There are many customs and rituals in Hinduism. For example, worshiping God, making a bath, wearing a pair of married women and worms - etc. But there is a special scientific explanation behind this pattern. Neither is the rule of law, but in the sense of science, such practices have been introduced by saints and sages.
One of them is like that. If you know, the scientific explanation behind this is also. In other words, there is a special reason for handing the hands together on the forehead.
It is said, there are two points in which the eyes, ears and brain join together. When the two hands are folded, then those points of hand are under pressure. The memory is keen on it.
Not only to salute, there are special customs for wearing a ring or ring or cloth on Hindu women's feet. There is also scientific reason behind it. Science says that women's menstruation is normal in this way. In addition, a nerve of the toes of the toes has been directly linked to heart and ovaries.
Consider, the elders always said, to eat spicy food before eating. And after the meal sweet face In the same way, everyone used to eat from early childhood. The reason is that spices help us begin digestion process, so sweet helps in finishing the process.
These were some rules. There is no reason behind all such practices.
হিন্দু ধর্মে রয়েছে নানা রীতি ও আচার। যেমন, ভগবানকে প্রণাম করা, গঙ্গাস্নান করা, বিবাহিত মহিলাদের শাঁখা-সিঁদুর পরা ইত্যাদি। তবে এই প্রত্যেক রীতির পিছনেই রয়েছে কোনও বিশেষ বৈজ্ঞানিক ব্যাখ্যা। নেহাত নিয়ম-নিষ্ঠা নয়, বিজ্ঞান মেনেই এমন সব রীতির প্রচলন করেছিলেন সাধু-সন্তরা।
তেমনই এক রীতি হল করজোড়ে নমস্কার করা। জানলে অবাক হবেন, এর পিছনেও রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। অর্থাৎ, এভাবে দুই হাত জড় করে কপালে হাত ঠেকিয়ে নমস্কার করার রীতির এক বিশেষ কারণ রয়েছে।
বলা হয়, দুই হাতেই রয়েছে কিছু পয়েন্ট যেগুলির সঙ্গে যোগ আছে চোখ, কান ও মস্তিষ্কের। যখন দুই হাত জড় করি, তখন হাতের সেইসব পয়েন্টে চাপ পড়ে। এতে স্মৃতিশক্তি প্রখর হয়।
শুধু নমস্কার করাই নয়, হিন্দু মহিলাদের পায়ে আংটি বা আঙট বা চুটকি পরার বিশেষ রীতি রয়েছে। এর পিছনেও রয়েছে বৈজ্ঞানিক কারণ। বিজ্ঞান বলছে, এইভাবে পায়ে আঙট পরলে মহিলাদের ঋতুস্রাব হয় স্বাভাবিক। এছাড়া, পায়ের আঙুলের একটি স্নায়ু সোজা যুক্ত হয়ে গিয়েছে হৃদযন্ত্র ও ডিম্বাশয়ে।
ভেবে দেখুন, বড়রা সবসময় বলেন, মশলাদার খাবার আগে খেয়ে নিতে। আর খাবার পরে মিষ্টি মুখ। সেভাবেই সবাই ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত। এর কারণ হল, মশলা আমাদের পরিপাক ক্রিয়া শুরু করতে সাহায্য করে, তেমনই মিষ্টি সেই প্রক্রিয়া শেষ করতে সাহায্য করে।
এগুলো গেল কয়েকটি নিয়ম। এরকমই সব রীতির পিছনেই কোনও না কোনও কারণ রয়েছে।
One of them is like that. If you know, the scientific explanation behind this is also. In other words, there is a special reason for handing the hands together on the forehead.
It is said, there are two points in which the eyes, ears and brain join together. When the two hands are folded, then those points of hand are under pressure. The memory is keen on it.
Not only to salute, there are special customs for wearing a ring or ring or cloth on Hindu women's feet. There is also scientific reason behind it. Science says that women's menstruation is normal in this way. In addition, a nerve of the toes of the toes has been directly linked to heart and ovaries.
Consider, the elders always said, to eat spicy food before eating. And after the meal sweet face In the same way, everyone used to eat from early childhood. The reason is that spices help us begin digestion process, so sweet helps in finishing the process.
These were some rules. There is no reason behind all such practices.
হিন্দু ধর্মে রয়েছে নানা রীতি ও আচার। যেমন, ভগবানকে প্রণাম করা, গঙ্গাস্নান করা, বিবাহিত মহিলাদের শাঁখা-সিঁদুর পরা ইত্যাদি। তবে এই প্রত্যেক রীতির পিছনেই রয়েছে কোনও বিশেষ বৈজ্ঞানিক ব্যাখ্যা। নেহাত নিয়ম-নিষ্ঠা নয়, বিজ্ঞান মেনেই এমন সব রীতির প্রচলন করেছিলেন সাধু-সন্তরা।
তেমনই এক রীতি হল করজোড়ে নমস্কার করা। জানলে অবাক হবেন, এর পিছনেও রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। অর্থাৎ, এভাবে দুই হাত জড় করে কপালে হাত ঠেকিয়ে নমস্কার করার রীতির এক বিশেষ কারণ রয়েছে।
বলা হয়, দুই হাতেই রয়েছে কিছু পয়েন্ট যেগুলির সঙ্গে যোগ আছে চোখ, কান ও মস্তিষ্কের। যখন দুই হাত জড় করি, তখন হাতের সেইসব পয়েন্টে চাপ পড়ে। এতে স্মৃতিশক্তি প্রখর হয়।
শুধু নমস্কার করাই নয়, হিন্দু মহিলাদের পায়ে আংটি বা আঙট বা চুটকি পরার বিশেষ রীতি রয়েছে। এর পিছনেও রয়েছে বৈজ্ঞানিক কারণ। বিজ্ঞান বলছে, এইভাবে পায়ে আঙট পরলে মহিলাদের ঋতুস্রাব হয় স্বাভাবিক। এছাড়া, পায়ের আঙুলের একটি স্নায়ু সোজা যুক্ত হয়ে গিয়েছে হৃদযন্ত্র ও ডিম্বাশয়ে।
ভেবে দেখুন, বড়রা সবসময় বলেন, মশলাদার খাবার আগে খেয়ে নিতে। আর খাবার পরে মিষ্টি মুখ। সেভাবেই সবাই ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত। এর কারণ হল, মশলা আমাদের পরিপাক ক্রিয়া শুরু করতে সাহায্য করে, তেমনই মিষ্টি সেই প্রক্রিয়া শেষ করতে সাহায্য করে।
এগুলো গেল কয়েকটি নিয়ম। এরকমই সব রীতির পিছনেই কোনও না কোনও কারণ রয়েছে।
No comments:
Post a Comment