How many fees to sing item? Never again 'Chikni Chameli' and 'Tinku Zia', Bollywood's musical songs or item songs but demanded spectators. Mallika Arora Khan or Gauhar Khan, now with the item song in the item number, Kareena Kapoor Khan and Katrina Kaifera first-time actresses. But, do you know, how much did Bollywood actresses pay for one item song? Malaika demanded one item item or one crore fee for one song. Whether it is 'Munni Badnam' or 'Anarkali Disco' by Dabang. Sonakshi Sinha's demand for item song alongside the act is 6 crore. Sunny Leone, popularly known as 'Baby Doll', demanded 30 million rubles for her item song. Priyanka or '6 crore' for 'Rallya' in 'Ramilya'. Kareena Kapoor Khan took Tk 50 million for item song. His 'Fehlik' and 'Mera Naam Mary' are one of the most popular item songs in Bollywood. 'Shila Ki Jawaani' and 'Chikni Chameli', Katrina Kaif, demanded 3.5 million rupees for one item song. আইটেম গানে কার কত পারিশ্রমিক?
কখনও ‘চিকনি চামেলি’ আবার কখনও ‘টিঙ্কু জিয়া’, বলিউডের মশলাদার গান কিংবা আইটেম গানে চাহিদা কিন্তু দর্শকদের বেশ তুঙ্গে। মালাইকা অারোরা খান কিংবা গওহর খানদের সঙ্গে এখন সিনেমার আইটেম গানে দেখা যাচ্ছে কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফদের মত প্রথম সারির অভিনেত্রীদের। কিন্তু, জানেন কি, এক একটি আইটেম গানের জন্য বলিউড অভিনেত্রীরা কত করে পারিশ্রমিক নেন?
এক একটি আইটেম গানের জন্য মালাইকা নাকি এক কোটি করে পারিশ্রমিক দাবি করেন। সে দাবাং-এর ‘মুন্নি বদনাম’ হোক কিংবা ‘আনারকলি ডিস্কো চলি’ হোক।
অভিনয়ের পাশাপাশি আইটেম গানের জন্য সোনাক্ষী সিনহার দাবি ৬ কোটি করে।
‘বেবি ডল’-খ্যাত সানি লিওন তাঁর আইটেম গানের জন্য ৩ কোটি করে পারিশ্রমিক দাবি করেন।
‘রামলীলা’-য় ‘গালিও কি রাসলীলা’-র জন্য প্রিয়াঙ্কা নাকি ৬ কোটি করে নিয়েছিলেন।
কারিনা কাপুর খান আইটেম গানের জন্য নেন ৫ কোটি করে। তাঁর ‘ফেভিকল’ এবং ‘মেরা নাম মেরি’ বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম গান।
‘শিলা কি জওয়ানি’ এবং ‘চিকনি চামেলি’খ্যাত ক্যাটরিনা কাইফ এক একটি আইটেম গানের জন্য ৩.৫ কোটি করে পারিশ্রমিক দাবি করেন।
No comments:
Post a Comment