Sunday, November 26, 2017

মাহিরাকে পাকিস্তান থেকে বের করে দেয়ার হুমকি Threats to oust Mahira from Pakistan


Pakistani actress Mahira Khan's 'Varna' was released recently. The film, directed by 'Bolle', is directed by Shoaib Mansour, the son of the governor's son as a rapist.

The Pakistan Sensor Board had ordered the cut.
Tablana's release on the film's release for quite some time. Finally, the film was released on November 17. Mahira is now in Dubai in the promotion of the film. After the release of the film, a tweet by the censor board criticized Mahira After tweeting, Mahira was threatened to leave the country.

On Twitter, Mahira released photos of Varna's Declaration. Written in it, the photo (insane) everything is imaginary. Legendary reason, it is hateful to be real and it can not be said or shown.

The jokes shown in the picture are compared to what is happening in countries like us.
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের 'ভারনা' ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। 'বোল' খ্যাত নির্মাতা শোয়েব মুনসুর পরিচালিত এই ছবিতে দেশটির রাজ্যপালের ছেলেকে ধর্ষক হিসেবে দেখানো হয়েছে।

এই বিষয়েই কাটছাঁটের নির্দেশ দিয়েছিল পাকিস্তান সেন্সর বোর্ড।
বেশ কিছুদিন ছবিটির মুক্তি নিয়ে টালবাহানা চলে। অবশেষে ১৭ নভেম্বর ছবিটি মুক্তি দেয়া হয়। ছবির প্রচারে মাহিরা এখন দুবাইয়ে অবস্থান করছেন। ছবির মুক্তির পর সেন্সর বোর্ডের সমালোচনা করে একটি টুইট করেন মাহিরা। এ টুইটের পর মাহিরাকে দেশ ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে।

টুইটারে মাহিরা 'ভারনা'র ঘোষণাপত্রের ছবি প্রকাশ করেন। তাতে লেখা, ছবির (ভারনা) সবকিছু কাল্পনিক। কাল্পনিক কারণ, বাস্তব এর থেকেও ঘৃণ্য এবং তা বলা কিংবা দেখানো সম্ভব নয়।

আমাদের মতো দেশগুলোতে যা ঘটছে তার তুলনায় ছবিতে দেখানো বিষয়গুলো কৌতুক।

No comments:

Post a Comment