Thursday, January 25, 2018

জাপানের আকাশে রহস্যময় ধোঁয়া Japan's mysterious smoke in the sky!

Locals have found a strange aircraft recently in Japan's Kyushu Island. An airplane unknown in the night sky dragged the line of light into the entire sky. The locals found the mysterious smoke line until the light of daylight broke out.

The locals kept the scene right. Some of them leave it in social media. Then the virus becomes turned into viral.

Many commented on this. But most of the opinion was that it does not go bhinagara! According to many, it is a fighter. Due to high speed, the smoke line has been dropped behind.

But in the weather news it is said that a rocket was thrown from the 'Uchinora Space Center' located near the city of Kimotusuchi that night. At 6 pm local time, the epicolon 3 (Epsilon-3) rocket is in space.

Of course, some said that the rocket launch of the evening! So why would his smoke be seen so late in the night? In this regard, the space agency said that the rocket was launched after much of the time due to bad weather that day.

জাপানের কিউশু দ্বীপে সম্প্রতি অদ্ভুত এক আকাশযান দেখতে পান স্থানীয়রা। রাতের আকাশে অজানা এক আকাশযান পুরো আকাশে আলোর রেখা টেনে চলে যায়। ভোরের আলো ফোটা পর্যন্ত সেই রহস্যময় ধোঁয়ার রেখা দেখতে পান স্থানীয়রা।

আর সেই দৃশ্যকে ঠিকই ধরে রেখেছেন স্থানীয়রা। এদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছেড়েও দেন। এরপরই ভাইরালে পরিণত হয় ঘটনাটি।

এ ব্যাপারে অনেকেই অনেক মন্তব্য করেছেন। তবে অধিকাংশের মতামত ছিল এটা ভিনগ্রহের যান না হয়েই যায় না! আবার অনেকের মতে, এটা যুদ্ধবিমান। প্রচণ্ড গতিতে যাওয়ায় পেছনে ধোঁয়ার রেখা ফেলে গেছে।

তবে আবহাওয়া সংবাদে বলা হয়, ওই রাতে কিমোটসুচি শহরের কাছে অবস্থিত ‘উচিনোরা স্পেস সেন্টার’ থেকে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এপসিলন ৩ (Epsilon-3) নামের রকেটটি মহাকাশে পাড়ি দেয়।

অবশ্য কেউ কেউ বলেছিলেন, সেই রকেট সন্ধ্যায় উৎক্ষেপণের কথা! তাহলে এতো রাতে কেন তার ধোঁয়া দেখা যাবে? এ ব্যাপারে মহাকাশ সংস্থা জানায়, সেদিন খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের অনেক পরে রকেটটিকে উৎক্ষেপণ করা হয়।

No comments:

Post a Comment