Jaya Ahsan is the only actress of Bangladesh, it will be wrong now. Because the actress has already crossed the limits of the country, the audience of the Opposition also has conquered itself.
Jaya is not busy as much as she is more busy with Dhaka's film than Tollygunge's work. Calcutta's news media also saw its mettle.
He is busy shooting for the shooting. However, he took a little bit of fun in the gap.
Yesterday, he made a small video on his Facebook account, where he found that he was standing right and left in one place. The video was written in Caption, 'Fun whistle shooting'
Watch the video here:
In 2015, Animas Aich took the National Film Award in the movie 'Zero Degree', in her own zodiac. Bangladeshi or Indian Bengalis call him Jaya Ahsan, but the name given by the parents is Jaya Masud.
জয়া আহসানকে শুধু বাংলাদেশের অভিনেত্রী বললে এখন ভুলই হবে। কারণ দেশের সীমা পার হয়ে এই অভিনেত্রী এরই মধ্যে জয় করে নিয়েছেন ওপার বাংলার দর্শকের মনও।
জয়া এখন যতটা না ব্যস্ত থাকেন ঢাকার ফিল্ম নিয়ে তারচেয়েও বেশি ব্যস্ত থাকেন টালিগঞ্জের কাজ নিয়ে। কলকাতার সংবাদ মাধ্যমগুলোতেও তার উপিস্থিতি চোখে পড়ার মতো।
শুটিং নিয়েই ব্যস্ত থাকেন তিনি। তবে এর ফাঁকে ফাঁকে তিনি কিছুটা মজাও করে নেন।
গতকাল তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ক্ষুদ্র ভিডিও অাপ করেছেন, যেখানে দেখা যায়, তিনি এক জায়গায় দাঁড়িয়ে ডানে-বাঁয়ে দুলছেন। ভিডিও আপ করে ক্যাপশনে লিখেছেন, ‘ফান হোয়াইল শুটিং’।
ভিডিওটি ডেখুন এখানে:
২০১৫ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে নিয়েছেন নিজের ঝাঁপিতে। বাংলাদেশি কিংবা ভারতীয় বাঙালিরা তাকে জয়া আহসান নামে চিনলেও, বাবা মা কর্তৃক প্রদেয় তার নাম হচ্ছে জয়া মাসউদ।
No comments:
Post a Comment