Monday, January 1, 2018

সঙ্গমের পর এই কাজগুলি করেন? নতুন বছরে পালটে ফেলুন অভ্যাস Does this work after mating? Change the habit in the new year

Whatever the length of the mating or the sweet, the slightest mistake of the next moment can ruin all the satisfaction. Almost everyone should be careful about what should be done during the meeting. Follow the steps of the Internet to read or read every book. But what needs to be done before or after union is not on the mind, many of them. Remember that these things should not be bitter for the memory of Ratsukh. After the reconciliation of the new year, do not do these things after the mistakes.

Irritation of urine:
Many people say that if the person gets into the toilet directly after urinating, then the partner may feel bad. But keep in mind that it is necessary to keep yourself smiling at the partner's face as well as keep yourself healthy. In many cases during sexual intercourse, unnecessary bacteria and germs enter the body. After sexual intercourse, the body will go out of the urine immediately after urinating. So do not forget to urinate.

Use of Wet Tissue:
Use wet tissue to clean vagina after mating? Very careful! You must change those practices in the new year. Cleanliness of vagina after intercourse is undoubtedly necessary. But not in this way. Because these tissues contain chemicals. Which can infections in private parts. As a result of it it is possible to have itching and rash.

Use of saban:
Many women use soap after cleaning the cloth after sex. Avoid this to keep the body healthy. Naturally the vagina has moisture. And washing the moisture with soap is not a smart thing to do. Just use clean water to keep the private parts clean.

No clothes after mating:
Naturally, there is fatigue in the body after ratiasukha. As a result, the garment that you see in front of it falls to the ground. But it is not healthy for your body. Doctors suggest, sleeping naked. Actually after the union, there is sweat in the body. The clothes on which the disease is likely to be infected. If you do not want to stay naked then wear a loose dress. But the lingerie must be open.

Bathe in hot water:
Better after bathing after Ratings, there is nothing better than a better job. But the use of hot water is not in the clock. Hot water can damage the vaginal. Keeping these small things in mind, your sex life will become more sweet in the new year.


সঙ্গম যতই দীর্ঘ বা মধুর হোক না কেন, তার পরের মুহূর্তের সামান্য ভুল মিলনের সমস্ত তৃপ্তি পণ্ড করে দিতে পারে। মিলনের সময় কী করা উচিত কী নয়, এ নিয়ে প্রায় সকলেই সতর্ক থাকেন। ইন্টারনেট ঘেঁটে বা বই পড়ে প্রতিটি পদক্ষেপ মেনে চলেন। কিন্তু মিলনের আগে বা পরে কী করা দরকার, তা মাথায় থাকে না অনেকেরই। রতিসুখের স্মৃতি যাতে তিক্ত না হয়, তার জন্য অবশ্যই এ বিষয়গুলি মনে রাখুন। নতুন বছরে মিলনের পর ভুল করেও এসব কাজ করবেন না।

মূত্রত্যাগে অনীহা:
অনেকেই বলে থাকেন, মিলনের পরই মূত্রত্যাগ করতে সোজা টয়লেটে ঢুকে পড়লে পার্টনারের খারাপ লাগতে পারে। কিন্তু মনে রাখবেন, পার্টনারের মুখে হাসি ফোটানোর পাশাপাশি নিজেকে সুস্থ রাখাও প্রয়োজন। সঙ্গমের সময় অনেক ক্ষেত্রে শরীরে অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়া ও জীবাণু ঢুকে পড়ে। সঙ্গমের পর মূত্রত্যাগ করলে শরীর তা অনায়াসে বেরিয়ে যায়। তাই মূত্রত্যাগ করতে ভুলবেন না।

ওয়েট টিস্যুর ব্যবহার:
সঙ্গমের পর যোনি পরিষ্কার করতে ওয়েট টিস্যু ব্যবহার করেন? খুব সাবধান! নতুন বছরে এমন অভ্যেস অবশ্যই বদলে ফেলুন। মিলনের পর যোনি পরিচ্ছন্ন রাখা নিঃসন্দেহে প্রয়োজন। কিন্তু এভাবে নয়। কারণ এইসব টিস্যুতে থাকে কেমিক্যাল। যা গোপনাঙ্গে রোগ সংক্রমণ করতে পারে। আর তার ফলে চুলকানি ও ব়্যাস হওয়ার সম্ভাবনাও থেকে যায়।

সাবানের ব্যবহার:
অনেক মহিলাই সেক্সের পর গোপনাঙ্গ পরিষ্কার করেন সাবান ব্যবহার করে। শরীর সুস্থ রাখতে এই বিষয়টি এড়িয়ে চলুন। স্বাভাবিকভাবেই যোনিতে আর্দ্রতা থাকে। আর সাবান দিয়ে সেই আর্দ্রতা ধুয়ে ফেলা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। তার চেয়ে গোপনাঙ্গ সাফ রাখতে শুধু পরিষ্কার জল ব্যবহার করুন।

সঙ্গমের পর পোশাক নয়:
রতিসুখের পর স্বাভাবিকভাবেই শরীরে ক্লান্তি থাকে। ফলে সামনে যে পোশাকটিই দেখেন, সেটি গায়ে গলিয়ে শুয়ে পড়েন। কিন্তু এটি আপনার শরীরের জন্য স্বাস্থ্যকর নয়। চিকিৎসকদের পরামর্শ, নগ্ন হয়েই ঘুমান। আসলে মিলনের পর শরীরে ঘাম থাকে। যার উপর পোশাক পরলে রোগ সংক্রমণের সম্ভাবনা থেকে যায়। আর নগ্ন থাকতে না চাইলে ঢিলে ঢালা পোশাক পরুন। কিন্তু অন্তর্বাস অবশ্যই খুলে রাখুন।

গরম জলে স্নান:
রতিসুখের পর স্নান করে ফেলতে পারলে তার চেয়ে ভাল কাজ আর কিছু হতেই পারে না। তবে গরম জলের ব্যবহার এক্কেবারে নয়। গরম জল যোনির ক্ষতি করতে পারে। এসব ছোটখাটো বিষয়গুলি মাথায় রাখলেই নতুন বছরে আপনার যৌন জীবন হয়ে উঠবে আরও মধুর।

No comments:

Post a Comment