mesachcharizer.

4) Keep the hair completely dry before sleeping. It is better to bind long hair.

5) Do not neglect your hands. Have good brand cream or lotion.

6) It is very good if you can change the bed before sleeping. Change bed sheets, pillows, all. It's good for your health. Moreover, it is better to sleep on a soft cotton sheet.

7) Those who have sleep problems, they will drink a glass of warm milk before sleeping. It is very good to play a banana with. It will be wonderful to sleep.

8) Remove the dinner at least 3 hours before sleeping.


যদি সৌন্দর্য ও স্বাস্থ্য দুটোই ধরে রাখতে চান তাহলে রাতের বেলা ঘুমানোর আগে কিছু কাজ অবশ্যই করা উচিত। এগুলোর কিছু আপনি জানেন, বাকিটা হয়তো জানেন না। চলুন, আজ তাহলে জেনে নিই রাতের বেলার রুটিন।

১) প্রথমে ওযু করে নিবেন। তারপর ঘুমানোর আগে ঢিলেঢালা সুতির কাপড় পরিধান করুন অবশ্যই। এতে ঘুমটা হবে খুবই আরামের।



২) ঘুমানোর আগে মুখের ত্বক ভালো করে পরিষ্কার করে নেয়া জরুরী। তুলোয় ক্লিনজিং মিল্ক নিয়ে মুখটা পরিষ্কার করে নিন। তারপর ভালো ফেসওয়াশ ও কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

৩) ঘুমানোর আগে মুখের ত্বক ময়েশ্চারাইজ করা খুব জরুরী। যাদের একটু বয়স হয়েছে, তারা অ্যান্টি রিংকেল ক্রিম মাখবেন। অন্যরা নিজের ত্বকের ধরণ বুঝে সাধারণ ময়েসচারাইজার।

৪) ঘুমানোর আগে চুল সম্পূর্ণ শুকনো রাখুন। লম্বা চুল হলে বেঁধে ফেলাই ভালো।

৫) হাত পা কেও অবহেলা করবেন না। ভালো ব্রান্ডের ক্রিম বা লোশন মাখুন।

৬) খুব ভালো হয় যদি ঘুমের আগে বিছানাটা বদলে নিতে পারেন। বিছানার চাদর, বালিশ সব বদলে ফেলুন। এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। তাছাড়া সুতির নরম চাদরে ঘুম ভালো হয়।

৭) যাদের ঘুমের সমস্যা, তারা ঘুমের আগে এক গ্লাস উষ্ণ দুধ পান করবেন। খুব ভালো হয় সাথে একটি কলা খেলে। এতে ঘুম হবে চমৎকার।

৮) ঘুমানোর অন্তত ৩ ঘণ্টা আগে ডিনার সেরে ফেলুন।

No comments:

Post a Comment