The British Sensor Board's certification will be released in UK on December 1, 'Padmavati'. However, the film has been underestimated in India.
In the meantime, the hot pictures of 'Padmavati' are in front of Deepika Padukone's Swim Costume's 'Hot Avatar' has already spread like wildfire in the social media on the cover of Filmfare Magazine.
In India, when he is going to burn alive, there are threats like a head cut, Deepika, in Sri Lanka. The Bollywood star in the sea beach of Lanka Parare for the Filmfare Awards Nothing happened!
The administration has guarded all its security for its safety. After the threat of killing, all the worried Bollywood. But Deepika is Deepika. Deepika Padukone played the lead role in Sanjayleela Banshali's Padmavati. In the film, Alauddin Khilji is seen as the release of the film 'Intimacy' and 'Shot' by the Rani Padmans, originally stuck on these two allegations.
Although the picture makers have spoken about freedom of speech. In the counter-regime BJP says, 'Freedom of speech is not distorting history'.
ব্রিটিশ সেন্সর বোর্ডের সার্টিফিকেশনে ব্রিটেনে ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'পদ্মাবতী'। অথচ ভারতে ছবিটি অঘোষিতভাবে নিষিদ্ধই হয়ে গেছে।
এর মধ্যেই সামনে এল 'পদ্মাবতী'র হট ছবি। ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে দীপিকা পাড়ুকোনের সুইম কস্টিউমের 'হট অবতার' ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে।
ভারতে যখন তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া, মাথা কেটে নেওয়ার মত হুমকি আসছে, দীপিকা তখন শ্রীলঙ্কায়। ফিল্মফেয়ারের জন্য লঙ্কা পারের সমুদ্র সৈকতে বেশ খোলামেলা বলিউডের এই তারকা। যেন কিছুই হয়নি!
তার নিরাপত্তার জন্য সর্বসময়ের রক্ষী রেখেছে প্রশাসন। প্রাণনাশের হুমকি পাওয়ার পর চিন্তিত গোটা বলিউড। তবে দীপিকা আছেন দীপিকাতেই। সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবতী' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমায় খলনায়ক আলাউদ্দিন খিলজির সঙ্গে রানি পদ্মাবতীর 'অন্তরঙ্গতা' এবং রাজপুতদের 'খাটো' করে দেখানো, মূলত এই দুই অভিযোগেই আটকে দেওয়া হয়েছে ছবির মুক্তি বলে শোনা যাচ্ছে।
যদিও ছবির কুশীলবরা সরব হয়েছেন বাক্ স্বাধীনতার বিষয়ে। পাল্টা শাসানিতে বিজেপির তরফে বলা হচ্ছে, 'বাক স্বাধীনতা মানে ইতিহাসের বিকৃত করা নয়'।
No comments:
Post a Comment