After two flowers came near, the heroine became pregnant that day. Now Bollywood is enough adult. As the heroine does not hesitate in the stirring scene in the bed, the director is also saying that love does not mean anything without the extreme intimation nowadays. They believe that at least the business of the photo can be kept right. We will discuss some of these deadly hot sex in the last two years.
1. Ragini MMS 2: Sunny Leone. There is no end to controversy about him from the pornstar to the heroine. Nanda Mandanda was also heard due to lack of acting in the first film 'Jism 2'. However, he gradually got out of control. In the next film 'Ragini MMS 2', acting and sex scenes trembled in two things. Especially in sex appeal scenes, he played perfectly. Sexual harassment as per his needs in Habbah is severely apparent.
2. BA Pass: All the important stories of this film around him are Shilpa Shukla. The visitors were turned hostile to see his great bold scenes in Ajay Bahle directed 'Bepas'. Earlier, Shilpa was not very familiar, but praised by working on 'Chak De India'. But no one imagined that he would sit with such a courageous step. In the film, she is one of the most sexually active women in education. He has sex with other men by attracting different men to his attractive personality. He returns to those men in return. In exchange with the male sex worker, he says.
3. Hate Story: A couple of years ago, 'Hate Story'. More than one brave picture has been in Bollywood. But in this movie, one of the Paoli prices, one of the bold scenes, a brave spectacle will surprise everyone today. This is the first work of Paoli in Bollywood. There he became a barbat in screenplay drama and incidentally. And then everyone was fascinated by the beauty of his body. Everyone falls into the trap. But that's the direction. But before the Paoli, a girl from Bollywood did not show any courage, she turned out to be the Bengali and gave her the amazing courage. In many scenes, he can be seen in sexual intercourse, even in a scene, the total back opens and appears on the screen.
4. Shout Out at Wadala: Everyone remembers Kangna Ranawat and John Abraham's intimate scenes in this film. Before that Kangana Revealing showed the ease of clothing and acting skills, but many of them did not know the habit of acting in this flamboyant sex scene. In a scene, John Abraham bent his lips, which many people see as a sexual appeal. The actor became so soft-headed Together with the beauty of a beautiful girl like Kangana, everyone very differently.
5.Darty Picture: The controversial scene was not about the film. It is not possible that the actress Silk Smitha's biopic will not be there. The Indian censor board makes a lot of objection to several scenes with Naseeruddin. The version is shown Both the positive and negative criticism continues to raise rise.
