Wednesday, December 13, 2017

সঙ্গমের সময় মহিলাদের ব্যথা লাগে কেন, পড়ুন ৮টি কারণ Why do women suffer during sexual intercourse, read 8 reasons

During the first time there is a normal physical cause for women's pain. But in many cases it is seen that after several years of marriage, after sexual intercourse women suffer pain. Professor MD Rakyel Dardik of New York University reports that, but this is a matter of great concern. But why women get pain in intimate moments after intercourse, read 8 reasons.

1. Sometimes women feel pain for sex positions, as is the experts. In most cases, men are hit by a soft, sensitive area like an inexperienced person, then pain is normal! But if there is pain in a specific sex position, try another position. While touching the women's privacy, men are advised to be extra alert for the specialist.

2. One of the main reasons for 'sexual pains' is lack of lubrication. Likewise, sexual desire of sexual intercourse women became lubricated or slippery. But suppose a woman is thinking of something else at the time of reconciliation, then she may lack laziness in her special organs. Doctors do not think of all these rhetoric, whether it will be fun to wake up in the morning or to see whether there will be auspicious time. And if you do that, then use water based lubricants during reconciliation.

3. However, 'Vaginal Dryness' or vaginal dryness is a complex disease. Professor MD Laurie Strecher of Northwestern University says that few women are born with such abnormalities.

4. Women can feel pain during reconstruction from East Infection. This can be the infection of perfume soap, alcohol-induced dow. At the beginning of the vagina, the itching, later pain and irritation. If you find this, experts say to go to the doctor immediately. Do not eat any medicine yourself.

5. Many women feel that irritation and pain in the vagina is not only so much, but many people also have a fever. During the union they felt pain in the abdomen. Experts say that such women are not sexually active either. They have less sexual desires. In this case psychology can be consulted if necessary.

6. Sometimes, there are some physical problems in the women's vagina. Vaginismus-like muscles that need to be flexible during sexual intercourse, do not behave as normal. Those who have had a major physical or psychological injury in their childhood, the disease is seen among them. If so, then a Gynecologist must show.

7. Those women with abnormal pain during periods may suffer from an unusual abnormality called Endometriosis. During sexual intercourse, they have 'Chronic Pen' in their vaginal muscles. Pelvic inflammatory can occur if there is a continuous pain. In this case, irritation of women is unusual.

8. Although ovaries can cause pain during mating, says experts. However, women do not understand many times, though the women. Ultrasound testing will be done to be cautious in advance. Women can experience excessive pain even when the UTI hits intimate moments. Those who have any infections in bladder, they should be extra careful during intercourse.

However, Gynecologists are saying a word repeatedly, that keeping many health warnings very easy, many diseases and diseases can be kept away. After reconciliation, urination should be removed in a clean toilet. Keeps the vagina in place. Will wear clean linen. If there is any problem, it should not be hidden to the partner. Speaking of the face will be a problem. Medical Parsharsh needs to be taken in need.


প্রথমবার মিলনের সময় মহিলাদের ব্যথা লাগার পিছনে স্বাভাবিক শারীরিক কারণ রয়েছে। কিন্তু অনেকক্ষেত্রে দেখা যায়, বিবাহ পরবর্তী জীবনে বেশ কয়েকবার মিলনের পরেও সঙ্গমের সময় মহিলাদের ব্যথা লাগে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমডি রাকুয়েল ডার্ডিক জানাচ্ছেন, এমনটা হলে কিন্তু বেশ চিন্তার বিষয়। কিন্তু কেন একাধিকবার মিলনের পরও অন্তরঙ্গ মুহূর্তে ব্যথা পান মহিলারা, পড়ুন ৮টি কারণ।

১. অনেক সময় সেক্স পজিশনের জন্য মহিলাদের ব্যথা লাগে, এমনটাই মত বিশেষজ্ঞদের। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা আনাড়িদের মতো মহিলার নরম, স্পর্শকাতর অংশে আঘাত করে বসেন, তখন ব্যথা লাগাটাই স্বাভাবিক! তবে কোনও একটি নির্দিষ্ট সেক্স পজিশনে ব্যথা লাগলে, অন্য পজিশন ট্রাই করুন। মহিলাদের গোপনাঙ্গ স্পর্শ করার সময় পুরুষদের অতিরিক্ত সতর্ক থাকার পরমার্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

