Thursday, January 25, 2018

সেক্স-এর পরে মন খারাপ কি স্বাভাবিক? কেন মন খারাপ হয় Is sex normal after the sex? Why are you upset?

Sex is fun, fullness. But still, why the Monkharap cloud surrounded the four sides? Ever wondered, why the thing that is full of hands, why does it bring void?

Recently, a number of studies have found that there is a lot of confusion, anger, frustration, and not just the kind of depression, sex. But in this case, we have to assume that this sex will be the affirmative.

Psychologists say that consent has many aspects of sex. Sexually transmitted diseases from the stroke of a stranger are naturally accompanied by guilt. Due to sexual tension after sex, the activity of conscience began to stop the movement of various hormones in the body. It is normal to come crying from it.



Again, additional love-related sex is also thought to have tears. What's the matter? It is said, in many cases sex is considered to be full of love. The fullness comes in the body, mind. That is how the eyeball becomes overflowing.

In addition to this, there is another issue. That is the consistency between expectations and the reality. In this case, many people may have got involved in one. Normally, the body came to accept the biological demand. But at that moment nobody is ready for the body. This is one of the reasons for water flowing in the eye.

Another reason to fear is The meaning of sex comes in the bounds of various obligations. If this relationship breaks down, then the thought is normal. The tears are more natural to fear.



যৌনতা তো আনন্দ, পূর্ণতার ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও কেন মনখারাপি মেঘ ঘিরে ধরে চার পাশে? কখনও ভেবে দেখেছেন, যে জিনিসের হাত ধরে পূর্ণতা আসার কথা, সে জিনিস কেন শূন্যতা এনে দিল?

সম্প্রতি বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে যে, শুধু মনখারাপই নয়, সেক্স-এর পরে রাগ, বিরক্তি, হতাশার মতো অনেক কিছুই আসতে পারে। তবে এ ক্ষেত্রে ধরে নিতে হবে, এই যৌনতা হবে সম্মতিসূচক।

মনোবিদরা বলছেন, সম্মতিতে যৌনতার নানা দিক রয়েছে। পরকীয়া থেকে যে যৌনতার জন্ম, তাতে স্বাভাবিকভাবেই অপরাধবোধ লেগে থাকে। যৌনতার পরে উত্তেজনা কমলে, শরীরে বিবিধ হরমোনের দৌড় থামলে শুরু হয় বিবেকের কাজ। তা থেকে কান্না আসা স্বাভাবিক।



আবার, অতিরিক্ত ভালবাসা-প্রসূত যৌনতার সঙ্গেও কান্নার সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। ব্যাপারটি কীরকম? বলা হয়, অনেক ক্ষেত্রেই যৌনতাকে প্রেমের পূর্ণতা হিসেবে ধরে নেওয়া হয়। সেই পূর্ণতা আসে শরীরে, মনে। যা উপচে পড়ে চোখের লোনা জয় হয়ে।

এ ছাড়াও আসে আর একটি বিষয়। সেটা হল প্রত্যাশা এবং বাস্তবের মধ্যে সামঞ্জস্য না-থাকা। এ ক্ষেত্রে বলা হয়, অনেকেই হয়তো একটি সম্পর্কে জড়িয়েছেন। স্বাভাবিক, জৈবিক চাহিদা মেনে সম্পর্কে শরীর এসেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে কেউ শরীরের জন্য প্রস্তুত নন। চোখে জল আসার এ-ও এক কারণ।

আর একটি কারণ ভয়। সম্পর্কে যৌনতা এসে যাওয়ার অর্থ বিবিধ বাধ্যবাধকতার গণ্ডিতে বাঁধা পড়া। এই অবস্থায় সম্পর্ক ভেঙে গেলে কী হবে, সে চিন্তা স্বাভাবিক। ভয়ে চোখের জল আসা আরও স্বাভাবিক।

No comments:

Post a Comment