Sunday, November 26, 2017

রাতে যা করলে মা হওয়ার ক্ষমতা হারাবেন মেয়েরা Girls will lose their ability to do the night


Do you want to be a mother? However, leave the habit of watching movies or book reading at night. One study found that, if the light was repeated in the night, girls could lose fertility hormones or the ability of the baby to lose.

Professor Russell J Reetter, a professor of cellular biology at the University of Texas's San Antonio Health Science Center, said: "Darkness is essential for the growth of women's reproductive capacity, especially in the development of embryos." The Finnish pineal gland emits a kind of hormone called melatonin. And in the dark this gland is more effective.

Reetter said, "An antioxidant rich melatonin is a very strong hormone. When women are in the production of ovaries, this hormone protects against the destruction of the egg.

It has also been found in the study, those who want to have children need to spend at least eight hours in the dark.


Researchers said, it is important to remain in the dark for hormonal emission. But there is no relation between sleeping. Reuters said that dark is the most necessary to create melatinin.

আপনি কি মা হতে চান? তবে, রাত জেগে সিনেমা দেখা বা বই পড়ার অভ্যাস আজই ত্যাগ করুন৷ এক গবেষণায় দেখা গিয়েছে, রাতে বারবার আলো জ্বালানো হলে মেয়েদের ফার্টিলিটি হরমোন বা সন্তান ধারণের ক্ষমতা কমে যায়৷

স্যান অ্যান্টোনিওর স্বাস্থ্য বিজ্ঞান কেন্দ্রের ইউনিভার্সিটি অফ টেক্সাসের সেলুলার বায়োলজির অধ্যাপক রাসেল জে রেইটার জানিয়েছেন, ‘মেয়েদের শরীরের প্রজনন ক্ষমতার অনুকূল পরিবেশ তৈরিতে, বিশেষ করে ভ্রুণের বৃদ্ধির জন্য অন্ধকার খুবই জরুরি।’ মস্কিষ্কের পিনিয়াল গ্রন্থি মেলাটনিন নামের এক ধরণের হরমোন নিঃসরণ করে৷ আর অন্ধকারেই এই গ্রন্থিটি বেশি কার্যকরী থাকে৷

রেইটার জানান, ‘অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মেলাটনিন অনেক শক্তিশালী একটি হরমোন। যখন মহিলাদের ডিম্বানু উৎপাদনের সময় হয় তখন এই হরমোন ডিম্বানু নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে’৷

গবেষণায় আরও দেখা গিয়েছে, যারা সন্তান ধারণে ইচ্ছুক তাদের কমপক্ষে আটঘণ্টা অন্ধকারে কাটানো প্রয়োজন৷

গবেষকেরা জানিয়েছেন, হরমোন নিঃসরণের জন্য অন্ধকারে থাকা জরুরি৷ তবে এক সঙ্গে ঘুমের কোন সম্পর্ক নেই৷ রেইটার জানিয়েছেন মেলাটানিন তৈরিতে অন্ধকার সবচেয়ে প্রয়োজনীয়৷

No comments:

Post a Comment