Love and marriage are a relationship that takes life to a new direction. Either it is very good, or it's too bad. Show people what is in the middle. If this relationship gets disturbed, then life becomes weak. It will also have a negative effect on your professional and daily life. If you get involved in relationships, you will get various hints. If you look at these issues in everyday life, it is better to get out of that relationship. Take a look at those signs.
We will always be tired: we collect energy from everything around us. Even if we do ourselves. If you have a relationship with your partner, then all your energy will disappear when you go to him. Be very tired. Especially, after being humiliated. It will also affect your work. If you remember your partner, it will also tire yourself.
Always be unhappy: You can find happiness when you are with the right partner in difficult times. Find the mental strength to deal with the difficulties. But as much as you are about being depressed, you will always get a sense of unhappiness. Give up easily in danger. It will be so much that it will be seen in other people's eyes.
Will live in the air of error: It will always seem like something missing. Something went wrong. There will be a way to find a path between the spheres, but the path will not be found in the end. You can blame different problems, but the real problem will be there.
The mind will want to leave: always escape from fleeing. I do not want to return home. But the two-dimensional situation can not be left, nor can they accept it from the mind. Fear to think about the future. The future will feel dark. The subconscious mind will tell you repeatedly, this relationship is harmful. It's stopping your speed. Dragging you behind.
Angry and frustrating: Whatever your partner is happy, you will not like anything. If you cook something good and give it to you, you can not even eat it. Psychologists say that you have got so much negative energy from your partner, that you can not see positive things.
There will be aversion to themselves: as well as dresses, uncooked hair out of the outside, they went out. In one word, stop your love. It seems as soon as the life clock closes, the better the better. Will lose the goals of life. Always blame yourself for this relationship.
If you read the top part of this writing and try to match yourself, then understand that you are looking for the right path to get out of relationships. If you search and read these types of books or books, then go to psychologists immediately. He can give you the right path. The problem can only be solved by both of them through counseling.
প্রেম-বিয়ে এমন একটা সম্পর্ক যা জীবনকে সম্পূর্ণ একটা নতুন দিকে নিয়ে যায়। হয় সেটা খুব ভালো হয়, নয়তো খুবই খারাপ। মাঝামাঝি যা কিছু হয় তা লোক দেখানো। যদি এই সম্পর্ক বিষিয়ে যায়, তবে জীবন দুর্বিসহ হয়ে ওঠে। এটা আপনার পেশাগত ও দৈনন্দিন জীবনেও নেতিবাচক প্রভাব ফেলবে। সম্পর্ক বিষিয়ে উঠলে আপনি নানা রকম ইঙ্গিত পাবেন। যদি এই ব্যাপারগুলি আপনি রোজকার জীবনে লক্ষ্য করেন, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। দেখে নিন সেই লক্ষণগুলি।
সব সময় ক্লান্ত লাগবে: আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা থেকে আমরা এনার্জি সংগ্রহ করি। এমনকী নিজেদের থেকেও করি। যদি আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক বিষিয়ে যায়, তবে তাঁর কাছে যেতেই আপনার সব এনার্জি উধাও হবে। ভীষণ ক্লান্ত হয়ে পড়বেন। বিশেষত, বচসা হওয়ার পর। এটা আপনার কাজের ওপরেও প্রভাব ফেলবে। যদি সঙ্গীর কথা মনেও আসে, তা হলেও ক্লান্ত লাগবে নিজেকে।
অখুশি থাকবেন সব সময়: কঠিন সময়েও সঠিক সঙ্গীর সঙ্গে থাকলে আপনি আনন্দ খুঁজে পাবেন। কঠিনকে মোকাবেলা করার মানসিক শক্তি খুঁজে পাবেন। কিন্তু বিষিয়ে যাওয়া সম্পর্কে থাকলে আপনি যতই বিলাসব্যসনে থাকুন, সব সময় একটা অখুশির ভাব আপনাকে পেয়ে বসবে। বিপদে সহজেই হাল ছেড়ে দেবেন। সেটা এতটাই প্রকট হবে, যা অন্য মানুষের চোখেও পড়বে।
