Sunday, December 24, 2017

যে কারণে গরম পানিতে গোসল করবেন না Do not take bath in hot water for that reason

Symbolic pictures
It is a matter of great challenge that the bathing of many people in winter is a matter of great challenge. If you look at the water, the cheeks are cheated. If there is a bath in the morning then there is no word. When you wake up, you get tears. Many people bath in hot water to avoid this trouble. Regardless of the comfort, the hot water bath can cause many harm.

1. Hot water is not good for skin. In the winter the skin and hair become rough. Many people bath in hot water to avoid cold. However, hot water makes skin and hair more rough. So it is better to enjoy cold water than to think of your hair and skin.

2. Cold water helps to increase white blood cells. Due to bathing in cold water the skin becomes cold. As a result, the skin itself begins to heat the skin itself. White blood cells grow during this heat generation. Which helps prevent disease. At this time there is a problem like colds, coughs, when the immune system does not increase.

3. The pain of cold increases a bit. It hurts if you feel hungry. Massel Pen is also very normal. To avoid this problem, take a bath in cold water. Cold water helps reduce mescal pain

4. Cold water helps to overcome fatigue After working all day, many people get bored after bathing in hot water. However, cold water helps eliminate fatigue and helps to make the body look more comfortable. Only then can you understand.

5. There is nothing to do to wake up in the morning to go to work. Do not go to work that is cold, it will not be. If you are sleeping all day long it looks like. The whole day seems to be in vain. So take a bath in cold water to alert the body to sleep. You will see one woke up. Cold water makes the body more vigilant.

6. In addition to bathing in cold water, some old pain may come down. As well as itching is removed, the health of the hair increases, the uncomfortable tension of the body relaxes and some nervous weakness is removed.

শীতকাল আসলেই অনেকের কাছে গোসল করাটাই যেন একটা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। পানি দেখলেই কেমন যেন বুক ধুকধুক করতে থাকে। আর যদি সকালে গোসল করতে হয় তাহলে তো কোনও কথাই নেই। ঘুম থেকে উঠেই যেন কান্না পায়। এই কষ্টের হাত থেকে বাঁচতে অনেকেই গরম পানিতে গোসল করেন। যতই আরাম হোক না কেন, এই গরম পানির গোসল হতে পারে নানা ক্ষতির কারণ। 

১। গরম পানি ত্বকের জন্য একেবারেই ভালো না। শীতকালে এমনিতেই ত্বক ও চুল রুক্ষ হয়ে যায়। আর ঠান্ডার হাত থেকে বাঁচতে অনেকেই গরম পানিতে গোসল করেন। কিন্তু, গরম পানি ত্বক ও চুলকে আরও রুক্ষ করে তোলে। তাই নিজের চুল ও ত্বকের কথা চিন্তা করে ঠান্ডা পানিকে হোসল করাই উত্তম।

২। ঠান্ডা পানি রক্তে শ্বেত কণিকা বাড়াতে সাহায্য করে। ঠান্ডা পানিতে গোসল করার ফলে ত্বকও ঠান্ডা হয়ে পড়ে। ফলে তা গরম করার জন্য ত্বক নিজেই তাপ উৎপাদন করতে শুরু করে। এই তাপ উৎপাদনের সময় শ্বেত রক্ত কণিকা জন্মাতে থাকে। যা রোগ প্রতিরোধে সাহায্য করে। এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়লে সর্দি, কাশির মতো সমস্যা দেখা যায়।

৩। ঠান্ডায় ব্যথা যেন একটু বেড়ে যায়। ঠুক করে কোথাও লাগলেই ব্যথা করে। এছাড়া মাসেল পেন তো খুব স্বাভাবিক বিষয়। আর এই সমস্যার হাত থেকে বাঁচতে অবশ্যই ঠান্ডা পানিতে গোসল করুন। মাসেলের ব্যথা কমাতে সাহায্য করে ঠান্ডা পানি।

৪। ক্লান্তি দূর করতে সাহায্য করে ঠান্ডা পানি। সারাদিন কাজ করার পর হয়তো গরম পানিতে গোসল করে অনেকেই আরাম পান। কিন্তু, ক্লান্তি দূর করে শরীরকে চনমনে করে তুলতে অনেক বেশি সাহায্য করে ঠান্ডা পানি। করে দেখুন তাহলেই বুঝতে পারবেন।

৫। সকালে ঘুম থেকে উঠে কাজে যেতেই হবে কিছু করার নেই। ঠান্ডা বলে যে কাজে যাবেন না সেটা হবে না। সারাদিন ঘুম ঘুম ভাব থাকলেও কেমন যেন লাগে। গোটা দিনটাই বৃথা বলে মনে হয়। তাই ঘুমভাব কাটাতে শরীরকে সতর্ক করে তোলার জন্য ঠান্ডা পানিতে গোসল করুন। দেখবেন এক নিমেষে কেটে গেছে ঘুম। ঠান্ডা পানি শরীরকে অনেক বেশি সজাগ করে তোলে।

৬। এছাড়া ঠান্ডা পানিতে গোসল করলে পুরনো কিছু ব্যাথা কমে আসতে পারে। পাশাপাশি চুলকানি দূর হয়, চুলের স্বাস্থ্য বৃদ্ধি পায়, দেহের অস্বস্তিকর উত্তেজনা প্রশমিত হয় এবং কিছু স্নায়বিক দুর্বলতা দূর হয়।

No comments:

Post a Comment