Bipasha Hayat, a painter and actress, will be the judge at 16th Dhaka International Film Festival. She will be the judges of the festival's 'women's filmmaker' division.
The nine-day film festival will begin on January 12.
Bipasha Hayat said, joining the festival must be joyful and new experience A kind of respect or recognition. The way that I have been studying and studying for so many years, it will be useful in this regard in the theater, television, screenplay, direction, acting, painting, acting music or editing.
More than 170 films from 60 countries of the world will be displayed in five auditorium of the festival. Norway's Edge Huffert, USA's Gary Spinner, Sydney Levine, India's Girish Kasarawalli, Iran's Mohammad Hassan Amir Yosephi, Iran's Ana Kochierrella, Andrea Morgan, Arun Deo Joshi of Nepal, Liya Gillamadinova of Russia, Mera Rittola of Finland. Apart from Bipasha Hayat, judges will be judges from Bangladesh, Morshedul Islam, Imtiaz Ahmed, Nurul Alam Atique.
১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন চিত্রশিল্পী ও অভিনেত্রী বিপাশা হায়াত। উৎসবের 'নারী চলচ্চিত্র নির্মাতা' বিভাগে বিচারক হিসেবে থাকছেন তিনি।
নয় দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ১২ই জানুয়ারি থেকে।
বিপাশা হায়াত বলেন, উৎসবে যোগ দেয়া অবশ্যই আনন্দের এবং নতুন অভিজ্ঞতার। এক ধরনের সম্মান বা স্বীকৃতিও। এত বছর যে পথ ধরে চলেছি এবং চর্চা করেছি সেটা থিয়েটার, টেলিভিশন, চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়, চিত্রকর্ম, আবহ সংগীত বা সম্পাদনায়, সার্বিকভাবে এ বিষয়গুলো এ ক্ষেত্রে কাজে লাগবে।
উৎসবে ঢাকার পাঁচটি মিলনায়তনে বিশ্বের ৬০টি দেশের ১৭০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিচারক হিসেবে আরও থাকছেন নরওয়ের এজ হফার্ট, যুক্তরাষ্ট্রের গ্যারি স্প্রিঞ্জার, সিডনি লেভাইন, ভারতের গিরীশ কাসারাভাল্লি, ইরানের মোহাম্মদ হাসান আমির ইয়োসেফি, ইতালির অ্যানা কোচিয়ারেলা, আন্ড্রেয়া মর্গহেন, নেপালের অরুণ দেও জোশি, রাশিয়ার লিয়া গিলমাতদিনোভা, ফিনল্যান্ডের মেরজা রিতোলা। বিপাশা হায়াতের পাশাপাশি বাংলাদেশ থেকে বিচারক থাকবেন মোরশেদুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, নুরুল আলম আতিক।
No comments:
Post a Comment