ভুলের বাতাবরণে বাস করবেন: সব সময় মনে হবে কিছু একটা মিসিং। কিছু একটা ভুল হচ্ছে। একটা গোলকধাঁধাঁর মধ্যে পথ খোঁজার মতো অবস্থা হবে, কিন্তু পথ শেষ পর্যন্ত খুঁজে পাবেন না। এর জন্য আপনি বিভিন্ন সমস্যাকে দায়ী করতে পারেন, তবে আসল সমস্যা থেকেই যাবে।
ছেড়ে যেতে মন চাইবে: সব সময় পালাই পালাই ভাব। বাড়ি ফিরতে ইচ্ছে করবে না। কিন্তু দ্বিধাবিভক্ত অবস্থা না পারবেন ছাড়তে, না পারবেন মন থেকে গ্রহণ করতে। ভবিষ্যত্ সম্পর্কে ভাবতেও ভয় করবে। ভবিষ্যৎকে অন্ধকার মনে হবে। ভেতর থেকে অবচেতন মন আপনাকে বার বার জানান দেবে, এই সম্পর্ক ক্ষতিকারক। এটা তোমার গতি রোধ করছে। তোমাকে পেছনে টেনে ধরছে।
রাগ আর বিরক্তির ভাব: সঙ্গী যা খুশি করুন, আপনার কিছুই ভালো লাগবে না। যদি ভালো কিছু রান্না করে আপনাকে খেতেও দেন, তবুও ভালো মনে খেতে পারবেন না। মনোবিদরা বলছেন, সঙ্গীর কাছ থেকে এত নেগেটিভ এনার্জি আপনি পেয়েছেন, যে পজিটিভ কিছুই আপনি দেখতে পাবেন না।
নিজের প্রতি বিরাগ জন্মাবে: যেমন খুশি পোশাক, অবিন্যস্ত চুল— এ নিয়েই বেরিয়ে পড়লেন বাইরে। এক কথায় নিজেকে ভালোবাসা বন্ধ করে ফেলবেন। মনে হবে যত তাড়াতাড়ি জীবনের ঘড়ি বন্ধ হয়ে যাবে ততই ভালো। জীবনের লক্ষ্যও হারিয়ে ফেলবেন। সব সময় নিজেকে দোষারোপ করবেন এই সম্পর্কের জন্য।
এ ধরনের খবর খুঁজবেন: যদি আপনি এই লেখাটার উপরের অংশগুলো পড়ে ফেলেন এবং নিজের সঙ্গে মেলানোর চেষ্টা করেন, তাহলে বুঝবেন আপনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য সঠিক পথের সন্ধান করছেন। যদি এ ধরনের লেখা বা বই আপনি রোজ খোঁজেন এবং পড়েন, তবে অবিলম্বে মনোবিদের কাছে যান। তিনি আপনাকে সঠিক পথের সন্ধান দিতে পারবেন। দু'জনকে কাউন্সিলিংয়ের মাধ্যমেই এ সমস্যার সমাধান হতে পারে।
We will always be tired: we collect energy from everything around us. Even if we do ourselves. If you have a relationship with your partner, then all your energy will disappear when you go to him. Be very tired. Especially, after being humiliated. It will also affect your work. If you remember your partner, it will also tire yourself.
Always be unhappy: You can find happiness when you are with the right partner in difficult times. Find the mental strength to deal with the difficulties. But as much as you are about being depressed, you will always get a sense of unhappiness. Give up easily in danger. It will be so much that it will be seen in other people's eyes.
Will live in the air of error: It will always seem like something missing. Something went wrong. There will be a way to find a path between the spheres, but the path will not be found in the end. You can blame different problems, but the real problem will be there.
The mind will want to leave: always escape from fleeing. I do not want to return home. But the two-dimensional situation can not be left, nor can they accept it from the mind. Fear to think about the future. The future will feel dark. The subconscious mind will tell you repeatedly, this relationship is harmful. It's stopping your speed. Dragging you behind.
Angry and frustrating: Whatever your partner is happy, you will not like anything. If you cook something good and give it to you, you can not even eat it. Psychologists say that you have got so much negative energy from your partner, that you can not see positive things.
There will be aversion to themselves: as well as dresses, uncooked hair out of the outside, they went out. In one word, stop your love. It seems as soon as the life clock closes, the better the better. Will lose the goals of life. Always blame yourself for this relationship.
If you read the top part of this writing and try to match yourself, then understand that you are looking for the right path to get out of relationships. If you search and read these types of books or books, then go to psychologists immediately. He can give you the right path. The problem can only be solved by both of them through counseling.
