Sunday, November 26, 2017

সেলফি তোলায় বরুণ ধাওয়ানকে জরিমানা Varun Dhawan fined for sealing



ভারতের মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় হঠাৎ থমকে গিয়েছিল গাড়ি। বলিউড অভিনেতা বরুণ ধাওয়নকে পাশের গাড়িতে দেখতে পেয়ে একটু উৎসাহী হয়ে পড়েছিলেন পাশে দাঁড়ানো অটোর তরুণী যাত্রী।

তার অনুরোধেই সেলফি তোলেন বরুন। আর এই সেলফি তোলার জেরেই বিপাকে পড়তে হয় তাকে।
যানজটের মধ্যে যেভাবে তারা গাড়ির এবং অটোর জানলা দিয়ে মুখ বাড়িয়ে সেলফি তোলেন সেটা অত্যন্ত বিপজ্জন বলে দাবি করেছে মুম্বাই পুলিশ। সেলফি তোলার পরেই সেই ছবি পোস্ট করে মুম্বাই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে টুইট করে বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড সিনেমার পর্দায় মানায়। বাস্তবে তা অত্যন্ত বিপজ্জক। এরকম একজন ইউথ আইকন যদি এরকম দায়িত্বজ্ঞানহীন কাজ করে থাকেন তাহলে দেশের যুবরা তো বেপরোয়া হবেই।  

অভিনেতার এমন বেপরোয়া সেলফি তোলার জন্য মুম্বাই পুলিস তাকে জরিমানাও করেছে। ভবিষ্যতে এধরনের কর্মকাণ্ড রাস্তায় করতে দেখলে আরও বড় শাস্তি হবে বলে সতর্ক করা হয়েছে অভিনেতাকে।  

বরুণ অবশ্য মুম্বাই ট্রাফিক পুলিশের এই সতর্কতাকে বিনয়ের সঙ্গে মেনে নিয়েছেন।

টুইট করে বলেছেন, নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে চলন্ত গাড়িতে ছবি তোলা হয়নি। যখন সেলফি তোলা হয়েছিল তখন আমার গাড়ি এবং পাশের অটো দাঁড়িয়ে ছিল। তবু এধরনের কাজ যাতে আর না হয় তার খেয়াল রাখবেন বলে জানিয়েছেন অভিনেতা। ‌


Cars in the busy road of Mumbai in India suddenly stopped Bollywood actor Varun Dhawan was a little enthusiastic to see him in the nearby car, and the passenger of the auto pass stood by.

At her request, Salafa took Varuna. And this self-evacuation needs to be overcome only when he is in danger.
Mumbai police claim that it is very dangerous in the traffic jam, as they raise their faces by car and auto windows. After filing a photo, after filing the picture, tweeted on behalf of Mumbai Traffic Police, that such activities conform to the movie screen. In reality, it is very dangerous. If such a Youth Icon is such an irresponsible thing then the country's youth will be desperate.

The Mumbai Police also fined him for taking such a reckless selfie for the actor. The actor has been warned that there will be a greater punishment if such activities are seen in the street in the future.

Varun, however, accepted this caution by Mumbai traffic police.

Tweeted, I apologize for my work. But the car was not taken in the moving car. When the selfie was lifted my car and side auto stood. The actress, however, said that she would be careful not to do any such work again. '

No comments:

Post a Comment