You'll find yourself in place of the world's most famous personality for the benefit of Google Arts and Cultural Apps. A new feature of this app was added a few days ago. The app has become popular with that feature. As a result, just click on the phone, you will become popular in a moment.
According to the news, if the app is open first, the option to get the cellphone will be available. Then you will get a picture that matches some of the historical figures of your face or the creators of the famous artwork of history. These pictures can be shared on popular social sites such as Facebook, Twitter and Instagram.
But not only the popular figures, but also the opportunity to make your own picture with the popular paintings. As a result, holding a hand in Hitler's hand or kissing Monalisa is one click away from you. Not only this, but before that, there are opportunities to portraise before various apps.
But the photos made by the Google Arts and Cultural App have become very popular due to the exact face matching of the customers. It is known that there are about 1200 museums, galleries and art, images of personality, in the app. But not only the ordinary people, but also in the Google Arts and Cultural App.
গুগল আর্টস এন্ড কালচারাল অ্যাপ'র কল্যাণে বিশ্বের খ্যাতিমান ব্যক্তিত্বের জায়গায় এখন নিজেকে পাবেন আপনিও। কয়েকদিন আগে এই অ্যাপটির নতুন একটি ফিচার যোগ হয়। সেই ফিচারের দৌলতে জনপ্রিয় হয়ে গেছে অ্যাপটি। যার ফলে শুধু ফোনের একটা ক্লিক, মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে যাবেন আপনি।
খবর অনুযায়ী, প্রথমে অ্যাপটি খোলা হলে সেলফি তোলার অপশন আসবে। তারপর আপনার মুখের সঙ্গে কিছুটা মিল রয়েছে এমন ঐতিহাসিক ব্যক্তিত্ব কিংবা ইতিহাস প্রসিদ্ধ শিল্পকর্মের স্রষ্টাদের সঙ্গে মিলিয়ে একটি ছবি পেয়ে যাবেন আপনি। সেই ছবি শেয়ার করা যাবে ফেসবুক, ট্যুইটার ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল সাইটগুলিতেও।
তবে শুধু বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব নয়, জনপ্রিয় পেন্টিংয়ের সঙ্গে নিজের ছবি বানানোরও সুযোগ থাকছে এখানে। ফলে হিটলারের হাত ধরে দাঁড়ানো বা মোনালিসাকে চুমু খাওয়া আপনার কাছে এক ক্লিক দূরত্বে। তবে শুধু এটি নয়, এর আগেও বিভিন্ন অ্যাপ মারফত আগেও প্রতিকৃতি করার সুযোগ এসেছে।
কিন্তু গুগল আর্টস এন্ড কালচারাল অ্যাপে এডিট হওয়া ছবির সঙ্গে গ্রাহকদের মুখের অবিকল মিল থাকায় সহজেই জনপ্রিয় হয়ে গেছে। জানা গেছে, প্রায় ১২০০ মিউজিয়াম, গ্যালারি ও শিল্পকলা, ব্যক্তিত্বের ইমেজ রয়েছে সেই অ্যাপটিতে। তবে শুধু সাধারণ মানুষই নয়, গুগল আর্টস এন্ড কালচারাল অ্যাপে মেতেছেন বিশ্বের তাবড় তাবড় সেলিব্রেটিরাও।
No comments:
Post a Comment