Tuesday, November 28, 2017

Eat which body to reduce weight quickly শরীরের ওজন দ্রুত কমাতে যা খাবেন


Published: 28 November, 10:59 Online version

Not only for body weight reduction, but also for the gastrics, urinary tract infections and abdominal disorders. Just two things - talk yogurt and yellow.

The mixture of these two and three weeks will be eaten extra fat. There will be many different remedies with you.
Every morning, this magic mixer will be a great result. Also a yellow chemical plant. It contains filtrarol, which helps to reduce the body's cholesterol. Yellow quality is essential to reduce metabolism.

Recently, scientists from Iran's Medical Sciences University conducted a study on this mixer. A total of 44 women were examined. All of whom have weight related problems.

44 women were divided into two groups. A group is given a mixture of sesame yogurt and turmeric powder daily. Three months later, those who had eaten without a yellow, found that their condition did not change. And those who ate two things in the mix, they lost about 6 kilos of weight!


প্রকাশ : ২৮ নভেম্বর, ২০১৭ ১০:৫৯ অনলাইন ভার্সন


শরীরের ওজন দ্রুত কমানোর জন্যই নয়, সঙ্গে যদি গ্যাসট্রিটিস, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন ও পেটের রোগের জন্য মোক্ষম মিক্সচারের সন্ধান দিচ্ছেন বিজ্ঞানীরা। মাত্র দুটি জিনিস- টক দই আর হলুদ।

এই দুটির মিশ্রণ টানা তিন সপ্তাহ খেলে ঝরে যাবে বাড়তি মেদ। সঙ্গে থাকা নানারকম উপশমও দূর হয়ে যাবে।
প্রতিদিন সকালে এই ম্যাজিক মিক্সচারটি খেলে মিলবে দারুণ ফল। তাছাড়া হলুদ একপ্রকার কেমিক্যাল প্লান্ট। এতে রয়েছে ফিলোস্টেরল, যা শরীরের কোলেস্টেরলকে হঠাতে সাহায্য করে। মেটাবলিজমকে কমাতেও হলুদের গুণ অপরিহার্য।

সম্প্রতি ইরানের মেডিক্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই মিক্সচারটি নিয়ে একটি সমীক্ষা চালিয়েছেন। মোট ৪৪ জন নারীদের উপর পরীক্ষা করা হয়েছিল। যাদের সকলেরই ওজন সংক্রান্ত সমস্যা রয়েছে।

৪৪ জন নারীকে দুটি দলে ভাগ করে দেওয়া হয়। একটি দলকে প্রতিদিন টক দই ও হলুদ গুঁড়োর মিশ্রণ খেতে দেওয়া হয়। তিন মাস পরে দেখা যায়, যারা হলুদ ছাড়া টকদই খেয়েছেন, তাদের অবস্থার পরিবর্তন হয়নি। আর যারা মিশ্রণের দুটি জিনিসই খেয়েছেন, তাদের প্রায় ৬ কিলো ওজন কমে গেছে!

No comments:

Post a Comment