প্রেম-বিয়ে এমন একটা সম্পর্ক যা জীবনকে সম্পূর্ণ একটা নতুন দিকে নিয়ে যায়। হয় সেটা খুব ভালো হয়, নয়তো খুবই খারাপ। মাঝামাঝি যা কিছু হয় তা লোক দেখানো। যদি এই সম্পর্ক বিষিয়ে যায়, তবে জীবন দুর্বিসহ হয়ে ওঠে। এটা আপনার পেশাগত ও দৈনন্দিন জীবনেও নেতিবাচক প্রভাব ফেলবে। সম্পর্ক বিষিয়ে উঠলে আপনি নানা রকম ইঙ্গিত পাবেন। যদি এই ব্যাপারগুলি আপনি রোজকার জীবনে লক্ষ্য করেন, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। দেখে নিন সেই লক্ষণগুলি।
সব সময় ক্লান্ত লাগবে: আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা থেকে আমরা এনার্জি সংগ্রহ করি। এমনকী নিজেদের থেকেও করি। যদি আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক বিষিয়ে যায়, তবে তাঁর কাছে যেতেই আপনার সব এনার্জি উধাও হবে। ভীষণ ক্লান্ত হয়ে পড়বেন। বিশেষত, বচসা হওয়ার পর। এটা আপনার কাজের ওপরেও প্রভাব ফেলবে। যদি সঙ্গীর কথা মনেও আসে, তা হলেও ক্লান্ত লাগবে নিজেকে।
অখুশি থাকবেন সব সময়: কঠিন সময়েও সঠিক সঙ্গীর সঙ্গে থাকলে আপনি আনন্দ খুঁজে পাবেন। কঠিনকে মোকাবেলা করার মানসিক শক্তি খুঁজে পাবেন। কিন্তু বিষিয়ে যাওয়া সম্পর্কে থাকলে আপনি যতই বিলাসব্যসনে থাকুন, সব সময় একটা অখুশির ভাব আপনাকে পেয়ে বসবে। বিপদে সহজেই হাল ছেড়ে দেবেন। সেটা এতটাই প্রকট হবে, যা অন্য মানুষের চোখেও পড়বে।
ভুলের বাতাবরণে বাস করবেন: সব সময় মনে হবে কিছু একটা মিসিং। কিছু একটা ভুল হচ্ছে। একটা গোলকধাঁধাঁর মধ্যে পথ খোঁজার মতো অবস্থা হবে, কিন্তু পথ শেষ পর্যন্ত খুঁজে পাবেন না। এর জন্য আপনি বিভিন্ন সমস্যাকে দায়ী করতে পারেন, তবে আসল সমস্যা থেকেই যাবে।
ছেড়ে যেতে মন চাইবে: সব সময় পালাই পালাই ভাব। বাড়ি ফিরতে ইচ্ছে করবে না। কিন্তু দ্বিধাবিভক্ত অবস্থা না পারবেন ছাড়তে, না পারবেন মন থেকে গ্রহণ করতে। ভবিষ্যত্ সম্পর্কে ভাবতেও ভয় করবে। ভবিষ্যৎকে অন্ধকার মনে হবে। ভেতর থেকে অবচেতন মন আপনাকে বার বার জানান দেবে, এই সম্পর্ক ক্ষতিকারক। এটা তোমার গতি রোধ করছে। তোমাকে পেছনে টেনে ধরছে।
রাগ আর বিরক্তির ভাব: সঙ্গী যা খুশি করুন, আপনার কিছুই ভালো লাগবে না। যদি ভালো কিছু রান্না করে আপনাকে খেতেও দেন, তবুও ভালো মনে খেতে পারবেন না। মনোবিদরা বলছেন, সঙ্গীর কাছ থেকে এত নেগেটিভ এনার্জি আপনি পেয়েছেন, যে পজিটিভ কিছুই আপনি দেখতে পাবেন না।
নিজের প্রতি বিরাগ জন্মাবে: যেমন খুশি পোশাক, অবিন্যস্ত চুল— এ নিয়েই বেরিয়ে পড়লেন বাইরে। এক কথায় নিজেকে ভালোবাসা বন্ধ করে ফেলবেন। মনে হবে যত তাড়াতাড়ি জীবনের ঘড়ি বন্ধ হয়ে যাবে ততই ভালো। জীবনের লক্ষ্যও হারিয়ে ফেলবেন। সব সময় নিজেকে দোষারোপ করবেন এই সম্পর্কের জন্য।
এ ধরনের খবর খুঁজবেন: যদি আপনি এই লেখাটার উপরের অংশগুলো পড়ে ফেলেন এবং নিজের সঙ্গে মেলানোর চেষ্টা করেন, তাহলে বুঝবেন আপনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য সঠিক পথের সন্ধান করছেন। যদি এ ধরনের লেখা বা বই আপনি রোজ খোঁজেন এবং পড়েন, তবে অবিলম্বে মনোবিদের কাছে যান। তিনি আপনাকে সঠিক পথের সন্ধান দিতে পারবেন। দু'জনকে কাউন্সিলিংয়ের মাধ্যমেই এ সমস্যার সমাধান হতে পারে।
No comments:
Post a Comment