Tuesday, December 5, 2017

The foods that increase blood in the body যেসব খাবার দেহে রক্ত বাড়ায়


Blood is one of the most important components of the human body. Which carries oxygen and all types of nutrients in all parts of the body. If there is no blood component in the body, it is not possible to survive properly. Blood has red blood cells, white blood cells, and platelets. Red blood cells contain certain iron compounds, which are called hemoglobin in the medical term.

The main function of hemoglobin is the supply of oxygen from the heart to all organs of the body. Hemoglobin also collects carbon dioxide from the body and reaches it to the lungs so that it can breathe out of the body. So when the hemoglobin decreases in blood, the body becomes weak due to lack of oxygen. This also leads to diseases like bloodlessness. And the way to avoid this is to eat some foods that increase the amount of hemoglobin. Here are a list of 10 foods that regularly increase the amount of hemoglobin in the blood.

1. Meat: Sufficient protein proteins needed to increase the amount of hemoglobin in the blood. All red meat; Such as beef, meat and calcium are one of the best sources of iron. Iron is important for hemoglobin production. Although chicken meat is not a red meat, it can also provide large amounts of iron to the body.

2. Fact: All types of citrus fruit, such as mango, lemon and orange, are the best sources of vitamin C. And Vitamin C is the most important for fast absorption of iron in the body. This leads to the increase in hemoglobin production. There are plenty of iron in strawberry, apple, watermelon, guava and pineapple.

3. Marine food: Marine foods contain iron and other minerals nourishing material. Therefore, anemia, clams and other healthy marine foods should be kept on the daily diet list of patients with anemia or anemia.

4. Planting or soybean meal: There is plenty of iron in soybean, poultry and regular food. Soybean is now a popular food for vegetables. From this, all the delicious foods are made and the amount of hemoglobin in the blood increases rapidly.

5. Full-grain food: rice, wheat, barley and oats. Excellent iron-rich foods for patients with anemia. These foods also provide necessary carbohydrates. Red rice is considered to be a rich source of iron for all ages.

6. Vegetable: Every day, eating fresh vegetables reduces iron and other minerals and various types of vitamins. Potato, Broccoli, Tomato, Pumpkin and Bitroot Iron deficiency. Besides, spinach and other vegetables are also rich in iron.

7. Egg: Egg is another popular food that has high amounts of iron and other nutrients. Eggs have large amounts of minerals and vitamins. This is why poor people are asked to eat boiled eggs every day.

8. Dried fruits: kismas, apricots or apricots and palm seeds contain plenty of iron, vitamins and fiber. By eating these foods, the level of hemoglobin in the blood increases rapidly.

9. Nuts: Any kind of nuts are considered beneficial for the human body. That is why due to the consumption of cashew nut, hazeli nut, Chinese nut and walnut, the amount of hemoglobin in the blood increases rapidly.

10. Dark Chocolate: Children's favorite food also contains dark chocolate which is rich in iron. That's why even doctors say to eat dark chocolate.

All these foods increase the amount of iron in the body, increasing the amount of hemoglobin in the blood rapidly. So regularly eat these foods, increase the amount of blood, life force and disease resistance in the body.
মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে রক্ত অন্যতম। যা দেহের সকল অংশে অক্সিজেন এবং সব ধরনের পুষ্টি উপাদান বয়ে নিয়ে যায়। দেহে রক্তের কোনো উপাদান কম থাকলে সুস্থভাবে বাঁচা সম্ভব নয়। রক্তে আছে লাল রক্তকণিকা, সাদা রক্তকণিকা, এবং প্লেটলেট। লাল রক্ত কোষে আছে বিশেষ কিছু আয়রন কম্পাউন্ড, মেডিকেল টার্মে যাকে বলা হয় হিমোগ্লোবিন।

হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো হৃদপিণ্ড থেকে দেহের সব অঙ্গে অক্সিজেন সরবরাহ করা। হিমোগ্লোবিন দেহকোষ থেকে কার্বন-ডাই-অক্সাইডও সংগ্রহ করে এবং তা পুনরায় ফুসফুসের কাছে পৌঁছে দেয় যাতে তা নিঃশ্বাসের সঙ্গে দেহ থেকে বের হয়ে যেতে পারে। সুতরাং রক্তে হিমোগ্লোবিন কমে গেলে দেহ অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে পড়ে। এর ফলে রক্তশুন্যতার মতো রোগও হয়। আর এ থেকে বাঁচার উপায় হলো হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এমন কিছু খাবার খাওয়া। এখানে এমন ১০টি খাবারের তালিকা দেওয়া হলো যেগুলো নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে।

