Tuesday, December 12, 2017

সন্তানোর জন্মানোর কতদিন বাদে আবার সেক্স করতে পারবেন? How long can the sex to be able to sex again?

Doctors do not allow sex after childbirth. Especially for the first time the mothers who are born child need to be very aware of this. Normal delivery requires several weeks break.

Because, the tissue of the genital tract becomes scattered during childbirth. The child's hands and feet are cut into the nails. It takes time to repair that wound. On the other hand, when the delivery of the caesarean system, the stomach does not want to heal. It is also necessary to wait.

Like gynecologist, it should not be sex at least 6 weeks after delivery. During this time, there was a huge change in the hormone emission of mother's body. Body is not made for sex. But after 6 weeks the body started to go back to the previous place. Genital and abdominal wounds have been wound up.

Before sex and delivery, sex life seems to be very pleasing, because the condition of the condition of the mother is not on anyone's head. But after the baby is born, the man has to be careful about something.

Sex can be done after 6 weeks. Even if there is no complexity during delivery. If you do not have to wait more than 3 months.
The first few weeks of starting should not be sex every day. 1-2 week is enough. Keep in mind that, even when the lesions of the genital area and the stomach wounds are cleared, it is necessary to give time to fertilize the uterus.
One more important to say, take regular supplements below to stay fit for sex in married life.

Eggs, Milk, Honey, Lizards, Joyfal, Garlic, Chinese Nuts.


সন্তান প্রসবের পর পর সেক্স করার অনুমতি দেন না চিকিৎসকরা। বিশেষ করে প্রথমবার সন্তান জন্ম দেওয়া মায়েদের এ ব্যাপারে অনেকবেশি সচেতন থাকা প্রয়োজন। নর্মাল ডেলিভারি হলে, বেশ কয়েকটা সপ্তাহ বিরতি প্রয়োজন।

কেননা, সন্তান প্রসবের সময় যৌনাঙ্গের নালীর টিশু ছিন্নভিন্ন হয়ে যায়।  সন্তানের হাতে-পায়ের নখে কেটেও যায়। সেই ক্ষত সারতে সময় লাগে। অন্যদিকে সিজ়েরিয়ান পদ্ধতিতে প্রসব হলে, তলপেটের ক্ষত সারতে চায় না। সেক্ষেত্রেও অপেক্ষা করা দরকার।

স্ত্রীরোগবিশেষজ্ঞদের মত, সন্তান প্রসবের পর অন্ততপক্ষে ৬ সপ্তাহ সেক্স করা উচিত না। এসময় মায়ের শরীরে হরমোন নিঃসরণে বিপুল পরিবর্তন আসে। শরীর সেক্সের জন্য তৈরি হয় না। কিন্তু ৬ সপ্তাহ পর থেকে শরীর আবার আগের জায়গায় ফিরে যেতে শুরু করে। যৌনাঙ্গ ও তলপেটের ক্ষত সারতে থাকে।

সন্তানধারণ ও প্রসবের আগে সেক্স লাইফ অনেকবেশি আনন্দদায়ক মনে হয়, কারণ তখন মায়ের শারীরিক অবস্থার কথা কারোর মাথাতেই থাকে না। কিন্তু সন্তান জন্মানোর পর, পুরুষকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।

সেক্স করা যাবে ৬ সপ্তাহ পর থেকেই। তাও যদি প্রসবের সময় কোনও ধরনের জটিলতা না থাকে। না হলে অপেক্ষা করতে হবে আরও ৩ মাস।
শুরুর প্রথম কয়েক সপ্তাহ প্রতিদিন সেক্স করা উচিত নয়। সপ্তাহে ১-২বারই যথেষ্ট। মনে রাখবেন, যৌনাঙ্গের নালী ও তলপেটের ক্ষত সেরে গেলেও, জরায়ুর ক্ষত সারতে সময় দেওয়া প্রয়োজন।
আরও একটা কথা বলা জরুরি, বিবাহিত জীবনে যৌনতায় সব সময় ফিট থাকতে নিচের খাদ্যগুলি নিয়মিত গ্রহণ করুন।

ডিম, দুধ, মধু, কলিজা, জয়ফল, রসুন, চিনা বাদাম।

No comments:

Post a Comment