দুটো ফুল কাছাকাছি আসার পরই নায়িকা সন্তানসম্ভবা হয়ে পড়ল সেদিন চলে গিয়েছে৷ এখন বলিউড যথেষ্ট সাবালক৷ বিছানায় আলোড়ন তোলা দৃশ্যে নায়িকারাও যেমন ইতস্তত করেন না, তেমন পরিচালকও প্রেম মানেই আজকাল চরম ঘনিষ্ঠতা ছাড়া কথাই বলছেন না৷ এতে অন্তত ছবির ব্যবসায়িক দিকটা ঠিক রাখা যায় বলে মনে করছেন তাঁরা৷আমরা আপাতত গত দু বছরের মধ্যে এরকমই কয়েকটা মারাত্মক হট যৌনদৃশ্য নিয়ে আলোচনা করব৷
১৷ রাগিণী এমএমএস ২: সানি লিওন৷ পর্নস্টার থেকে নায়িকা হওয়া ইস্তক তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই৷ প্রথম ছবি ‘জিসম ২’তে যথেষ্ট পরিমাণে খোলামেলা হওয়া সত্ত্বেও অভিনয় না জানার কারণে নিন্দামন্দও শুনতে হয়েছিল৷ তবে ক্রমশ তিনি সে দোষ কাটিয়ে উঠেছেন৷ পরের ছবি ‘রাগিণী এমএমএস ২’ ছবিতে অভিনয় ও যৌনদৃশ্য দুটো ব্যাপারেই কাঁপিয়ে দিলেন৷ বিশেষ করে যৌন আবেদনমূলক দৃশ্যগুলিতে তিনি তো একেবারে যথাযথ অভিনয় করলেন৷ তাঁর হাবেভাবে প্রয়োজন অনুসারে যৌন কাতরতা মারাত্মকভাবে স্পষ্ট হল৷
২৷ বিএ পাস: এই ছবির যাবতীয় গুরুত্বপূর্ণ কাহিনি যাঁকে ঘিরে তিনি হচ্ছেন শিল্পা শুক্লা৷ অজয় বহেল পরিচালিত ‘বিএপাস’ ছবিতে তাঁর দারুণ সাহসী যৌনদৃশ্য দেখার জন্য দর্শকরা হলমুখী হয়েছিলেন৷ এর আগে শিল্পা খুব বেশি পরিচিত না হলেও ‘চক দে ইন্ডিয়া’ তে কাজ করে প্রশংসা পেয়েছিলেন৷ কিন্তু তারপরই যে এরকম একটা সাহসী পদক্ষেপ তিনি নিয়ে বসবেন তা অবশ্য কেউ কল্পনা করেনি৷ ছবিতে তিনি শিক্ষিকার বেশে এক চরম যৌন আকাঘ্ক্ষাপ্রবণ নারী৷ বিভিন্ন পুরুষকে সে তাঁর আকর্ষণীয় ব্যক্তিত্ববলে কাছে টেনে তার সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হয়৷বিনিময়ে সেই পুরুষদের টাকা মেটায় সে৷অর্থাৎ পুরুষ যৌনকর্মীর সঙ্গে সঙ্গম করে সে৷
৩৷ হেট স্টোরি: বছর দুয়েক আগের ছবি ‘হেট স্টোরি’৷ এর মধ্যে একাধিক সাহসী ছবি বলিউডে হয়ে গিয়েছে৷ কিন্তু এই ছবিতে পাওলি দামের এক সে বড় কর এক সাহসী দৃশ্য সকলকে আজও চমকে দেয়৷ এটি বলিউডে পাওলির প্রথম কাজ৷ সেখানেই তিনি চিত্রনাট্যের নাটকীয়তায় ও ঘটনাচক্রে এক বারবণিতা হয়ে যান৷ এবং তারপর সবাইকে নিজের শরীরী মহিমায় মুগ্ধ করতে থাকেন৷ সবাই সেই ফাঁদে পা দেয়৷ কিন্তু সে পা দিক৷ কিন্তু পাওলির আগে বলিউডেরই কোনও মেয়ে যে সাহস দেখায়নি তিনি বাঙালি হয়ে সেই অসাধারণ সাহসিকতার পরিচয়টা দিয়েই ফেললেন৷ অনেকগুলি দৃশ্যে তাঁকে যৌন সঙ্গমে তো দেখা যায়ই, তাছাড়াও একটি দৃশ্যে টোটাল ব্যাক ওপেন হয়ে পর্দায় হাজির হন৷
৪৷শুটআউট অ্যাট ওয়াডলা: এই ছবিতে কঙ্গনা রানাওয়াত ও জন আব্রাহামের অন্তরঙ্গ দৃশ্যের কথা সবাই মনে রেখেছেন৷এর আগে কঙ্গনা রিভিলিং পোশাক এবং অভিনয় দক্ষতায় স্বাচ্ছন্দ্য দেখালেও তাঁর এই সাবলীল যৌনদৃশ্যে অভিনয়ের অভ্যেসটা অনেকেই জানতেন না৷এখানে একটি দৃশ্যে জন আব্রাহাম তাঁর ঠোঁট কামড়ে ধরেন, যা দেখে অনেকেই বেশ যৌন আবেদনে কাতর হয়ে উঠেছিলেন৷আর জনের মতো সুঠাম চেহারা অভিনেতার সঙ্গে কঙ্গনার মতো সুন্দরী মেয়ের শয্যাদৃশ্য সকলেই বেশ উপভােগ করেছিলেন৷
৫৷ডার্টি পিকচার: ছবিটির বিষয়েই বিতর্কিত দৃশ্যের শেষ ছিল না৷দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার বায়োপিকে যৌনতা থাকবে না তা তো সম্ভব নয়৷ছবিতে নাসিরুদ্দিনের সঙ্গে বিদ্যার বেশ কিছু দৃশ্য নিয়ে ভারতীয় সেন্সর বোর্ড প্রচুর আপত্তি তোলে৷তারপর সেটির ওপর কাঁচিও চলে৷টিভিতে রাত ১১টার মধ্যে শো টাইমে সেন্সরড ভার্সান এবং রাত ১১টার পর আনসেন্সরড ভার্সানটি দেখানো হয়৷আর বিদ্যার সাহস নিয়ে তো ভালো মন্দ দুধরনের সমালোচনাই চলতে থাকে৷
No comments:
Post a Comment