২. ‘সেক্সুয়াল পেন’-এর অন্যতম প্রধান কারণ লুব্রিকেশনের অভাব। এমনিতে যৌন মিলনের ইচ্ছে জাগলে মহিলাদের গোপনাঙ্গ লুব্রিকেট বা পিচ্ছিল হয়ে ওঠে। কিন্তু ধরা যাক কোনও মহিলা মিলনের সময় অন্য কিছু ভাবছেন, সেক্ষেত্রে তাঁর বিশেষ অঙ্গে পিচ্ছিলতার অভাব দেখা দিতেই পারে। ডাক্তাররা বলছেন, ঘনিষ্ঠ মুহূর্তে সকালে উঠে কত বাসন মাজতে হবে বা কাজের মাসি কাল আসবে কি না, এই সব হাবিজাবি কথা ভাববেন না একদম! আর যদি এমনটাই করেন, তাহলে মিলনের সময় ওয়াটার বেসড লুব্রিকেন্ট ব্যবহার করুন।

৩. তবে ‘ভ্যাজাইনাল ড্রাইনেস’ বা যোনিতে শুষ্কভাব কিন্তু একটি জটিল অসুখ। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক এমডি লরি স্ট্রেচার বলছেন, খুব কম সংখ্যক হলেও কিছু মহিলা এমন অস্বাভাবিকত্ব নিয়ে জন্মান।

৪. ইস্ট ইনফেকশন থেকেও মিলনের সময় ব্যথা অনুভব করতে পারেন মহিলারা। সুগন্ধীযুক্ত সাবান, অ্যালকোহল যুক্ত ডিও থেকে এই জাতীয় সংক্রমণ হতে পারে। প্রথমে যোনির বাইরের অংশে চুলকানি, পরে ব্যথা ও জ্বালা করে। এমনটা টের পেলে অবিলম্বে ডাক্তারের কাছে যেতে বলছেন বিশেষজ্ঞরা। নিজে থেকে কখনই কোনও ওষুধ খাবেন না যেন।

৫. অনেক মহিলা মিলনের সময় যোনিতে শুধু যে জ্বালা ও ব্যথা অনুভব করেন তাই নয়, অনেকের নাকি জ্বর এসে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়। মিলনের সময় তাঁরা তলপেটে ব্যথা অনুভব করেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মহিলারা সেক্সুয়ালি খুব একটা অ্যাক্টিভ নন। তাঁদের মনে যৌনাকাঙ্খা কম। এক্ষেত্রে প্রয়োজনে মনোবিদের পরামর্শ নেওয়া যেতে পারে।

৬. অনেক সময় মহিলাদের যোনিতে শারীরিক কিছু সমস্যা দেখা যায়। Vaginismus-এর মতো রোগে যে পেশীগুলি সঙ্গমের সময় নমনীয় হওয়ার দরকার, সেগুলি স্বাভাবিক আচরণ করে না। ছোটবেলায় যাঁরা কোনও বড় শারীরিক বা মানসিক আঘাত পেয়েছেন, তাঁদের মধ্যে এই রোগের আধিক্য দেখা যায়। এমনটা হলে অবশ্যই এক স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে।

৭. পিরিয়ডসের সময় যাঁদের অস্বাভাবিক ব্যথা হয়, সেই সব মহিলা Endometriosis নামে এক ধরনের অস্বাভাবিকত্বে ভুগতে পারেন। সঙ্গমের সময় তাঁদের যোনির পেশিতে ‘ক্রনিক পেন’ হয়। একটানা ব্যথা হতে থাকলে Pelvic inflammatory-ও হতে পারে। এক্ষেত্রে মহিলাদের গোপনাঙ্গে অস্বাভাবিক জ্বালা করে।

৮. ওভারিতে সিস্ট হলেও সঙ্গমের সময় ব্যথা লাগতে পারে, বলছেন বিশেষজ্ঞরা। তবে সিস্ট থাকলেও মহিলারা অনেক সময় বুঝতে পারেন না। আগেভাগেই সতর্ক হতে আল্ট্রাসাউন্ড পরীক্ষা করাতে হবে। অন্তরঙ্গ মুহূর্তে UTI-তে আঘাত লাগলেও মহিলারা অত্যাধিক ব্যথা অনুভব করতে পারেন। যাঁদের ব্লাডারে কোনও ইনফেকশন রয়েছে, তাঁরা যেন মিলনের সময় অতিরিক্ত সতর্ক থাকেন।

তবে স্ত্রীরোগ বিশেষজ্ঞরা একটা কথা বারবারই বলছেন, যে খুব সহজ কয়েকটি স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা মেনে চললে অনেক রোগ-ব্যাধিই দূরে সরিয়ে রাখা যায়। মিলনের পর পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগারে মূত্রত্যাগ করতে হবে। সাফসুতরো রাখতে হবে যোনিকে। পরিষ্কার অন্তর্বাস পরতে হবে। আর কোনও সমস্যা হলে সঙ্গীর কাছে সেটা লুকিয়ে রাখা চলবে না। মুখ ফুটে সমস্যার কথা বলতে হবে। প্রয়োজনে নিতে হবে মেডিক্যাল পরমার্শ।

No comments:

Post a Comment