Sunday, December 24, 2017

‘সেক্স ডল’ ভাড়া করা যায় যে দেশে The 'sex run' can be rented out in that country

Many things can be shared in China. Such as motorbikes, umbrellas and basketballs. This list has recently been added - Sex DOLL. China's sex product maker 'Touch' recently launched a service called 'Shared Girlfriends'.

Under this service, Chinese, Russian, Korean, and Hong Kong versions of sex dolks are rented. There are also 'Wonder Woman' versions in the list of companies.

Like many others in China, the silicon's Mohini puppets are hired by a mobile app for up to a week.

The Khosiyamen-based company in the south-eastern city of China said that the customers who have rented these dolls can determine their clothing and hair type beforehand. Besides, there is also a chance to determine the type of sound it will use when using it. And there are special arrangements for cleaning them too.

These dolls can be rented for $ 45 per night. But initially it would have to give a guarantee of $ 1,200, which will be returned after returning the doll, Touch said. The organization claims that these dolls behave just like the real people. These dolls are being hired by targeting millions of unmarried men and separating victims or families away from the family.

For the time being, these dolls are being used for testing in Beijing, but in the future China wants to provide this service. And China's 'sharing' economy is expected to sell this product very well.

চীনে অনেক কিছুই শেয়ার করা যায়৷ যেমন মোটর বাইক, ছাতা এবং বাস্কেটবল৷ এই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে – সেক্স ডল৷ চীনের যৌন পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘টাচ’ সম্প্রতি ‘শেয়ারড গার্লফ্রেন্ডস’ নামে একটি সেবা চালু করেছে৷

এই সেবার আওতায় সেক্স ডলদের চীনা, রুশ, কোরীয় এবং হংকংয়ীয় সংস্করণ ভাড়া দেয়া হয়৷ প্রতিষ্ঠানদের তালিকায় ‘ওয়ান্ডার ওমেন’ সংস্করণও রয়েছে৷

চীনে শেয়ারে ব্যবহার উপযোগী আরো অনেকে কিছুর মতোই এই সিলিকনের মোহিনী পুতুলদেরও একটি মোবাইল অ্যাপের মাধ্যমে এক সপ্তাহ অবধি ভাড়া করা যায়৷

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর খোসিয়ামেনভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সব পুতুল ভাড়া নেয়া খদ্দেররা চাইলে আগে থেকেই সেটির পোশাক এবং চুলের ধরন নির্ধারণ করে দিতে পারেন৷ পাশাপাশি রয়েছে এটি ব্যবহারের সময় কী ধরনের শব্দ হবে তা নির্ধারণেও সুযোগ৷ আর এগুলো পরিষ্কারেরও বিশেষ ব্যবস্থা রয়েছে৷

প্রতি রাত ৪৫ মার্কিন ডলার হিসেবে এসব পুতুল ভাড়া নেয়া যায়৷ তবে শুরুতে ১,২০০ মার্কিন ডলারের মতো জামানত দিতে হবে, যা পুতুলটি ফেরত দেয়ার পর ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছে টাচ৷ প্রতিষ্ঠানটির দাবি, এ সব পুতুল নাকি প্রকৃত মানুষের মতোই আচরণ করে৷ চীনের লাখ লাখ অবিবাহিত পুরুষ এবং বিচ্ছেদের শিকার বা পরিবার থেকে দূরে থাকা পুরুষদের টার্গেট করে এসব পুতুল ভাড়া দেয়া হচ্ছে৷

আপাতত, বেইজিংয়ে পরীক্ষামূলকভাবে এই পুতুল ভাড়া দেয়া হলেও ভবিষ্যতে গোটা চীনেই এই সেবা দিতে চায় টাচ৷ আর চীনের ‘শেয়ারিং’ অর্থনীতিতে এই পণ্য ভালোই বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে৷

No comments:

Post a Comment