Wednesday, December 6, 2017

মডেলিং দুনিয়া কাঁপাচ্ছেন সাড়ে তিন ফুটের এই মডেল! The modeling world is trembling this three-foot model!


He is not like ordinary people in height. That's exactly what 'defect' is. But that 'defect' is now its strength. Here he is different from others. Due Priesta trembling the modeling world, even with just 3 feet 4 inches height.

The 21-year-old Dr Prestista, who lives in the Reno town of the US, is now a rising female model in Los Angeles. At the beginning of the career, he had to get a great speed for this little height. Even in his own city Reno there were many obstacles. Since childhood, people call him ridiculed and ridiculed.

Because of only 3 feet height, he has been humiliated for the post. He has no objection to how much he has heard.

This young woman named Drew was born from the dwarf. Even in the history of his family, no dwarf child was born without a drow.
However, due to all the stereotypes of society, Drew ended his graduation in Los Angeles, and joined modeling. Light candy and decoration one day will reach his dream. But Drew's family has been helping him in this regard, Drew Prosta said.

উচ্চতায় তিনি সাধারণ মানুষদের মতো নন। 'খুঁত' বলতে ওইটুকুই। কিন্তু সেই 'খুঁত'ই এখন তার শক্তি। এখানেই তিনি আলাদা অন্যদের চেয়ে। মাত্র ৩ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নিয়েও তাই মডেলিং দুনিয়া কাঁপাচ্ছেন ড্রু প্রেস্টা।

যুক্তরাষ্ট্রের রেনো শহরে বসবাসকারী ২১ বছর বয়সী ড্রু প্রেস্টা এখন লস অ্যাঞ্জেলসের উদীয়মান নারী মডেল। ক্যারিয়ারের শুরুর দিকে তাকে এই অল্প উচ্চতার জন্য ভীষন রকমের বেগ পেতে হয়েছে। এমনকি তার নিজের শহর রেনোতেও ছিল নানা প্রতিবন্ধকতা। ছোটবেলা থেকেই মানুষ তাকে হেয় করে বিভিন্ন হাস্যকর নামে ডাকত।  

মাত্র ৩ ফুট উচ্চতার কারণে তিনি পদে পদে অপমানিত হয়েছেন মানুষের কাছে। কত যে কটাক্ষ শুনতে হয়েছে তাকে তার কোনো ইয়াত্তা নেই।

ড্রু নামের এই তরুণী জন্ম থেকেই বামন। এমনকি তার পরিবারের ইতিহাসে ড্রু ছাড়া আর কোনো বামন সন্তান জন্ম নেয়নি।
যাই হোক, সমাজের সব কটুক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ড্রু তার স্নাতক ডিগ্রি শেষ করেই চলে এলেন লস অ্যাঞ্জেলসে, আর যোগ দিলেন মডেলিংয়ে। লাইট ক্যমেরার আর সাজসজ্জার মধ্য দিয়ে একদিন ঠিকই পৌঁছে যাবেন তার স্বপ্নের দিকে। তবে এ ব্যাপারে ড্রুয়ের পরিবার তাকে যথেষ্ট সাহায্য করছেন বলেও জানিয়েছেন ড্রু প্রেস্টা।

No comments:

Post a Comment