১. মাংস : রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়াতে প্রয়োজন পর্যাপ্ত প্রাণিজ প্রোটিন। সকল ধরনের লাল মাংস; যেমন গরুর মাংস, খাসির মাংস এবং কলিজা আয়রনের সবচেয়ে ভালো উৎসগুলোর একটি। আয়রন হিমোগ্লোবিন উৎপাদনের জন্য জরুরি। মুরগির মাংস লাল মাংস না হলেও তাও দেহকে বিশাল পরিমাণে আয়রন সরবরাহ করতে পারে।

২. ফল : সবধরনের রসালো সাইট্রাস ফল, যেমন, আম, লেবু এবং কমলা ভিটামিন সি-র সবচেয়ে ভালো উৎস। আর দেহে আয়রন দ্রুত শুষে নেওয়ার জন্য ভিটামিন সি সবচেয়ে জরুরি। এর ফলে হিমোগ্লোবিন উৎপাদনের গতিও বাড়ে। স্ট্রবেরি, আপেল, তরমুজ, পেয়ারা এবং বেদানাতেও প্রচুর পরিমাণে আয়রন আছে।

৩. সামুদ্রিক খাদ্য : সামুদ্রিক খাদ্যে আয়রন এবং অন্যান্য খনিজ পুষ্টি উপাদান আছে প্রচুর পরিমাণে। সুতরাং অ্যানেমিয়া বা রক্তশুন্যতার রোগীদের প্রতিদিনের খাদ্য তালিকায় অয়েস্টার, ক্লামস এবং অন্যান্য স্বাস্থ্যকর সামুদ্রিক খাদ্য রাখতে হবে।

৪. কলাই বা শুটিজাতীয় খাদ্য : সয়াবিন, ছোলা এবং বিনজাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। সয়াবিন বর্তমানে সবজিভোজীদের জনপ্রিয় একটি খাদ্য। এ থেকে সুস্বাদু সব খাবার তৈরি হয় এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় দ্রুতগতিতে।

৫. পূর্ণশস্যজাতীয় খাদ্য : চাল, গম, বার্লি এবং ওটস রক্তশুন্যতায় আক্রান্ত রোগীদের জন্য চমৎকার আয়রন সমৃদ্ধ খাবার। এসব খাবার প্রয়োজনীয় কার্বোহাইড্রেটসও সরবরাহ করে। লাল চাল বিশেষ করে সব বয়সীদের জন্যই আয়রনের একটি সমৃদ্ধ উৎস বলে গণ্য হয়।

৬. সবজি : প্রতিদিন তাজা সবজি খেলে আয়রন ও অন্যান্য খনিজ পুষ্টি এবং নানা ধরনের ভিটামিনের ঘাটতি মিটবে। আলু, ব্রকলি, টমেটো, কুমড়া এবং বিটরুট আয়রনের ঘাটতি মেটাতে সক্ষম। এছাড়া স্পিনাক সহ অন্যান্য সবজিও বেশ আয়রন সমৃদ্ধ।

৭. ডিম : ডিম হলো আরেকটি জনপ্রিয় খাদ্য যাতে আছে উচ্চমাত্রার আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান। ডিমের হলুদ কুসুমে আছে প্রচুর পরিমাণে খনিজ পুষ্টি এবং ভিটামিন। আর এ কারণেই দুর্বল লোকদেরকে প্রতিদিন সেদ্ধ ডিম খেতে বলা হয়।

৮. শুকনো ফল : কিসমিস, অ্যাপ্রিকট বা খুবানি এবং খেজুরে আছে প্রচুর আয়রন, ভিটামিন এবং আঁশ। এসব খাবার খেলে রক্তের হিমোগ্লোবিনের মাত্রাও বাড়ে দ্রুতগতিতে।

৯. বাদাম : যে কোনো ধরনের বাদামই মানবদেহের জন্য উপকারী বলে বিবেচিত হয়। যে কারণে তরুণদেরকে কাজু বাদাম, হিজলি বাদাম, চীনা বাদাম এবং আখরোট খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে দ্রুতগতিতে।

১০. ডার্ক চকোলেট : শিশুদের প্রিয় খাবার ডার্ক চকোলেটেও থাকে প্রচুর পরিমাণে আয়রন। আর এ কারণেই এমনকি ডাক্তাররাও ডার্ক চকোলেট খেতে বলে।

এই সবগুলো খাদ্যই দেহে আয়রনের ঘাটতি মিটিয়ে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুতগতিতে বাড়ায়। সুতরাং নিয়মিতভাবে এই খাবারগুলো খেয়ে দেহে রক্তের পরিমাণ, জীবনী শক্তি এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে থাকুন।  

No comments:

Post a Comment