Wednesday, December 6, 2017

টাইমের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় কে কে? Who is in the short list of the year?


times-Image
United States Time Magazine is going to publish the list of people of the year as year of year. Time Magazine released a brief list of 10 people nominated for Person of the Year for the Person of the Year of 2017. These names were published on Monday morning in the US television channel NBC Today. The list includes US President Donald Trump, Chinese President C China Ping, North Korean leader Kim Jong-un, Amazon's CEO Jeff Bezos, among others.

Time magazine has announced 'Person of the Year' since 1927. Through this, the media has selected the most influential, good or bad person in the media throughout the year.

Wednesday's announcement will be declared this year's Person of the Year at 7am local time. List names sorted by description


The founder and current CEO of Jeff Bezos, one of the world's top technology companies, has a short list of times. Photo: Collected
1. Jeff Bezos
Jeff Bezos, founder and current CEO of the world, is the world's richest man in the year. Amazon just started selling the book with Amazon Now it is one of the world's leading retailers of online-based products. Amazon tops the list of technology-based products and services, including cloud computing, movie display and marketing, music marketing. Apart from this, Amazon is contributing in artificial intelligence studies.

According to the US Securities and Exchange Commission, Bezos had 16.7 percent shares in the company in May of the year 2017. At that time, his total wealth was about 90 billion dollars.

Movement protests started when we wanted to cancel the Dreamers project. Afterwards the Donald Trump administration continued the project. Photo: Collected
2. Dreamers Project
Many thousands of immigrant Americans without legal papers are living through the Dreamers project. Their parents and their parents came to the United States. The trump administration barack Obama's rule abolished the policy and the uncertainty of the future of these children was born. Later, in protest of protests, President Donald Trump reached an agreement with the Democrats not to return the illegal young immigrants living in the United States under the Dreamers project.


Patty Jenkins, director of 'Wonder Women' film. Photo: Collected
3. Patty Jenkins
Patty Jenkins, director of 'Wonder Women' film. The film earned $ 100 million in its first week of release as the first woman director. He is also the director of the second installment of 'Wonder Woman'.


North Korean leader Kim Jong-un Photo: Collected
4. Kim Jong-un
North Korean leader Kim Jong-un He is also the first secretary of the Workers Party of Korea, the North Korean Central Military Commission and Chairman of the National Defense Commission and the Supreme Commander of the Korean People's Army.
North Korean leader Kim Jong-un has put the fear of nuclear war in the minds of Americans. After a series of intercontinental ballistic missile tests, threatened to attack the US territories. Kim is involved in a sensational fight with US President Trump. Trump has ridiculed him as a rocketman.
The Korean leader, who is also behind the successful test of North Korea's first hydrogen bomb in 2016. Through the hydrogen bomb testing, Kim reminded the world that he did not have much of a problem with the international community's threats, pressure, and thoughts. So he did not snatch the leaders of the world leaders to show the old finger.

The Quarter-back of the San Francisco Football Team was in the discussion all year round opposing the racism of the Colin Copenhagen Trump Administration. Photo: Collected
5. Colin Kipopernic

The Quarter-back of the San Francisco Football Team was in the discussion all year round opposing the racism of the Colin Copenhagen Trump Administration. At the beginning of the game, he did not stand in the national anthem and he protested. In the face of criticism of Trump, the protest continues to grow throughout the year.


Hollywood movie Mughal Harvey Winsten's sexual scandal stirs up in response to the #mitu movements. Photo: Collected
6. Hashtag mu tu (#MeToo)
In response to the controversy surrounding Hollywood movie Mughal Harvey Winston's sex scandal, US actress Alice Milano started encouraging women to publish sexual harassment and harassment incidents # Mitu Movement. Men also took part in a propaganda campaign against women. Everyone is joining the social media as hashtag mu teu (#MeToo). Twitter has boycotted for a day by proclaiming many women in the world in protest of sexual violence and harassment.


FBI Director Robert Mueller, who is responsible for investigating Russian intervention in US elections, Photo: Collected
7. Robert Mueller
Special Counsel FBI director Robert Mueller, who is in charge of investigating Russian intervention in the US elections, has accused four officials of the camp for the campaign. After FBI chief James Commy was fired, Muller was given the responsibility. A lawyer in Robert Mueller's profession. He has served as director of FBI for 12 years.


