Monday, December 4, 2017

New youth, Sudha, in the eyes of the eyelids, decreases from 70 to 20 নয়া যৌবন সুধায় চোখের পলকে বয়স ৭০ থেকে কমে ২০


Breakthrough Discover! Youth will return to medicines. Do not grow age. You'll go from all over the hot-sexy! Scientists have already been able to bring the youth back to dramatically using drugs in animals.

But want to be more sure about this. And researchers from Harvard Medical School are now running this test on rats. Using a kind of chemical material, researchers have been able to bring back the aging muscles of the mouse.

Scientists say that this change in the body of a rat is about to convert the 60-year-old muscle into a 20-year-old muscular muscle. However, the strength of 20-year-old young muscle is not energized in this muscular muscular muscle. However, researchers are hopeful that even more energy can be brought back to the body of youth.

Through the study, scientists have got an idea of ​​how to return to youth, along with a whole new process of aging. The results of the study in the 'Cell' Journal have been published, the BBC said.

It is believed that a single-pronged transformation process of the browed body and the changes in the body as well as the age can not be prevented or reversed.

But the new research showed that as the age increases, it is possible to restore some of the body's regeneration. Scientists have researched the chemicals named NAD. As the age increases, the levels of NAD decrease in body tissues.

As soon as the NAD starts to dwindle, the strength of the body cavity strengthens the power production of mitochondria. As a result, the age-old impression of the body. It has been found in the examination that if you increase the NAD level, you will be able to return the stomach to the body.

Researchers applied a special chemical element to raise NAD levels in mice. The chemical element in the body is naturally converted to NAD. As a result, two-year-old mice in the 'youth-Sudha' return to muscular six-month-old muscles. These changes were observed on the basis of muscle decay, inflammation and insulin resistance. However, in this study, scientists have not yet found the way to free the body from age-related effects.

For example, if the age increases, there is no way to prevent the loss of the telomer's length or to cause damage to the DNA. Researchers say there are many causes of aging. This is not one of the reasons that the age impact can be prevented if it is done. And so it's hard to work with the whole process.


যুগান্তকারী আবিষ্কার! ওষুধেই এবার ফিরবে যৌবন। বাড়বে না বয়স। সারা জীবন আপনি থেকে যাবেন হট-সেক্সি! ইতিমধ্যে প্রাণীদেহে ওষুধ প্রয়োগ করে নাটকীয়ভাবে তারুণ্য ফিরিয়ে আনতে পেরেছেন বিজ্ঞানীরা।

তবে এই বিষয়ে আরও নিশ্চিত হতে চান। আর সেই কারণে এখন ইঁদুরের ওপর এই পরীক্ষাটি চালাচ্ছেন হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকরা। এক ধরনের রাসায়নিক উপাদানকে কাজে লাগিয়ে গবেষকরা ইঁদুরের বুড়িয়ে যাওয়া পেশীকে তারুণ্যে ফিরিয়ে আনতে পেরেছেন।

ইঁদুরের দেহের এই পরিবর্তনকে মানব দেহের হিসাবে বিজ্ঞানীরা বলছেন, ৬০ বছর বয়সী পেশীকে ২০ বছরের তরুণ পেশীতে রূপান্তর করতে পারবেন তাঁরা। তবে ২০ বছরের তরুণ পেশীতে যে শক্তি থাকে নব যৌবনপ্রাপ্ত এই পেশীতে সেই শক্তি সঞ্চার করা যায়নি। অবশ্য আরও গবেষণা করলে দেহে তারুণ্যের শক্তিও ফিরিয়ে আনা যেতে পারে বলে বিজ্ঞানীরা আশাবাদী।

গবেষণাটির মধ্য দিয়ে বিজ্ঞানীরা বয়স বেড়ে যাওয়ার সম্পূর্ণ একটি নতুন প্রক্রিয়ার পাশাপাশি এর থেকে কিভাবে তারুণ্যে ফেরা যায় সে সম্পর্কে ধারণা পেয়েছেন। ‘সেল’ জার্নালে গবেষণার ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বুড়িয়ে যাওয়া দেহের একটি একমুখী রূপান্তর প্রক্রিয়া এবং বয়সের সঙ্গে সঙ্গে দেহে যেসব পরিবর্তন ঘটে তা রোধ করা কিংবা আগের অবস্থায় ফিরে যাওয়া যায় না বলেই মনে করা হয়।

কিন্তু নতুন এই গবেষণা দেখিয়ে দিল বয়স বেড়ে গেলেও দেহের কিছু কিছু ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। বিজ্ঞানীরা এনএডি নামের রাসায়নিককে কেন্দ্র করে গবেষণা চালিয়েছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহের কোষকলাগুলোতে এনএডি’র মাত্রা কমতে থাকে।

আর এনএডি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে দেহ কোষকলার শক্তিকেন্দ্র মাইটোক্রোন্ডিয়ার শক্তি উৎপাদন ক্ষমতা কমে যায়। ফলে দেহে বয়সের ছাপ পড়তে থাকে। পরীক্ষায় দেখা গেছে, এই এনএডি’র মাত্রা বাড়িয়ে দিলেই বুড়িয়ে যাওয়া রোধ করে দেহকোষে তারুণ্য ফেরানো যায়।

গবেষকরা ইঁদুরের দেহকোষে এনএডি’র মাত্রা বাড়াতে একটি বিশেষ রাসায়নিক উপাদান প্রয়োগ করেন। দেহে এই রাসায়নিক উপাদানটি প্রাকৃতিকভাবেই এনএডি’তে রূপান্তরিত হয়। ফলে এই ‘যৌবন-সুধা’য় দুই বছরের ইঁদুরের দেহের পেশীগুলো ছয়মাস বয়সী পেশীতে ফিরে আসে। পেশীর ক্ষয়, প্রদাহ এবং ইনসুলিন প্রতিরোধের ভিত্তিতে এ পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়। তবে এই গবেষণায় বিজ্ঞানীরা এখনো দেহকে বয়সের প্রভাব থেকে মুক্ত করার পথ বের করতে পারেননি।

যেমন: বয়স বাড়লে টেলোমিয়ারের দৈর্ঘ্য কমে যাওয়া কিংবা ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার মতো বিষয়গুলো ঠেকানোর উপায় বেরিয়ে আসেনি। গবেষকরা বলছেন, বুড়িয়ে যাওয়ার নানা কারণ আছে। এর কারণ একটি নয় যে তা সমাধা করলেই বয়সের প্রভাব রুখে দেওয়া যাবে। আর তাই পুরো প্রক্রিয়াটি নিয়ে কাজ করা কঠিন।

No comments:

Post a Comment