Home electricity bill is increasing? Not able to reduce the effort? Many times our bills are increasing due to some neglect.
Know 6 ways to save electricity bills.
1. Do not open the oven door repeatedly to cook. Try to understand from outside. Opening the door reduces the temperature. To get back to the previous condition, the oven is used for more electricity.
2. When you do not use machines or dresses, keep the plug open. Because if the plug does not open, switching off the switch, it costs a little.
3. Do not stay in the house unnecessary lighting, do not continue the fan. Switch off.
4. Electricity bill raises by raising the AC during summer.
Unnecessarily run the AC without running the AC. Although it is not wintering now, it will not be necessary. As a result, the cost will be reduced.
5. Do not continue when you do not use the computer. Keep it closed or put in slip mode. This will cost less electricity.
6. Many people use dish washer in the house. Wash many dishes. But dry the air without drying the heat.
বাড়ির বিদ্যুৎ বিল বেড়েই চলেছে? অনেক চেষ্টা করেও কমাতে পারছেন না? অনেক সময় আমাদের কিছু গাফিলতির কারণেও বাড়তে থাকে বিল।
জেনে নিন বিদ্যুৎ বিল বাঁচানোর ৬ উপায়।
১. রান্না করতে করতে বার বার ওভেনের দরজা খুলবেন না। বাইরে থেকেই দেখে বোঝার চেষ্টা করুন। দরজা খুললে তাপমাত্রা কমে যায়। আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে ওভেন বেশি বিদ্যুৎ ব্যয় হয়।
২. যখন মেশিন বা ইস্ত্রি ব্যবহার করবেন না তখন প্লাগ খুলে রাখুন। কারণ প্লাগ না খুলে সুইচ বন্ধ রাখলেও কিছুটা বিদ্যুৎ খরচ হয়।
৩. যখন ঘরে থাকবেন না অপ্রয়োজনে আলো, পাখা চালিয়ে রাখবেন না। সুইচ অফ করে রাখুন।
৪. গরমকালে এসি চালালে তরতর করে বাড়ে বিদ্যুৎ বিল।
অপ্রয়োজনে এসি না চালিয়ে পাখা চালান। যদিও এখন শীতকাল চলে আসায় সেটাও প্রয়োজন হবে না। ফলে খরচ অনেক কমে যাবে।
৫. কম্পিউটার যখন ব্যবহার করবেন না তখন চালিয়ে রাখবেন না। বন্ধ করে রাখুন অথবা স্লিপ মোডে রাখুন। এতে বিদ্যুৎ কম খরচ হবে।
৬. অনেকেই বাড়িতে ডিশ ওয়াশার ব্যবহার করি। অনেক বাসন ধুয়ে নিন। কিন্তু হিট ড্রাই না করে বাতাসে শুকিয়ে নিন।
No comments:
Post a Comment