31-year-old Muhammad bin Salman is a powerful person in Saudi Arabia. He is the country's next successor. Photo: Collected
8.

times-Image
প্রতিবছরের মতো এ বছরও বর্ষসেরা ব্যক্তিদের তালিকা প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন। টাইম ম্যাগাজিন ২০১৭ সালের পারসন অব দ্য ইয়ারের জন্য মনোনীত ব্যক্তিদের মধ্য থেকে ১০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। গতকাল সোমবার সকালে মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসির টুডে অনুষ্ঠানে এ নামগুলো প্রকাশ করা হয়। তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন, আমাজনের কর্ণধার জেফ বেজোসসহ অনেকেই।

টাইম ম্যাগাজিন ১৯২৭ সাল থেকেই ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা দিয়ে আসছে। এর মধ্য দিয়ে বছরজুড়ে সংবাদমাধ্যমে সবচেয়ে প্রভাবশালী, ভালো বা খারাপ ব্যক্তি নির্বাচন করে সংবাদমাধ্যমটি।

আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাতটার দিকে এ বছরের পারসন অব দ্য ইয়ার ঘোষণা করা হবে। তালিকার নামগুলো বর্ণনাক্রমে সাজানো


বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা এবং বর্তমান প্রধান নির্বাহী জেফ বেজোস আছেন টাইমের সংক্ষিপ্ত তালিকায়। ছবি: সংগৃহীত
১. জেফ বেজোস
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা এবং বর্তমান প্রধান নির্বাহী জেফ বেজোস এ বছরই বিশ্বের সেরা ধনী হন। অনলাইনে শুধুই বই বিক্রি দিয়ে যাত্রা শুরু আমাজনের। এখন অনলাইনভিত্তিক পণ্যের খুচরা বিক্রেতা হিসেবে বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এটি। প্রযুক্তিভিত্তিক বিভিন্ন পণ্য ও সেবায় শীর্ষে আমাজন, যার মধ্যে আছে, ক্লাউড কম্পিউটিং, চলচ্চিত্র প্রদর্শন ও বিপণন, সংগীতের বিপণন। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় অবদান রাখছে আমাজন।

মার্কিন সিকিউরিটি এবং এক্সচেঞ্জ কমিশনের এক হিসাব অনুযায়ী, বেজোস ২০১৭ সালের মে মাসে প্রতিষ্ঠানটির শতকরা ১৬ দশমিক ৭ ভাগ শেয়ারের অধিকারী ছিলেন। ওই সময় তাঁর সামগ্রিক সম্পদের পরিমাণ ছিল প্রায় ৯০ বিলিয়ন ডলার।

ড্রিমার্স প্রকল্প বাতিল করতে চাইলে আন্দোলন বিক্ষোভ শুরু হয়। পরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ প্রকল্প চালু রাখে। ছবি: সংগৃহীত
২. ড্রিমার্স প্রকল্প
ড্রিমার্স প্রকল্পের মাধ্যমে বৈধ কাগজপত্রহীন কয়েক হাজার অভিবাসী যুক্তরাষ্ট্র বাস করছেন। এঁদের যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন তাঁদের মা-বাবা। ট্রাম্প প্রশাসন বারাক ওবামা আমলের এ নীতি বাতিল করায় এ সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে যায়। পরে এ নিয়ে আন্দোলন বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রে ড্রিমার্স প্রকল্পের অধীনে বসবাসকারী অবৈধ তরুণ অভিবাসীদের প্রত্যর্পণ না করার বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় পৌঁছান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


‘ওয়ান্ডার উইমেন’ চলচ্চিত্রের পরিচালক প্যাটি জেনকিন্স। ছবি: সংগৃহীত
৩. প্যাটি জেনকিন্স
‘ওয়ান্ডার উইমেন’ চলচ্চিত্রের পরিচালক প্যাটি জেনকিন্স। প্রথম নারী পরিচালক হিসেবে মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি ১০০ মিলিয়ন ডলার আয় করে। এরপরই ‘ওয়ান্ডার উইমেন’-এর দ্বিতীয় কিস্তিতেও তিনি পরিচালক থাকছেন।


উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। ছবি: সংগৃহীত
৪. কিম জং-উন
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার ফার্স্ট সেক্রেটারি, উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সেনা কমিশন ও জাতীয় প্রতিরক্ষা কমিশনের চেয়ারম্যান এবং কোরিয়ান পিপলস আর্মির সুপ্রিম কমান্ডারও তিনি।
যুক্তরাষ্ট্রের মানুষের মনে পারমাণবিক যুদ্ধের আতঙ্ক ঢুকিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং-উন। একের পর আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে হুমকি দিয়েছেন মার্কিন ভূখণ্ডে হামলা চালানোর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও উত্তেজনাপূর্ণ বাগ্‌যুদ্ধে জড়িয়েছেন কিম। ট্রাম্প তাঁকে রকেটম্যান বলে ব্যঙ্গ করেছেন।
২০১৬ সালে উত্তর কোরিয়ার প্রথম হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর নেপথ্যের ব্যক্তিও এই কোরীয় নেতা। হাইড্রোজেন বোমার পরীক্ষার মধ্য দিয়ে কিম বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের হুমকি, চাপ, ভাবনা নিয়ে তাঁর তেমন মাথাব্যথা নেই। তাই বিশ্বনেতাদের বুড়ো আঙুল দেখাতে কার্পণ্য করেননি তিনি।

সানফ্রান্সিসকো ফুটবল টিমের কোয়ার্টার ব্যাক কলিন কায়োপারনিক ট্রাম্প প্রশাসনের বর্ণবাদের বিরোধিতা করে সারা বছর আলোচনায় ছিলেন। ছবি: সংগৃহীত
৫. কলিন কায়োপারনিক

সানফ্রান্সিসকো ফুটবল টিমের কোয়ার্টার ব্যাক কলিন কায়োপারনিক ট্রাম্প প্রশাসনের বর্ণবাদের বিরোধিতা করে সারা বছর আলোচনায় ছিলেন। খেলার শুরুতে জাতীয় সংগীতের সময় না দাঁড়িয়ে হাঁটু গেড়ে তিনি প্রতিবাদ জানান। ট্রাম্পের সমালোচনার মুখে এই প্রতিবাদ বছরজুড়েই বাড়তে থাকে।


হলিউডের মুভি মুঘল হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির খবর ফাঁসের প্রতিক্রিয়ায় শুরু হয় #মিটু মুভমেন্ট। ছবি: সংগৃহীত
৬. হ্যাশট্যাগ মি টুও (#MeToo)
হলিউডের মুভি মুঘল হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির খবর ফাঁসের প্রতিক্রিয়ায় মার্কিন অভিনেত্রী অ্যালিসা মিলানো যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনা প্রকাশ করতে নারীদের উৎসাহিত করতে শুরু করেন #মিটু মুভমেন্ট। যৌন নিপীড়নবিরোধী এক প্রচারণায় নারীদের পাশাপাশি পুরুষেরাও অংশ নেন। সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ মি টুও (#MeToo) লিখে এ শরিক হন। যৌন নিপীড়ন ও হয়রানির প্রতিবাদে বিশ্বের অনেক নারী ঘোষণা দিয়ে একদিনের জন্য টুইটারও বর্জন করেছিলেন।


মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তের দায়িত্বপ্রাপ্ত এফবিআইয়ের পরিচালক রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
৭. রবার্ট মুলার
মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তের দায়িত্বে থাকা স্পেশাল কাউন্সিলর এফবিআইয়ের পরিচালক রবার্ট মুলার ট্রাম্পের প্রচারণা শিবিরের চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্তের পর মুলারকে দায়িত্ব দেওয়া হয়। রবার্ট মুলার পেশায় একজন আইনজীবী। ১২ বছর গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।


৩১ বছর বয়সী মুহাম্মদ বিন সালমান সৌদি আরবে প্রবল ক্ষমতাধর একজন ব্যক্তি। তিনি দেশটির পরবর্তী উত্তরাধিকার। ছবি: সংগৃহীত
৮.

No comments:

Post a Comment