Thursday, November 30, 2017

Tension in the area surrounding the snake সাপটি ঘিরে এলাকায় উত্তেজনা

There was a ruckus surrounding the reclamation of a full-grown serpent snake in Chukan Bit area of ​​Bishnupur Range of Bankura, India. According to local sources, some youths were traveling on the road at the Shialakoda village on the banks of the Bishnupur-Tarakeshwar Nirman Rail line in the Chukan Bit area of ​​Bishnupur range.

At that time they saw a huge snake and started screaming screaming. People from the area came out after the incident. Later, they seized the huge snake and reported it to the forest.


Local residents and eyewitnesses said, seeing the huge snake, we used to guess. So we did not delay the report.
According to the sources in the country, the rescued ocean is about 20-25 feet in length. Weighing approximately twenty kilograms. After the initial treatment, the ocean will be released in the jungle of Bishnupur.


ভারতের বাঁকুড়ার বিষ্ণুপুর রেঞ্জের চৌকান বিট এলাকায় একটি পূর্ণ বয়স্ক অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণুপুর রেঞ্জের চৌকান বিট এলাকার বিষ্ণুপুর-তারকেশ্বর নির্মীয়মাণ রেল লাইনের ধারে গতকাল দুপুরে শিয়ালকোঁদা গ্রামে কয়েকজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল।

সেই সময় বিশালাকার একটি সাপ দেখে তারা ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। এ ঘটনার পর ছুটে আসেন এলাকার মানুষজন। পরে তারা ঐ বিশালাকার সাপটিকে আটক করে বনদফতরে খবর দেন।


স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিশালাকার ঐ সাপটি দেখেই অজগর বলে অনুমান করেছিলাম। তাই দেরি না করে আমরা বনদফতরে খবর দিই। 
দেশটির বনদফতর সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ২০-২৫ ফুট। ওজন আনুমানিক প্রায় বিশ কেজির মতো। প্রাথমিক চিকিৎসার পর অজগরটিকে বিষ্ণুপুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।  

No comments:

Post a Comment