Wednesday, December 20, 2017

মাশরাফির কথা রাখল রংপুর রাইডার্স Rangpur riders kept Mashrafe


Bangladesh Premier League (BPL) Rangpur Riders franchisee bought the country's leading industrial group Bashundhara Group first saw the surprise of the tournament's captain Captain Mashrafe Bin Mortaza. Then the industry group, which won the title for the first time in the first year under the wise leadership of Tiger ODI captain. Rangpur Riders ownership gifted an ambulance to Narayra's Diabetes Hospital by completing the promise given to the captain before the tournament begins.

Rangpur Riders, the fifth player in the BPL's fifth edition, posted pictures of handing over the ambulance to the modern facility near the Narail Express Foundation on their official Facebook page. The caption says, "In front of the overall development of Narail district, small gifts of Rangpur riders family were distributed to the Narail Express Foundation. Stay with the fight. '

Meanwhile, Mashrafe wrote on his VERIFFED Facebook page, "Before the start of the BPL T20 tournament, captain Mashrafe wanted an ambulance for Narail Biswas, to the Safwan brothers and CEO of" Rangpur Riders ", Ishtiaq Bhai. The residents of Narail were absent from some facilities for a few days, in which an ambulance was the first of the most essential list. On the final day of the final game, "Rangpur Riders" handed over Mashrafi's "Narail Express Foundation".

"Thank you very much to" Rangpur riders "and" Narail Express Foundation "by admin. Anyone can use this Ambulance very soon for any need. "

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি কিনে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ প্রথমে চমক দেখায় টুর্নামেন্টের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দলে টেনে। এরপর টাইগার ওয়ানডে অধিনায়কের বিচক্ষণ নেতৃত্বে প্রথম বছরই শিরোপা ঘরে তোলে শিল্পগোষ্ঠীটি। এবার টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ককে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে মাশরাফির জন্মস্থান নড়াইলের ডায়াবেটিস হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে রংপুর রাইডার্সের মালিকপক্ষ।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কাছে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সটি হস্তান্তরের ছবি পোস্ট করেছে বিপিএলের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ক্যাপশনে লেখা হয়, ‘নড়াইল জেলার সার্বিক উন্নয়নকে সামনে রেখে রংপুর রাইডার্স পরিবারের ছোট্ট উপহার তুলে দেয়া হয় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে। জয়ের লড়াইয়ের সাথেই থাকুন।’

এদিকে, মাশরাফি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ''বিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুর আগেই অধিনায়ক মাশরাফি নড়াইলবাসীর জন্য একটা অ্যাম্বুলেন্স চেয়েছিল “রংপুর রাইডার্স”-র কর্ণধার সাফওয়ান ভাই ও সিইও ইশতিয়াক ভাইয়ের কাছে। নড়াইলবাসী বেশ কিছুদিন যাবৎ কিছু সুযোগ-সুবিধা থেকে বঞ্ছিত, এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স ছিল অত্যধিক প্রয়োজনীয় তালিকার সর্ব প্রথমে। ফাইনাল খেলা শেষ হওয়ার ৭ দিনের মাথায় “রংপুর রাইডার্স” মাশরাফির গড়া “ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন”-র নিকট হস্তান্তর করলো।''

''অ্যাডমিনের পক্ষ থেকে “রংপুর রাইডার্স” এবং “ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন”-কে অনেক অনেক ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে যে কেউ খুব শিগগিরই এই অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবে।''

No comments:

Post a Comment