Tuesday, January 16, 2018

মুখের দুর্গন্ধ দূর করবে বেদানার খোসা The scent of the scalp will remove the smell of the mouth



File images

Nobody wants to touch the smell of the mouth. Even people of the mind want to stay far away! If you do not find any solution on both sides of the tooth, many people use mouthwash. But it is possible to make herbal mouthwash in the house. And it requires only a few scales of scalp.

Antioxidants in the scalp of the kidneys, which destroy the bacteria in the mouth. It is useful if the mouth has ulcerative or excess smell in the mouth. Let us know how to use peanut shells, let us know from our current report-

First, cut the python into four pieces. Now get rid of peas. Then dry it in the dark sun, let the scales dry. Keep it in the sun for 3-4 days. Do not see if the moisture of the shells has dried up and dried it. Stir hard hardened peas.

Now add 20 grams of Vedana husk powder in one liter of water and boil it. When the water starts to boil, keep it refrigerated with a bottle. Before going out, flush the water with it.

Not only that bad stomach will not escape, it helps to stay away from cats, oral cancer etc. Do not look around every day. Smile will be the face of the face and of course Survitt.

মুখে গন্ধ হলে ধারে কাছে কেউই ঘেঁষতে চায় না। এমনকী মনের মানুষটাও যেন তখন দূরে দূরে থাকতে চায়! দুই বেলা দাঁত মেজেও কোনও সমাধান পাওয়া না গেলে, অনেকেই মাউথওয়াশ ব্যবহার করেন। কিন্তু ঘরেই হার্বাল মাউথওয়াশ বানিয়ে ফেলা সম্ভব। আর এর জন্য প্রয়োজন মাত্র কয়েকটি বেদানার খোসা। 

বেদানার খোসায় থাকে অ্যান্টি অক্সিডেন্ট, যা মুখের মধ্যেকার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। মুখের ভিতরে আলসার থাকলে বা মুখে অতিরিক্ত গন্ধ হলেও এটি কাজে লাগে। কী ভাবে বেদানার খোসা ব্যবহার করবেন আসুন জেনে নেওয়া যাক  আমাদের আজিকের এই প্রতিবেদন থেকে—

প্রথমে বেদানাটিকে চার টুকরো করুন। এবার ভাল করে খোসা ছাড়িয়ে নিন। তারপরে কড়া রোদে শুকোতে দিন সেই খোসাগুলো। ৩-৪ দিন রোদে রাখুন। খোসার আর্দ্রতা দূর হয়ে তা শুকিয়ে গিয়েছে কি না দেখে নিন। শক্ত খোসাগুলি মিহি করে গুঁড়ো করুন। 

এবার এক লিটার পানিতে ২০ গ্রাম বেদানা খোসার গুঁড়ো মিশিয়ে তা ফুটিয়ে নিন। পানি ফুটে গেলে, একটি বোতলে ভরে ফ্রিজে রাখুন। কোথাও বের হবার আগে সেই জল দিয়ে কুলকুচি করুন। 

কেবল দুর্গন্ধ যে পালাবে তাই নয়, দাঁতে ক্যাভেটি, ওরাল ক্যানসার ইত্যাদি থেকে দূরে থাকতেও সাহায্য করে এই টোটকা। প্রতিদিন কুলকুচি করেই দেখুন না। মুখের হাসি হবে অক্ষয় আর অবশ্যই সুরভিত। 

No comments:

Post a Comment