Sunday, December 24, 2017

দল বেঁধে গান করুন, ফলাফল অবিশ্বাস্য! Make a band tie, results are incredible!

File images
Researchers from the University of East Angle of England say that many people who often sing together, they can easily get rid of depression, angijati. This research report was published in BMJ Journal Medical Humanities.

Researchers say that, while singing together, they maintain good relations with each other. If the social relations are good then the human mind is also good.

Before the study, researchers surveyed several people. The name of the survey was 'Sing Your Heart Out'. Which means to sing and open your mind. Apart from various people of the society, those who are mentally upset, were also included in this survey.

Each year a song workshop is arranged for them. Researchers, who were mentally upset, began to notice changes in their gradual change.

ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংগিলার গবেষকরা জানিয়েছেন, যারা প্রায়ই একসঙ্গে অনেকে মিলে গান করেন, তারা সহজে ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে মুক্তি পেতে পারেন। এই গবেষণার রিপোর্টটি বিএমজে জার্নাল মেডিক্যাল হিউম্যানিটিজ-এ প্রকাশিত হয়। 

গবেষকরা জানিয়েছেন, এক সঙ্গে গান গাইলে পরষ্পরের সঙ্গে সুসম্পর্কও বজায় থাকে। সামাজিক সম্পর্কগুলো ভাল থাকলে মানুষের মনও ভাল থাকে। 

গবেষণাটির আগে বেশ কয়েকজনের উপরে সমীক্ষা চালান গবেষকরা। সমীক্ষাটির নাম ছিল, ‘সিঙ্গ ইয়োর হার্ট আউট’। যার অর্থ মন খুলে গান করুন। সমাজের বিভিন্ন মানুষ ছাড়াও যাঁরা মানসিক ভাবে বিপর্যস্ত, তাদেরকেও এই সমীক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছিল। 

প্রতি সপ্তাহে এদের জন্য একটি করে গানের ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়। যাঁরা মানসিক ভাবে বিপর্যস্ত, তাদের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করতে থাকেন গবেষকরা। 

No comments:

Post a Comment